গুগল ক্রোম থেকে যে কোনো ওয়েব পেজকে PDF ফরম্যাটএ রূপান্তরিত করুন খুব সহজেই

অনেক দিন ধরে টিউন করা হয় না। তাছাড়া টেকটিউনসের সার্ভার অনেক দিন ধরে ডাউন থাকায় টেঁকটিউনে লগিনও করতে পারিনি, তাই আপনাদের খুব মিস করছিলাম। তাই ভাবলাম আপনাদের জন্য একটি টিউন করি। হতে পারে যে বিষয়টি নিয়ে আমি টিউন করতে যাচ্ছি সেটা অনেকেরই জানা। তবুও নতুন যারা আছে তাদের জন্য লিখছি, যদি তাদের সুবিধা হয়।

আজ আমি দেখাবো কী করে আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কোনো ওয়েব পেজকে পিডিএফ ফরম্যাটে রূপান্তরিত করতে পারবেন।

প্রথমে এখান থেকে গুগল ক্রোম এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।

  • প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজার খুলুন এবং যেকোনো একটি ওয়েবপেজ খুলুন। যেমন আমি এখানে গুগল.কম কে বেছে নিয়েছি।

  • তারপর পেজটি সম্পূর্ণ লোড হয়ে গেলে আপনার কিবোর্ড থেকে CTRL+P প্রেস করুন।

  • তারপর উপরের ছবির মতো একটি নতুন ট্যাব খুলবে যার টাইটেলে Print Preview লেখা থাকবে।
  • আপনি পিডিএফ ডকুমেণ্টটি সাদাকালো চাইলে Black and White অপশনে মার্ক করুন। আর কালার চাইলে Color অপশনে মার্ক করুন।
  • আপনি চাইলে Layout বদলাতে চাইলে অপশনে গিয়ে Portrait অথবা Landscape অপশনে মার্ক করুন।
  • এরপর ডানদিকে ডকুমেণ্টের ওপর রাইট ক্লিক করে Save as… অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করার পর যে নতুন উইন্ডো খুলবে তাতে ডকুমেণ্টের নাম লিখে সেভ করুন।

তারপর যেকোনো ভালো পিডিএফ রিডার দিয়ে আপনার সেভ করা ডকুমেণ্টটি খুলুন। ব্যাস হয়ে গেল।
ধন্যবাদ।

∰Ⓐⓚⓐⓢⓗ∰

∰ⓐⓛⓖⓐⓅ∰

Level 0

আমি আকাশ_পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanx for the post

ধন্যবাদ আপনাকে

Level New

Thank you for good information.

Level 0

কাজে লাগবে,ধন্যবাদ

চরম তোঁ। ধন্যবাদ শেয়ার করার জন্য

এটাই তো খুঁজছিলাম। Yaহু!!!

Level 0

ধন্যবাদ, Mozilla firefox এর বেলা যদি কোন উপায় থাকে দয়াকরে জানাবেন।

যে কোনো ওয়েব পেজকে PDF ফরম্যাটএ রূপান্তরিত করুন খুব সহজেই যেকোন ব্রাউজার দিয়ে। শুধু গুগল ক্রোম কেন? যেকোন ব্রাউজার দিয়ে পিডএফ ফাইল বানিয়ে নিন শুধু প্রিন্ট অপশন ব্যবহার করে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

এটা শুধু গুগল ক্রোম কেন যে কোন ব্রাউজার এবং যে কোন ফাইল ফরম্যাটকেও আপনি রুপান্তর করতে পারেন।

ভাই, এত কিছু দরকার নাই একটা এডঅন দ্বারা এতা করা যায়। https://chrome.google.com/webstore/detail/bkanhckocooacphbnclgcndnpfpoppdk?hl=en-US&hc=search&hcp=main
এই লিঙ্ক থেকে এডঅন ইন্সটল দিলে সব ওয়েব পেজ PDF এ রুপান্তর করা যাবে

    হ্যা তবে এর জন্য কিছু সময়ও লাগে। ধন্যবাদ

পদ্ধতিটা খুব সহজ আমি টেকটিউনের অনেক টিউনের পাতাকেই এভাবে পিডিএফ এ সেভ করে আসছি। ধন্যবাদ।

আমি উইন্ডোজ ৭ ব্যবহার করি ………… আমার গুগল ক্রম টা পোরটাবল ……………… এটা তে আপনার নিওম কাজ করে না ……………… কি করব !!!!!!!!!!!!

আগে প্রিয়তে পরে কমেন্ট ! simply wonderful !!!!

জানতাম না ভাই । অনেক উপকার করলেন । আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না 😀 😀 😀

thanks

ব্যাপারটি জানা ছিলো না।ধন্যবাদ শেয়ারের জন্য।

ধন্যবাদ

vai chrome dea bangla kivabe porbo??? IT ami kom bujhi

Level 0

tnx

ধন্যবাদ 🙂

Level 0

খুবই কাজের পোষ্ট ।প্রিন্টার ইন্সটল করা না থাকলে কি করে করবো দয়া করে জানাবেন কি?