মাদারবোর্ডের Bios আপডেট করুন।{Intel} (পর্ব-১)

মাদারবোর্ডের Bios আপডেট করুন।{Intel} পর্ব-১।

আসসালামুআলাইকুম। আশা করি সবাই দয়ালু আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে মাদারবোর্ডের বায়োস কিভাবে আপডেট করতে হয় তা আলোচনা করবো। মাদারবোর্ড ব্র্যান্ড অনেক তাই আজকে শুধু ইন্টেল মাদারবোর্ড নিয়ে শুরু করলাম। আসল কথা হলো একেক মাদারবোর্ড ব্র্র্যান্ড এর বায়োস আপডেট একেক রকম তাই সবগুলো একসাথে শুরু করা সম্ভব নয়। চলুন বায়োস কি জিনিস আগে জেনে নিই।


বায়োস হল সফটওয়্যার যা মাদারবোর্ডের মধ্যে পূর্বেই সেটআপ করা থাকে। পিসির পাওয়ার অন করা থেকে শুরু করে পিসির ওপারেটিং সিস্টেম ওপেন বা লোডিং এর আগ পর্যন্ত যেটুকু দৃশ্যমান থাকে তাকে বায়োস বলে। শুরুতে বায়োস পিসির হার্ডওয়্যার গুলোকে সনাক্ত করতে সাহায্য করে। যেমনঃ ডিভিডি রোম, হার্ড ড্রাইভ, ভিডিও ডিসপ্লে কার্ড, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, কিবোর্ড, মাউস ইত্যাদি। বায়োস সফটওয়্যার মাদারবোর্ডের Non-volatile ROM chip  এর মধ্যে থাকে। যা পিসির হার্ডওয়্যার জনিত যে কোন ত্রুটির প্রাথমিক ধারনা দেয়। আমরা অনেক সময় দেখি যে হার্ড ডিস্ক ড্রাইভ সমস্যার কারনে বুট নিচ্ছে না। তখন Error জনিত যে সঙ্কেত গুলো পাওয়া যায় তা হলো বায়োস এর দেওয়া তথ্য। এছাড়াও অন্যান্য যত Error প্রাথমিক পর্যায়ে দেখা যায় তা মূলত বায়োস এর দেয়া তথ্য। এই লিংকে  আরো জানুন।

তাই বুঝতেই পারছেন বায়োস এর ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ন। বায়োস এ কোন সমস্যা থাকলে  আপডেট করলে সমাধান হয়। কারন আপডেট বায়োসে নতুন নতুন অনেক ফিচার যুক্ত করা হয়ে থাকে।  চলুন আপডেট এর কাজ শুরু করা যাক।


বর্তমান Bios Version কত তা জানতে হলে Power অন করে Intel Scene আসলে F2 চাপুন। এখন জেনে নিন আপনার Bios Version কত এবং তা লিখে রাখুন। নিচের ছবিতে দেখুন।

এরপর আপনাকে জানতে হবে Motherboard Model। আগেই মডেল এর কথাটা বলা হত। কিন্তু বোঝার সুবিধার্থে বায়োস ভার্সন জানার পরে মাদারবোর্ড সম্পর্কে বলা।  যদি Motherboard এর বক্স বা ক্যাটালগ হারিয়ে থাকেন, Motherboard Model খুজে পান না সমস্যা নেই।   পিসি চালু করুন। চালু সম্পন্ন হলে কীবোর্ডের উইন্ডোজ বাটন ধরে রেখে R চাপুন। নিচের ছবি দেখুন।

এখন নিচের মত করে আসবে।

dxdiag টাইপ করুন---->Ok------>Yes  চাপুন।

এখন দেখুন আপনার MotherBoard Model যা System Model হিসেবে দেখা যাবে। নিচে দেখুন।

একটি কাগজে কলম দিয়ে বড় অক্ষরে Motherboard Model লিখে ফেলুন।

নিচে ইন্টেলের সব মডেল দেওয়া আছে, আপনার টার মডেল মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা।

নিচের লিংকে ভিসিট করুন এবং নিচের ছবিগুলোর নির্দেশনা অনুসরন করুন।

http://downloadcenter.intel.com/------>>>>>>>>>>>Go

(১) Motherboard Model দিয়ে Search করুন।

(২) আপনি যে Operating System ব্যবহার করেন সেটা Select করুন।(অবশ্যয়ই উইন্ডোজ হতে হবে)।

(৩) Bios Select করুন।

(৪) একেবারে প্রথম উপরের নতুন বায়োস আপডেট ফাইলটি Select করুন।

এখন নিচের মত আসবে। শুধুমাত্র .EXE বায়োস ফাইলটি সিলেক্ট করুন। বাকি ফাইল যেগুলো দেখাবে ওগুলো উইন্ডোজের জন্য যথাযথ নয়। সবুজ ঘরে আপনার Motherboard Model আর বাকি অংশ হল বায়োস ভার্সন। এখন মিলিয়ে দেখুন আপনার লিখা কাগজের সাথে বায়োস নতুন ভার্সন কিনা। হলে Download এ ক্লিক করুন।

Download সম্পন্ন হলে বায়োস ফাইলটি C: Drive এর Temp ফোল্ডারে রাখুন। নিচের ছবিতে দেখুন।

এখন Install করার পর Restart নিবে।   প্রথম যেভাবে  Bios Version চেক করেছিলেন সেভাবে চেক করেন।

বিঃদ্রঃ এই পর্ব শুধুমাত্র Intel Motherboard ব্যবহার কারীদের জন্যে । মাদারবোর্ডের ড্রাইভার আপডেট এর বিষয়ে নিচে অন্য একটি টিউন।

মাদারবোর্ডের ড্রাইভার আপডেট করুন, পিসির গতি বাড়ান

রমযানের কিছু উপহারঃ

পবিত্র মাহে রমযানে জীবনটাকে সুন্দর করি

মোবাইলের জন্য কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন


Level 0

আমি মুহাম্মাদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুসলিম পরিবারে পাঠিয়ে ধন্য করেছেন। আমি ভালোবাসি বাংলা ভাষাভাষি ইসলামিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সাইটগুলোকে। থাকতে চাই জ্ঞানীগুনিদের সাথে যারা এখানে আছেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

C:/Temp এ না রাখলে হবেনা? ফাইল টা তো আমি ব্যাকআপের জন্য রেখে দিতে পারি। বায়োস আপডেট আর স্প্ল্যাশ স্ক্রীন চেঞ্জ করা নিয়ে বিস্তারিত https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/62943/

আসসালামুআলাইকুম। শাওন ভাই ধন্যবাদ। C:/Temp এ ফাইল রাখাটা আমার কথা না, এই বিষয়টা ইন্টেল কোম্পানীর ডিরেক্টরি থেকে নেওয়া। আর এই লিংক আমি দিয়ে দিয়েছি।

😀 Amar asus P5GC(1333) update korbo kibabe…….

    আসসালামুআলাইকুম। Asus Motherboard নিয়ে আগামীতে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।

আমার System Model দেয়া আছে । System Model: MS-7592 তাহলে আমি কি নামে Search করবো । আপনিতো Search করেছেন Intel Desktop Board DG41WV এই Intel Desktop Board DG41WV কোথায় পেলেন সেটাতো বলেন নি । এটা সম্পর্কে একটু বলুন কারণ আমি বুঝতে পারছিনা কি নামে Search দেবো ।

    আসসালামুআলাইকুম। ভাই আমার এই পর্ব শুধু Intel নিয়ে। আর আপনার মাদারবোর্ড হল MSI। ধন্যবাদ।

Level 0

Thank's Bro

Level 0

আপনাকে কষ্ট করে টিউনটি করার জন্য ধন্যবাদ…………………………………………….

আসসালামুআলাইকুম। আপনাকেও ধন্যবাদ ভাই।

🙂

অনেক ভাল লেগেছে ?

Thanks for tell us ASUS

ভাই, আমি ASUS P6T (X58 Chipset) ব্যবহার করি……….কিন্তু বায়োস আপডেট করার মত সাহস পাচ্ছিনা!! কারন আমি শুনেছি যে বায়োস আপডেট এর সময় সমস্যা হলে পুরো মাদারোবর্ড নষ্ট হয়ে যাবে!! এমনকি আমি যেখান থেকে কিনেছি সেখানকার টেকনিশিয়ানও আমাকে নিরুতসাহিত করেছে এবং বলেছে সমস্যা হলে আমি মাদারবোর্ডের কোনো ওয়ারেন্টি পাবোনা!! এব্যাপারে আপনার সুচিন্তিত মতামত চাই!! ধন্যবাদ!!

    আসসালামুআলাইকুম। Properly বায়োস আপডেট করলে আপনার সমস্যা হবে না। আর মাদারবোর্ড কোম্পানী গুলো কিছুদিন পর পর নতুন নতুন আপডেট বের করে অবশ্যয়ই ভালোর জন্যে। এছাড়া আমাদের খেয়াল খুশি মত আপডেট করলে তো আর হবেনা। Motherboard কোম্পানীর Bios Update এর পদ্ধতি দেখে তা করতে হবে। আশা করি সমস্যা হবে না।

খুব ভালো হয়েছে ভাইয়া আপনার টিউনটা। আশা করি নিয়মিত চালিয়ে যাবেন। ধন্যবাদ।

আসসালামুআলাইকুম। ধন্যবাদ তাহের ভাই।

AMAR VAIO VPCEA23EN,EAR BIOS KIVABE UPDATE HOBE?

Level 0

এই সব বিষয়ের প্রতি আমি যথেষ্ট ইন্টারেষ্ট,ধন্যবাদ।

Level 3

today my avro not working.so tell me brother how to change my bios splash screen. Bios Awardv6.ooPG.

    আসসালামুআলাইকুম। আপনার কথা টা বুঝলাম না। আবার একটু বলেন মিঠু ভাই। বায়োস এর মাদারবোর্ড এর নাম এবং মডেল নং জরুরী।

      উনার অভ্র কাজ করছেনা। তাই উনি ইংরেজীতে লিখেছেন। ফিনিক্স অ্যাওয়ার্ড টাইপ বায়োস আপডেট করতে চাচ্ছেন উনি।

ভাই আমার k8m890 ultra series ভাই কিভাবে bios update করব প্লিজ একটু বলে দেন।।

আসসালামুআলাইকুম। ভাই আগামী পর্বে বলবো ইনশাআল্লাহ।

Level 3

জিয়া ও মিনহাজুল হক শাওন ভাইকে ধন্যবাদ।অভ্র কিছু দিন ব্যবহার করার পর দেখায় রান টাইম ইরর তাই ইংরেজীতে লেখেছিলাম।আমি বাংলা ও টেকটিউনস্ কে ভালবাসি আর ভালবাসি এই পরিবারের সকল বন্ধুকে।আমি foxconn mother board ব্যবহার করি।আচ্ছা জিয়া ভাই আমি তো mother board থেকে fox liveupdate করি কোন সমস্যা হবে কি ।আর আমি চাই foxconn bios splash screen টা পাল্টাতে।ভাল থাকবেন আর পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম…………

আশা করি Fox liveupdate করলে সমস্যা হবেনা। প্রয়োজনে System Restore দিয়ে রাখেন। Foxconn bios splash screen পাল্টানোর কোন পদ্ধতি পাইনি।

আমার Samsung N150 নেটবুক System Model: N150 দেখায় আপডেট করব কিভাবে

Level 0

আপডেট install এর পর pc অন হইলে দেখাইল : “EBIOSPost.exe has stopped working

=>Check online for solution and close the programme

=>Close the programme ”

আমি Close the programme দিসি। ঝামেলা কই হইল?

সমাধান কি ?

( কিন্চিত সমস্যা বোধ হইতাসে, update এর জন্য কি না সিউর না )

    Level 0

    Intel DH61WW
    windows7_32bit

Level 0

@ মুহাম্মাদ জিয়া :
ভাই আমি আমার নতুন কেনা একটি নোটবুকে বায়োস আপডেট দেয়ার পরে কম্পিউটার আর বুট করতে পারেনা।
সেটা মেসেজ দেয় যে কোনো বুটিং ডিভাইস পাচ্ছেনা।

এর ফলে আমি নতুন করে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটাও আর সম্ভব হয়নি।
তারপরে দোকানে নিয়ে গেলে তারা অন্য একটি আ অজানা বায়োসের ড্রাইভার বা সফওয়্যার দিয়ে নতুন করে উইন্ডোজ সেটআপ করে দেয়।

এখন আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে ব্যবহার করার জন্যা কম্পিউটারে থাকা বায়োস ড্রাইভারের ব্যাকআপ নেওয়ার কোনো কৌশল বা সফওয়্যার আছে কিনা?

বায়োস আপডেট করতে গেলে যদি কম্পিউটার বুট হতে না পারে তখন এর সমাধান কি?

Level 0

@ মুহাম্মাদ জিয়া :
ভাই আমি আমার নতুন কেনা একটি নোটবুকে বায়োস আপডেট দেয়ার পরে কম্পিউটার আর বুট করতে পারেনা।
সেটা মেসেজ দেয় যে কোনো বুটিং ডিভাইস পাচ্ছেনা।

এর ফলে আমি নতুন করে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটাও আর সম্ভব হয়নি।
তারপরে দোকানে নিয়ে গেলে তারা অন্য একটি আ অজানা বায়োসের ড্রাইভার বা সফওয়্যার দিয়ে নতুন করে উইন্ডোজ সেটআপ করে দেয়।

এখন আমার প্রশ্ন হলো, ভবিষ্যতে ব্যবহার করার জন্যা কম্পিউটারে থাকা বায়োস ড্রাইভারের ব্যাকআপ নেওয়ার কোনো কৌশল বা সফওয়্যার আছে কিনা?

বায়োস আপডেট করতে গেলে যদি কম্পিউটার বুট হতে না পারে তখন এর সমাধান কি?

আসসালামুআলাইকুম। আগামীতে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।