বাড়তি সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভের আটোরান বন্ধ করুন

আমরা ডাটা ট্রান্সফার করতে পেনড্রাইভ ব্যবহার করি। কিন্তু সব চাইতে বেশি ভাইরাসও ছড়ায় পেনড্রাইভের মাধ্যমে। বেশিরভাগ সময় যখন পেনড্রাইভ পিসি তে লাগানো হয় তখন পিসি এর অটোরান সিস্টেম পেনড্রাইভ কে অটো রান করে, আর সেই সময়ই পেনড্রাভে যদি ভাইরাস থাকে সেগুলো পিসিতে বিস্তার লাভ করে।

সফটওয়্যার ছাড়া আটোরান বন্ধ করতেঃ
১. Start > Run ওপেন করুন।
২. gpedit.msc লিখে OK চাপুন। নতুন ১টি উইন্ডো আসবে।
৩. User Configuration এর বাম পাশের + চিহ্ন ক্লিক করে Administritive Templates এর বাম পাশের + চিহ্ন ক্লিক করুন। তারপর সিস্টেম এ ক্লিক করুন।
৪. এখন ডান পাশের উইন্ডোতে Turn off autoplay লেখাটি ডাবল ক্লিক করে Enable সিলেক্ট করুন আর নিচের Turn off autoplay on অংশে All drive সিলেক্ট করে OK চাপুন। তারপর বেরিয়ে আসুন।

ফ্রী টিপস (লেনা হো তো লো, নেহি তো জানে দো!)
পেনড্রাইভ কখনো ডাবল ক্লিক করে খুলবেন না। দরকারে, এন্টিভাইরাস দিয়ে scan করে তারপর ফোল্ডারস ট্যাব দিয়ে অথবা আড্রেসবারের সাহায্যে ওপেন করুন

আরো কিছু টিপস ও টিউটোরিয়ালঃ
১. s60 ফোনের ফন্ট creator
২. opera mini ব্রাউজারে বাংলা পড়ুন
৩. XP এর জন্য Win7 থীম
৪. কিছু বই
৫. সফটওয়্যার এর ট্রায়াল পিরিয়ড আর শেষ হবে না। চলতেই থাকবে।
৬. মোবাইলের দরকারি জাভা অ্যাপ্লিকেশন চালান আপনার কম্পিউটারে
৭. ভুলে যান ইন্টারনট ডাউনলোড ম্যানেজারের রেজিস্ট্রেশন এর কথা। রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন ব্যবহার করুন।
৮. তৈরি করুন আপনার নিজের পছন্দের রান কমান্ড
৯. আনুমতি ছাড়া আর কেউ কম্পিউটারের ইউ এস বি পোর্ট কোন কাজে ব্যবহার করতে পারবে না! আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন।
১০. মাউস ক্লিক করে অন করুন আপনার কম্পিউটার
১১. গুগলে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করুন আপনার ছবি

চাইলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন। কিছু তথ্য পাবেন, হয়তো আপনার আজানা।

ধন্যবাদ।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Khub sundor hoise. Thank you.

tnx

ধন্যবাদ সবাইকে আমার টিউনটি কষ্ট করে পরবার জন্য।