KM Player দিয়ে সহজেই ভিডিও/অডিও ফাইল কাটুন

এটি একটি "দিল্লিকা লাড্ডু" পড়লেও পস্তাবেন আবার না পড়লেও পস্তাবেন !!! 😛 😛

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায় সবাই KM প্লেয়ারের সাথে পরিচিত। এটি অধিকাংশ অডিও ও ভিডিও ফাইল চালাতে পারে । এই তথ্য আমাদের সবার জানা ।
কিন্তু KM প্লেয়ার দিয়ে ভিডিও ও অডিও ফাইল স্প্লিটও করা যায় , এমনকি ভিডিও ফাইল থেকে অডিও আলাদা করা যায় ।
এই কাজের জন্য আমরা অনেকেই থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে KM প্লেয়ার দিয়ে স্প্লিট করবেন আপনার পছন্দের গান/ফাইল ।
আলোচনার সুবিধার জন্য প্রথমে ভিডিও ফাইল পরে অডিও ফাইল এবং শেষে ভিডিও থেকে অডিও স্প্লিট করা দেখান হবে ।

প্রথমে আপনার পিসির KM প্লেয়ার এ আপনার পছন্দের ভিডিও গানটি চালু করুন ।

first

এরপর Alt + C চাপুন ।
নিচের মত দেখাবে।

এরপর ভিডিওর যেখান থেকে কাটতে চান সেই জায়গায় আসলে স্টার্ট (start) এ ক্লিক করুন ।
ব্যাস রেকর্ডিং শুরু হয়ে গেল ।


এখন আপনি যে পর্যন্ত ভিডিও কাটতে চান সেই পজিশন এ গেলে স্টপ (stop) এ ক্লিক করুন ।

এরপর আবার আগের মতই স্টার্ট (start) বাটন ও ক্লোজ (Close) বাটন দেখতে পাবেন । ক্লোজ বাটন এ ক্লিক করুন ।

আপনার কাজ প্রায় শেষ।
এতক্ষন ধরে তো কাটাকাটি করলেন কিন্তু যার জন্য এত কষ্ট করলেন সেই ফাইলটি কেও তো খুজে বের করতে হবে ।
কোন চিন্তা না করে ঢুকে যান ডকুমেন্টস ফোল্ডার এ । ডকুমেন্টস ফোল্ডার এ গেলে The KM Player নামে একটা ফোল্ডার পাবেন যার মধ্যে Capture নামে একটা ফোল্ডার আছে । Capture ফোল্ডার এ ঢুকে আপনি আপনার কাঙ্ক্ষিত স্প্লিট করা (কেটে নেয়া অংশ) ভিডিওটি  পাবেন ।

এবার দেখা যাক অডিও ফাইল কিভাবে কেটে নেয়া যায় ।

তো যে অডিও ফাইল/গান থেকে কিছু অংশ কেটে নিতে চান সেটি KM Player এ প্লে করুন ।
Alt + A চাপুন ।
নিচের মত দেখবেন ।

তারপর আগেরমত কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন আর শেষ হলে স্টপ (Stop) চাপুন ।

কেটে নেয়া অংশ (ফাইল) পাবেন আগের মতই ডকুমেন্টস ফোল্ডার এর Capture  এর মধ্যে ।

আশা করি এইপর্যন্ত বুঝলে এবার আপনিও ভিডিও থেকে অডিও কেটে নিতে পারবেন । কি পারবেন না ???
আর না পারলেও সমস্যা নেই বলে দিচ্ছি কি করতে হবে ।

প্রথমে ভিডিওটি KM Player এ ওপেন করুন ।
Alt + A চাপুন কাঙ্ক্ষিত পজিশন এ স্টার্ট (Start) চাপুন শেষ হলে স্টপ (Stop) চাপুন ।
আর অডিও ফাইলটি আগের মত ডকুমেন্টস ফোল্ডারেই পাবেন ।

তো শুরু করে দিন কাটাকাটি (সাবধান যেন রক্ত না বের হয় !!! 😛 :P)

কেমন লাগল জানাবেন । আর এটাই আমার জীবনের প্রথম পোস্ট ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

নিজে শিখুন অন্যকেও শিখতে উৎসাহিত করুন ।

Level 0

আমি কমপুটার পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে ভাললাগে তাই টেকটউনস পড়ি । কম্পিউটার, নিত্যনতুন প্রযুক্তি, ইন্টারনেটে অনেক আগ্রহ। কিন্তু কিছুই পারি না !! তাই জানতে চেষ্টা করি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Awesome,Awesome,Awesome, ki bolbo? oshonkho thnx apnake

Level 0

kintu ekta problem achhe vai, katar pore ami je audio ta pelam ,sheta winamp e cholena, kintu KM player e thik e chole, etar ki kono shomadhan achhe?
ami video KM player e chalai, ar Audio winamp e chalai, tai prosno ta korlam
ar ekta kotha, eta apnar 1st tune, ar 1st tune ei amar mon joy kore nilen, shamne aro bhalo tune pabo, ei prottasha thakchhe

    @learner: কাটার পর অডিও টা কনভার্ট করে mp3 ফরম্যাট এর করে নিন । কাজ হবে আসা করি । 🙂

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Level 0

কমপুটার পোকা ভাই, জানা ছিল না, ধন্যবাদ আশা করি সামনে আর নতুন কিছু পাব ???

    Level 0

    কমপুটার পোকা ভাই, (কেটে নেয়া অংশ) ভিডিওটি fast চলে, কি করি ???

      @balobashe: km player এ মাঝে মাঝে সমস্যা করে । তবে আপনি অন্য প্লেয়ার দিয়ে ভিডিও চালিয়ে দেখতে পারেন অথবা km player এর নতুন ভার্সন ইন্সটল করতে পারেন ।
      তাহলে আর সমস্যা হবে না ।

    @balobashe: দুয়া করুন যেন নতুন কিছু নিয়ে হাজির হতে পারি ।

Excellent টিউন। সত্যিই আপনি আরো অনেক কিছু চমক দেখাতে পারবেন।
টিটিতে আপনাকে স্বাগতন>>>>>

Level 0

valo kotha janalen vai, thanx

Level 0

thanks a lot 4 Ur 1st tune.
this is useful to me.

Level 0

অসংখ্য ধন্যবাদ।
কোন ভিডিও চলাকালে ঐ ভিডিও থেকে ছবি Capture বা তোলা কোন উপায় বা সফটওয়্যার থাকলে অনুগ্রহ করে জানাবেন।

Level 0

Mana@s KM player দিয়েই ভিডিও থেকে ছবি capture করা যায়। ভিডিও চলার সময় ctrl+A চাপুন

Level 0

ধন্যবাদ । Windows media player বেলা কি হবে Please…………………………..

হুম।অনেক ভাল লিখেছ।আমি এখন টিউনার হইনাই।ইচ্ছা ছিল এইটা দিয়াই টিটি তে ঢুকব।তুমিই আমার আগে করে দিলে আর একটা কথা খুব ভালো ভাবে বুঝিয়ে দিলেঃThe more u get late,that more u lag behind from others,so dont wait for the right time to start.The right time never gonna come.So,start right now.

আর অবশ্যই প্রিয়তে নিলাম আমার প্রথম প্রিয় টিউন হিসেবে।টিউন অনেক ভালো হয়েছে।আর ও অনেক সুন্দর সুন্দর টিউন পাব আমরা সবাই,ইনশাল্লাহ।

    @Muntaka: ধন্যবাদ । @সৌিমক: অনেক ধন্যবাদ আপনাকে , আসলে আমি প্রায় ১ মাস আগে থেকে ভাবছিলাম লিখব নাকি না , সাহস করে লিখেই ফেললাম , আর উৎসাহ পেলে কে না লিখতে চায় ????

সুন্দর সুন্দর !!!

Level 3

অনেক সুন্দর

ভাই আপনাকে ধন্যবাদ দেব কি বলে? আমি কতদিন যে এটা চেষ্টা করেছি জানেন না।

ভাই আপনাকে ধন্যবাদ দেব কি বলে? আমি কতদিন যে এটা চেষ্টা করেছি জানেন না। ভাই ভিডিও কাটলাম অডিও পাইলাম ব্যাপার কি?

COPY TO CLIPBOARD LEKHA ASCHE.AKHON KI KORBO.

KINTU vai. ami kisutei encode video stream enable korte partesina. kotha suna jay, but vdeo asena.