যে কোন ও প্রোগ্রাম ওপেন করুন কিবোড দিয়ে,তাও আবার Shortcut Key, মাউস ছাড়া,খুজে বের করতে হবে না

আমি বেশী কিছু পারী না কিন্তু যা পারী তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি যানি না এর আগে এ বিষয় নিয়ে আলোচানা হয়েছে কিনা। যদি কেউ করে থাকেন তাহলে আগেই মাফ চেয়ে নেই তার কাছে। এটা হয়তো অনেকেই পরনে কিন্তু যারা পারেন না তাদের জন্য।

এবার কাজের কথায় আসি।

আমাদের সবারই প্রতিদিন অনেক ধরনের প্রোগ্রাম ওপেন করতে হয়। কিন্তু কেউ Start>All Programs> গিয়ে খুজতে হয় বা কেউ Desktop এ সটকাট রেখে কাজ করি। কিন্তু এখন আর  Desktop এরেখে Desktop ভরে রাখা লাগবে না এবং Start>All Programs> গিয়েও খুজতে হবে না।

এজন্য যা করতে হবে।

Start>All Programs> গিয়ে যে প্রোগ্রামটি কিবোডের মাধ্যমে সটকাট ব্যবহার করতে চান সেই ফাইটির যেটা রান হয় সেটার Properties এ যান,এবং Ok দিন তার পর খেয়াল করুন  Shortcut Key সামনে None দেওয়া আছে  সেখানে  আপনি কিবোডের যে চাবিটা দিয়ে ওপেন করবেন সেই চাবিটা এখানে দিন। এবং Apply> Ok দিয়ে বেরিয়ে আসুন। “Ctrl+Alt+আপনি যেচাবিটা দিয়েছেন”,তারপর দেখুন ওপেন হয়েছে কিনা।

ভাই এখানে আমি এটাই প্রথম টিউন করেছি তো এখানে স্ক্রীনশর্ট দিতে পারি না অনেক চেষ্টা করেছি,আপনারা বিস্তারীত দেখতে স্ক্রীনশর্ট সহ এই লিংকে যান। ধন্যবাদ।…………http://www.pchelplinebd.com/?p=3029 এখানে আমি সব বিস্তারিত বলেছি।

ধন্যবাদ সাবাই ভাল থাকবেন। আর আমার টিউন খারাপ হলেও যানাবেন,আর ভাল হলেও যানাবান।

আল্লাহাফেজ।

Level 0

আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে। কিন্তু দুই একটা স্ক্রীনশর্ট দিলে ভালো হত।
কিন্তু আমি পারছি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

একটা স্ক্রীনশর্ট দিলে ভালো হত ।

    নিচের আমার লেখা অনুসরন করুন

ধন্যবাদ!..দারুন একটা জিনিস শেয়ার করেছেন। কাজ করছে!!! 🙂

Level 0

valo lagchay

নান এর ঘরে কিছু লেখা যাচ্ছে না। স্ক্রীনশট এর মাধ্যমে বিষয়টি শেয়ার করলে ভাল হত।

ভাই এখানে আমি এটাই প্রথম টিউন করেছি তো এখানে স্ক্রীনশর্ট দিতে পারি না অনেক চেষ্টা করেছি,আপনারা বিস্তারীত দেখতে স্ক্রীনশর্ট সহ এই লিংকে যান। ধন্যবাদ।…………http://www.pchelplinebd.com/?p=3029 এখানে আমি সব বিস্তারিত বলেছি।

Notun kore mone korie debar jonye Thanks.

আসলে আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা হারিয়ে পেলেছি। অসংখ্য ধন্যবাদ।

ভাল লাগলো।

দারুন আপনাকে অনেক ধন্যবাদ

All Thanks