সুন্দর ডোমেইন পছন্দ করার কিছু টিপস

১. আপনার ডোমেইন নেম ব্যবসার নামের সাথে মিলিয়ে পছন্দ করুন। যাতে ভিজিটর আপনার ব্যবসার নাম মনে করেই ওয়েবসাইটে যেতে পারে।

২. ডোমেইন নেম খুবই সংক্ষিপ্ত এবং সহজে মনে রাখা যায় এমন হতে হবে। এতে ভিজিটর আপনার ওয়েব সাইটের নাম মনে রাখতে পারবে এবং পরিবর্তিতে আবার আপনার সাইটে আসতে পারবে।

৩. ডোমেইন নেম পছন্দের ক্ষেত্রে ৪/৫ ক্যারেক্টারকে প্রাধান্য দিন। লম্বা ডোমেইন নেম পরিহার করুন। যেমন- http://www.getyourbestlaptopdeals.com এটা মনে রাখা কষ্ট সাধ্য। তাই সব সময় অধিক বড় ডোমেইন নেম পছন্দ করা পরিহার করুন।

৪. আপনার ডোমেইন নেমটি যদি মানুষের সহজেই টাইপ করতে ভুল হওয়ার সম্ভবনা থাকে তাহলে ভুল নামটি ও রেজিস্ট্রেশন করুন।

৫. আপনার যদি abbreviations ব্যবহার করার দরকার পড়ে তাহলে অর্থবোধক হয়এবং সহজে মনে রাখা যায় এমন কিছু ব্যবহার করুন। যেমন –shahjalaluniversityofscience&technology.edu সংক্ষেপে হয়েছে sust.edu

৬. হাইফেন যথাসম্ভব পরিহার করুন। যেমন- http://www.institute-of-medical.com ব্যবহার না করে http://www.instituteofmedical.com ব্যবহার করুন।
৭. To এবং for এর ব্যবহার এড়িয়ে চলুন। কারণ ভিজিটর 2 এবং 4 মনে করতে পারে।

৮. আপনার ডোমেইনটি যাতে অন্য কারো নামের সাথে মিল না থাকে সে দিকে খেয়াল রাখবেন। যদি মিলে যায় তাহলে ভিজিটরদের মধ্যে কনফিউশন তৈরি হবে।

লেখাটি প্রথম প্রকাশ আমার ব্লগে

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার তথ্য। জেনে রাখলাম।

    ভবিষ্যতে কাজে দিলেই হলো। 🙂

ডোমেইন এবং হোস্টিং কেনার কথা চিন্তা করার আগে দয়া করে http://www.somewhereinblog.net/blog/shafiulalamchowdhuryblog/29412539 এই পোষ্টটি পড়ুন, এবং প্রতারণা থেকে বাচুঁন।

ডোমেইন এবং হোস্টিং কেনার কিছু টিপস পড়ুনঃ http://www.somewhereinblog.net/blog/shafiulalamchowdhuryblog/29396981

ভাল ও সহজ ডোমেইন নেম মানুষকে বলতেও সুবিধা। ভিজিটরের ও মনে থাকে ফলে ভাল ভিজিটর পাওয়া যায়।

http://www.ait-8.cz.cc এই নামটা কেমন হয়েছে। কালকে নিলাম।

    নামটায় কনফিশন তৈরি হবে। মানুষের মনে রাখতে সমস্যা হবে।

    🙁
    change kora zabe na?

    হুম পরিবর্তন করে অন্য নাম নিন।

আরে, অনেক ভালো একটা টিউন, আমার এটা খুব খুব কাজে আসবে মনে হচ্ছে ! আপনাকে অনেক ধন্যবাদ !

সহজ ডোমেইন নেম অতি সহজে মনে রাখা যায়। SEOMOZ তাদের ওয়েব সাইটে Component of Google Algorithm দেখাতে গিয়ে লিখেছিল যে ডোমিন নামটা সার্চইঞ্জিন অপটিমাইজেশনে ৬.৭১% ভূমিকা পালন করে। তাই সহজের পাশাপাশি SEO বান্ধবও হওয়া চাই। ধন্যবাদ সালেহ ভাই আপনার সুন্দর পোষ্টের জন্য।