মজিলা,অপেরা,গুগল ক্রম,ইন্টারনেট এক্সপ্লোরার এর হেং সমস্যার সমাধান

বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুনাময় আল্লাহর নামে আমার ২য় টিউন শুরু করছি। ১ম টিউনে আপনাদের ভালোবাসার সাহস পায়ে ২য় টিউন করতে বসলাম।  ইন্টারনেট ব্যবহার করি কিন্তু  IDM ব্যবহার করিনা তাকি হয়। কিন্তু এই IDM আমদের সীমিত ইন্টারনেট স্পীড এর ভিতর IDM কিছু স্পীড লোড করে। তাই আমদের স্পীড শোল্লোও করে ফেলে, আবার কিছু ক্ষেত্রে ইন্টারনেট হেং যায়, কিন্তু একটু কষ্ট করলে এই সমস্যা থাকে মুক্তি পেতে পারেন। প্রথমে যে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন তা IDM থেকে টিক চিহ তুলে দেন, সহজ ভাবে exm: at first going, start menu-all program-IDM-Download-Option তখন আপনি  mozila হলে  mozila এবং mozila firefox,  opera হলে opera,  google crome হলে google crome, internet explorer হলে internet explorol এর উপর টিক চিনহ তুলে দেন, এবার স্পীড লক্ষ্য করুন আগের চেয়ে অনেক বেরে গেছে। কিন্তূ এই টিপস শুধু page visit করার সময় কিন্তূ আপনি কিছু ডাউনলড করার সময় আপনি আবার টিক চিনহ তুলে দিন। exm: start menu-all program-IDM-option তখন আপনি mozila হলে mozila and mozila firefox, opera হলে opera, google crome হলে google crome, internet explorer হলে internet explorer এর টিক চিনহ দিন। বানান ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাল লাগলে comment করতে ভুল্বেন না। আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন, ভালোবাসা সহ আপনাদের সাব্বির পাগলা আসিফ।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 869 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Black & white ধন্যবাদ

Level 0

কেরে এইডা ?
আমাগো পাশের বাড়ির মন্টু বাই নাঃ এইডা ?
বাইজান আপনেও তেকতিউনে আছেন, সালামালাইকোম!
ছাদের উপর তো ভালই টাঙ্কিঃ বসাইছেন! আমাগো একটু টাংকি থেকে পানি দিয়েন।
যাক ম্যালা প্যাচাল মারলাম,
টিউন টা কিন্তু আমার খুব দরকার আছিল, মজিলা টা খালি ফিট খাইতাছে তো !!
ছাদের উপর আসেন আমাদের একটা ঠ্যাংক কিউ গাছ এর নতুন ফুল ফুটছে, দিমুনে আপনাকে

ভাই টিক তুলে দেয়ার সাথে স্পিড এর কি সম্পর্ক??

ধন্যবাদ ভাইয়া

কি সম্পর্ক জানিনা আপনি চেষ্টা করে দেখেন

Level 0

প্রথমে যে ইন্টারনেট সার্ভিস ব্যবহার করেন তা IDM থেকে টিক চিহ তুলে দেন, সহজ ভাবে exm: at first going, start menu-all program-IDM-Download-Option তখন আপনি mozila হলে mozila এবং mozila firefox, opera হলে opera, google crome হলে google crome, internet explorer হলে internet explorol এর উপর টিক চিনহ তুলে দেন

Read more: https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/70360/#ixzz1Os5vEWJX
……


..ভাইয়া টিক বুজলাম না।