যেভাবে block করবেন আপনার নেটওয়ার্কের সব adult site কোন ধরনের software ছাড়াই

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের অনেক Adult সাইট ব্লক করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সফটওয়ার ব্যবহার করে থাকি। আর সফটওয়ার দিয়ে সব সাইট ব্লক করা দুষ্কর হয়ে পরে। কিভাবে কোন ধরনের সফটওয়ার ছাড়া সব রকম Adult সাইট ব্লক করতে পারবেন তা নিয়ে টিউনটি করা। যদি আপনাদের কোন রকম উপকার হয় তাহলে আমার টিউনটি সার্থক হবে।

১) Windows xp এর জন্য।

১ম ধাপঃ control panel ওপেন করে Network & internet connection এ ক্লিক করুন।

২য় ধাপঃ Network connections select করুন।

৩য় ধাপঃ এখান থেকে আপনার network connection select করুন। আপনার কম্পিউটারে যদি একাদিক কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি default network connection এ ডাবল ক্লিক করুন (যে নেটওয়ার্ক টি কানেক্টেড আছে সেই নেটওয়ার্কটিতে ডাবল ক্লিক করতে হবে)। অনেক গুলো network এর ক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন কোন নেটওয়ার্কটি কানেক্টেড আছে সেক্ষেত্রে আপনি view menu থেকে tiles select করুন কোন network টি connected আছে দেখার জন্য।

৪র্থ ধাপঃ Properties এ ক্লিক করুন।

৫ম ধাপঃ এ উইন্ডোতে আপনি internet protocol (tcp/ip) সিলেক্ট করে properties এ ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।

২) Windows vista এর জন্য।

১ম ধাপঃ প্রথমে আপনি control panel থেকে Network and Internet এর View network status and tasks এ ক্লিক করুন।

২য় ধাপঃ এ উইন্ডো থেকে আপনি view status এ যাবেন।

৩য় ধাপঃ ক্লিক properties।

৪র্থ ধাপঃ If u use account control enable, you need to grand permission to continue now… Select continue… (If disabled never show this message).

৫ম ধাপঃ এখানে Internet protocol Version 4 (TCP/IPv4) ক্লিক করে properties ক্লিক করুন (do not select version 6)।

৬ষ্ঠ ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।

৩)Windows 7এর জন্য।

১স ধাপঃ প্রথমে আপনি control panel থেকে Network and Internet এর View network status and tasks এ ক্লিক করুন।

২য় ধাপঃ এখানে আপনি Change adapter settings এ ক্লিক করুন।

৩য় ধাপঃ এ উইন্ডোতে আমরা সব network adapters দেখতে পাব। অনেক pc তে একের অধিক connection থাকতে পারে। adapter (যে adapter টিতে internet connected আছে) এ রাইট ক্লিক করে properties এ যান।

৪র্থ ধাপঃ এখানে Internet protocol Version 4 (TCP/IPv4) রাইট ক্লিক করে properties এ যান (do not select version 6)।

৫ম ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ.......

Level 2

আমি MRKajol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

darun . aacha bangla lekhar fonetic ta kothay gelo?

Level 2

Thanks.. upni ki bolchen ami bojte partechina…

Thanks for Shareing. Good nice tune.carry on …………………………….

Level 2

আপনাকেও ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। আপনাদের সাড়া পেলে চালিয়ে যাব আশা করি।

Level 0

thanks vai, jotil akta jinis

Level 2

ধন্যবাদ…..

Level 0

valo tune korecen…..@ kajal….. bt eta kisu site a kaj kore na…. tune kora chaliy jan…

Jotil jinis vai. Dhonnobad.

ও ভাই আমিতো উবুন্টু ১১.০৪ ব্যবহার করি। আমার কি হবে??? কোনো ব্যবস্থা আছে???

    Level 2

    Try করতেছি। যদি পাই তাহলে আবশ্যই জানাব।

Level 0

great…..

tnx
ata change korly kano o kivaby kaj kory ta janaly aro valo hoto

    Level 2

    Saidul bai somoi paile ata kibabe kaj kore ai niya ekta tune korbo. thx….

কাজল ভাই আপনি আসলেই কাজের একটা জিনিস শেয়ার করলেন। চরম হয়েছে, ধন্যবাদ ভাই টিউন করার জন্য।

Level 2

‌আরিফ ভাই আপনি উপকার পাইছেন তাই আমার ভাল লাগতেছে। আপনাকে ধন্যবাদ…

Level 0

ধন্যবাদ টিউন এর জন্য, তবে এতে করে নিজে সহ সব ইউজার ই Adult Content হতে ব্লক হবে।
Specific ইউজার block করার উপায় দিলে বেশি ভাল হতো।

    Level 2

    Sorry, it is not possible…Thank you…

Windows 7 এ সবকিছু বরাবর করলাম মাগার কোন কাম ত হইতাছে না । মাসাল্লাহ সব ধরনের সাইট ই খুলতাছে ।

    Level 2

    রানা এবং খালিদ ভাই আপনাদের কি প্রবলেম হইতেছে আমি বুঝতে পারতেছিনা। তবে আমি চেষ্টা করতেছি কিভাবে সমাধান করা যায়। ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশের জন্য।

ভাই ৭ এ ঠিকমতো কাজ করছেনা। একটু দেখবেন।

dhoren, amr ISP amk dns provide krlo 203.188.252.2 and altrnt dns 203.188.252.6
ekhn ami jodi dns apnr ta die dei taile to amr internet connction e off hoye jabe, tai na??

Level 2

Iqbal bai, amr jana mote connection off hobe na inshallah. upni check kore dekte paren. Upni ager DNS numberta likhe raiken jodi pore dorkar hoi…. Thank you….

টিউন করার জন্য ধন্যবাদ ।

Level 2

Thank you….

gr8..carry on..

Level 0

আপনি আসলেই কাজের একটা জিনিস শেয়ার করলেন।ধন্যবাদ/ধন্যবাদ/ধন্যবাদ

ধন্নবাদ…………।দারুন জিনিস

Level 0

@MRKajol, Vai onek valo tune hoiche; Onek dhoira khujtechilam.