Resume করুন ডাউনলোড-ছোট্ট কৌশল

Resume করুন ডাউনলোড timeout হওয়া ফাইলটি -ছোট্ট একটি কৌশল

নিচের লেখা অনুজায়ি কাজ করুন ফল পাবেন ইনসাল্লাহ

ইন্টারনেটে ফ্রি ডাউনলোড করা যায় এমন একটা সাইট হল মিডিয়াফায়ার। কিন্তু এ ধরনের অধিকাংশ সাইটের মতোই এতে আপলোড করা ফাইলসমূহের কোন হট লিংক থাকে না। এতে প্রতিটা আপলোড করা ফাইলের জন্য একটা রেফারেন্স লিংক থাকে যে লিংকটা ব্রাউজারে চালু করলে তাৎক্ষণিকভাবে ব্রাউজারের রিকোয়েস্টের ভিত্তিতে সার্ভার থেকে আপনাকে একটা ডাউনলোড লিংক দিবে। কিন্তু এই লিংকটা হবে অস্থায়ী এবং অবিতরণযোগ্য। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে এটা আর কাজ করবে না এবং যতক্ষণ কাজ করবে ততক্ষণও এটা যে কম্পিউটার থেকে পাওয়া গেছে শুধুমাত্র সেই কম্পিউটারেই কাজ করবে। শুধু মিডিয়া ফায়ার না, বর্তমানে অধিকাংশ ফাইল স্টোরেজ সাইটের পদ্ধতি মোটামুটি একই রকম।
এখন আপনার ইন্টারনেট কানেকশন যদি খুব ফাস্ট হয়, তাহলে আপনি এসব সাইট থেকে কয়েকশ মেগাবাইট সাইজের ফাইল কোন রকম ঝামেলা ছাড়াই ডাউনলোড করে ফেলতে পারবেন। কিন্তু আপনার স্পীড যদি কম হয় অথবা ফাইলের সাইজ যদি অনেক বড় হয় তাহলে আপনার পক্ষে সম্পূর্ণ ফাইলটা একবারে ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফাইলটা কিছু সময় পরে আর ডাউনলোড হচ্ছে না। এমন কি ডাউনলোড রিজিউমও করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে এই সময়ের মধ্যেই ফাইলটার ডাউনলোড লিংক পরিবর্তিত হয়ে গেছে।
এই সমস্যা সমাধানের জন্য অর্থাৎ এরকম অবস্থায় ডাউনলোড রিজিউম করার জন্য আপানাকে ঐ ফাইলের রেফারেন্স লিংকটা অর্থাৎ যে লিংকটা ব্যবহার করে আপনি প্রথমবার ডাউনলোড লিংকটা পেয়েছিলেন সেই লিংকটা পুনরায় ব্রাউজারে চালাতে হবে। এরফলে আপনি ফাইলটার একটা নতুন ডাউনলোড লিংক পাবেন। আপনি যদি ভালোভাবে লক্ষ করেন তাহলে দেখতে পাবেন যে পূর্বের ডাউনলোড লিংক এবং এই ডাউনলোড লিংক ভিন্ন। এবার আপনি যেই ডাউনলোড ম্যানেজার দিয়ে ফাইলটা ডাউনলোড করছিলেন (ধরে নিচ্ছি Internet Download Manager) তার ডাউনলোড লিস্ট থেকে ঐ ফাইলটার নামের উপর রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার এই Properties উইন্ডোর Referer বক্সে ঐ রেফারেন্স লিংকটা এবং Address বক্সে নতুন ডাউনলোড লিংকটা প্রবেশ করিয়ে এরপর Resume বাটনে ক্লিক করুন। দেখবেন কোন ঝামেলা ছাড়াই পুনরায় ডাউনলোড শুরু হয়ে গেছে।
মাঝে মাঝে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে মিডিয়া ফায়ার থেকে ডাউনলোডের সময় কিছু কিছু ফাইল 99.99% ডাউনলোড হয়ে এরপর আর ডাউনলোড হয় না। সেক্ষেত্রে এই পদ্ধতি পর পর দুইবার প্রয়োগ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে। IDM ছাড়াও অন্যান্য ডাউনলোড ম্যানেজারেও এই পদ্ধতি সুন্দরভাবে কাজ করে। কিন্তু সেসব ক্ষেত্রে ফাইলটা করাপ্টেড হওয়ারও সম্ভবনা থাকে।


আমার একটা মাল্টিমিডিয়া ওয়েব ফোরাম প্লিস একটু Login করুন Same Doridro এর মত আপ্নারাই পারেন আমার ফোরাম আড্ডাময় করতে

http://deshibeat.com/

কাজ হলে জানাবেন।
ভাল থাকুন সব সময়।



Level 0

আমি GoriberBondhu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami GoriberBondhu Ami internet a Kaz Korta ValoBashi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিংক কাজ করে না।

    জি ভাই আমাকে বলতে পারেন মাঝে মাঝে এমন হচ্ছে কেন আবার নেক্সট এ কাজ হচ্ছে কেও পারলে জানাবেন প্লিস

So,Thanks Vhai

    ইউ আর ওয়েলকাম ভাই আমার সাথে থাকুন

Level 0

হা হা ভালো উদ্যগ।

ভালো লিখেছেন। অনেকেই এটা জানেনা, তাদের কাজে লাগবে 🙂

    শাওন ভাই , আমি লিনাক্স এর একদম নতুন ইউজার কিছুদিন আগে উবুন্টু ১১.০৪ ইন্সটল দিয়ে অভ্র সেটআপ দিলাম কিন্তু অভ্র spell checker টা আসছেনা কিভাবে আনবো তা যদি একটু বলতেন তাহলে আপনার এই ছোটভাইয়ের খুব উপকার হতো ……

    আর গরিবের বন্ধু ভাইকে ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য । 😀

    জি ভাই জারা জানেনা তাদের জন্য

    বোকা ছেলে আইন্সটাইন , অভ্রের লিনাক্স এডিশন পেলেন কই আপনি? আমরা তো scim দিয়ে অভ্র চালাই

    দিহান ভাই আমি অভ্র সেটয়াপ বলতে অভ্র scim ইন্সটল করাকে বুঝিয়েছি , কারন উবুন্টুর input method
    switcher এ প্রথম অবস্থায় অভ্র scim থাকেনা , অভ্র scim ইন্সটল এর ফলে
    আসে । আর আমি জানতে চেয়েছি এমন কোন পদ্ধতি নেই যার মাধ্যমে আমরা উবুন্টুতে অভ্র spell
    checker ব্যাবহার করতে পারবো :p ।
    আর ভাইয়া আমি লিনাক্সে একদম নতুন তাই ভাইয়া আমার কথায় কোন ভুল থাকে তাহলে please সুধরায়
    দিবেন ।
    ধন্যবাদ =p~ =p~ =p~

ভাল লাগল।

    আপ্নাকেও ধন্নবাদ ভাই

Level 0

ছোট্র টিউন হলেও বেশ কাজের !!

সুন্দর লিখেছেন। ধন্যবাদ

ধন্যবাদ

ভাল লাগলো । আশা করি সবার কাজে লাগবে।

Tune টা সুন্দর হয়ছে…… অনেকের কাজে লাগবে 🙂

ভালো টিপস

Level 2

ব্যাতিক্রমী says: ভালো টিপস

Level 0

অসৎখ্য ধন্যবাদ GoriberBondhu । তবে মাঝে মাঝে এটি কাজ করে না । তখন অন্য কনো ব্রউজার ( যদি প্রথমবার mozila থেকে ডাউনলড লিঙ্ক use করেন পরে opera or IE) এ রেফারেন্স লিংকটা চালিয়ে নতুন ডাউনলোড লিংক পাবেন তারপর GoriberBondhu ভাই যেভাবে বলেসেন সেভাবে follow করলে কাজ হবে ।

Level 0

ভাই GoriberBondhu আমি techtunes এ নতুন এবং দক্ষ নই । তাই হয়তো ঠিক মত লিখতে পারি নাই । যদি ভুল হয় তবে মাফ করবেন ।

Level 0

informative post!
tks

Level 0

এটা কি rapidshare, hotfile, megaupload & এই রকম site গুলায় কাজ করবে? সাধারন সাইট যেমন JUMBOFILES, MEDIAFIRE এগুলার ক্ষেত্রে তো just রাইট ক্লিক করে REFRESH DOWNLOAD ADDRESS এ গেলেই হয়।

nice

Level 0

wow ডাউনলোড ম্যানেজারেও এই পদ্ধতি সুন্দরভাবে কাজ করছে Thanks .

Right click kore (Refresh Download Address) e click korle O cholbe…..

thanks 4 the useful post…