সিমবিয়ান জোনস :: S60v3 : [পর্ব-০৬] : ব্লুটুথের মাধ্যমে পিসির ওয়াইম্যাক্স বা ব্রডব্যান্ড কানেকশনটি ব্যবহার করুন মোবাইলে !!!

ইন্টারনেট সংযোগ হিসাবে আমি বাংলালায়নের ওয়াইম্যাক্স ব্যবহার করি। মোবাইল ফোনটি নকিয়ার এন73। কিছুদিন থেকে মাথায় চিন্তা আসলো পিসির ওয়াইম্যাক্স কানেকশন টি ব্লুটুথের মাধ্যমে কোনভাবে মোবাইলে ব্যবহার করা যায় কিনা। বহু ব্লগ পড়লাম বহু সফট নামালাম। বেশিরভাগ সফট এক্সপি এর জন্য, আমি ব্যবহার করি উইন্ডোজ সেভেন। আমার অভিজ্ঞতা বলে নেটে হুবহু কোন সমাধান দেয়া থাকেনা, কিছু হিনস থাকে যেগুলেঅ মাথা খাটিয়ে কাজে লাগাতে হয। বহু চেষ্ঠার পর কিছু পরীক্ষা নিরীক্ষা করে হিসি প্রক্সি নামের একটি সফটওয়্যারের মাধ্যমে সফল হলাম। বেশকিছুদিন ব্যবহার করে টেকটিউনসে শেয়ার করতে বসে গেলাম।

রিকোয়ারমেন্টঃ

  • Hisi Proxy নামের যেই সফটটি ব্যবহার করেছি সেটি একটি জাভা সফটওয়্যার।
  • MIDP 2.0 সমর্থিত সেটে, এবং এপ্লিকেশনকে মিনিমাইজ করে রাখা যাবে (যেমন সিমবিয়ান) সেটি এটা ব্যবহার করা যাবে।
  • পিসিতে জাভা রানটাইম এনভাইরোনমেন্ট লাগবে।
  • পিসিতে ব্লুটুথ ডিভাইস/সাপোর্ট থাকতে হবে।
  • Windows 7 Ultimate/SP1 বা Professional লাগবে।

টিউটোরিয়াল ডিফিকাল্টিঃ

Strongly Hard. বিভিন্ন মোবাইল ও বিভিন্ন পিসির OS এর জন্য আলাদা আলাদাভাবে মাথা খাটিয়ে কাজটি করতে হবে।

টিউটোরিয়ালঃ

প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন। সাইজ 244 কিলোবাইট। এর ভেতরে দুটো ফোল্ডার আছে For PC এবং For Mobile। For Mobile ফোল্ডার থেকে Jar, Jad ফাইলটি মোবাইলে ইন্সটল করে নিন। For PC ফোল্ডারটি ডেস্কটপে রাখুন।

পিসিতে যেভাবে কনফিগারেশন করতে হবেঃ

Start> Control Panel> Phone And Modem এ যান। Modem ট্যাব থেকে Add এ ক্লিক করুন।

এরপর-

যেকোন একটি কমপোর্ট সিলেক্ট করুন।

এবার Start> Control Panel> Network And Internet এ যান-

সবগুলো ফিচার অন (On) করে দিন।

পিসির কনফিগারেশন ওকে!

এবার ডেস্কটপ থেকে For Pc ফোল্ডারের ভেতরের ফাইলগুলো থেকে Pihatonttu.cmd ফাইলের উপর Right Click করে Edit এ ক্লিক করুন।

আপনার ব্লুটুথ ডিভাইসটি যেই পোটে লাগানো সেটি প্রবেশ করান। (ব্লুটুথ ডিভাইসের প্রোপারটিজ থেকে জেনে নিয়ে এখানে প্রবেশ করান। আমার ডিভাইসটি COM Port 3 ব্যবহার করছে।)

ফাইলটি সেভ করে বের হয়ে আসুন।

মোবাইল কনফিগারেশনঃ

মোবাইলের সেটিংস> কনফিগারেশন সেটিংস> Access Point এ যান।

New Access Point থেকে নতুন APN তৈরী করুন।

এডিট করার ফিল্ডে Access Point Name এর জায়গায় যেকোন নাম দিন। আমি দিয়েছি Wimax.

Access Point Name এর জায়গায় লিখুন: gpinternet (যদি গ্রামীণফোনের গ্রাহক হন)। বাকী প্রোফাইল গুলো পরিবর্তন করতে হবেনা।

Wimax নামের নতুন একটি কনফিগারেশন তৈরী হয়ে গেছে।

আপনার মোবাইলের ব্রাউজারের সেটিংস থেকে ইন্টারনেট প্রোফাইল (GP-WAP, GP-INTERNET) চেঞ্জ করে Wimax সিলেক্ট করে দিন।

যেভাবে ব্যবহার করবেনঃ

1. মোবাইলের ব্লুটুথ চালু করুন।

2. ডেস্কটপে থাকা For PC ফোল্ডার থেকে Pihatonttu.cmd ফাইলে ডাবল ক্লিক করুন। সফটটি চালূ হবে।

3. এবার মোবাইল থেকে Hisi Proxy সফটওয়্যারটি চালু করুন। এরপর স্ক্রিণশটগুলো অনুসরণ করে এগিয়ে যান।

4. মেনু বাটন চেপে মোবাইলের সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে রাখুন (মিনিমাইজ করে রাখুন)

এবার মোবাইলের ওয়েব ব্রাউজার অন করে আরামে ব্রাউজ করতে থাকুন! 😀 😀 😀 😀

মোবাইলে ব্রাউজ করার প্রতিটি লগ পিসিতে এভাবে দেখাতে থাকবে-

সীমাবদ্ধতাঃ

TCP কানেকশন ব্যবহার করতে পারবেন না। অপেরা মিনি চালাতে চাইলে অপেরার সেটিংস থেকে Socket ডাটা তুলে দিয়ে HTTP দিতে হবে।

স্পিড

আমি বাংলা লায়নের 1 মেগার লাইন ব্যবহার করি মানে 130 KBps. মোবাইলে ডাউনলোড করার সময় স্পিড পেয়েছি 100-110 KBps (3G এক্সপেরিয়েন্স 😀 )

পদ্ধতিটি বেশ জটিল, সবাই পারবেন কিনা জানিনা, তবে সবার জন্য শুভকামনা রইলো। যারা পারবেন তাদের জন্য অগ্রীম অভিনন্দন! 😀

কোন সাহায্য প্রয়োজন হলে জানাবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন...

--- নেট মাস্টার
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

দারুন হইছে । আপনাকে ধন্যবাদ।

    @Doulat:
    স্বাগতম ভাই 😀

      Level 0

      @নেট মাস্টার: amak aktu HELP korben??
      kevabe Banglalink sim dea Nokia e7 Symbian Mobila a
      free net use kora jai. PLEASE HELP ME.

Level 0

vai ami win xp us kori, amaka ki korta hoba aitar jonno?

সবই বুঝলাম, কিন্তু APN এর জায়গায় gpinternet লেখার মানেটা বুঝলাম না… একটু বুঝিয়ে দিবেন। আমি যদি বাংলালিঙ্ক বা অন্য কোন কোম্পানির সিম ব্যবহার করি সেক্ষেত্রে APN এর জায়গায় কি লিখব? উত্তরের অপেক্ষায় রইলাম, ভাল থাকবেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

wi-fi দিয়ে কিভাবে ব্যবহার করা যায়? পারলে ভাই জানায়েন তো।

ভাই, পিসিতে জাভা রানটাইম এনভাইরোনমেন্ট কি ভাবে আনবো ? আর আমার মোবাইল নোকিয়া সি ৫ (সিম্বিয়ান) । আমার ব্যান্ডউইথ কম (বাংলালায়ন, ১২৮ কেবিপিএস) , মোবাইল এ স্পিড কিরকম পাওয়া যাবে ? কষ্ট করে জানাবেন। ধন্যবাদ ।

    @Ishtiak Rohan:
    http://www.java.com/en/download/manual.jsp এখান থেকে জাভা রানটাইম ডাউনলোড কনে পিসিতে ইন্সটল করে নিন।
    বাংলালায়নের 128 লাইন আছে?? অবাক হলাম! 128 এর লাইনে পিসিতে স্পিড পাবেন 16 KBps মোবাইলে 12-15 এর মত হবে তাহলে।

      বাংলালায়ন 128 kbps এখন আর দেয় না …… আমি ওদের প্রথম দিকের ইউসার 🙂

ভিস্তায় কি কাজ করবে ….

দারুন হইছে । আপনাকে ধন্যবাদ।

Level 0

1.xp te kivabe korbo???
2.amar n73 te jar file open hoina???

দারুণ লাগলো। তবে আমার দুটি প্রশ্ন আছে:
১। Nokia 2730 বা Symphony F10 (দুটাই জাভা) সেটে কি ব্যবহার করা সম্ভব হবে?
২। আমার Banglalion WiMax-এর Indoor Modem । এটা দিয়ে কি সম্ভব?

ধন্যবাদ। পোষ্ট প্রিয়তে।

    @শাহরিয়ার:
    ধন্যবাদ শাহরিয়ার ভাই 😀
    MIDP 2.0 ও এপ্লিকেশন মিনিমাইজ করা যায় এমন সবফোনেই এটা করা যেতে পারে বলে Hisi Proxy নির্মাতারা বলে। আমার হাতের কাছে N73 রয়েছে, আমি শুধু এটাতেই পরীক্ষা করে দেখেছি। আমি চেষ্ঠা করে দেখতে পারেন।
    Wimax এর ইনডোর মডেম আ ইউএসবি যাই হোক না কেন সমস্যা নেই, সবগুলোতেই চলবে। 😀

    @শাহরিয়ার:
    ধন্যবাদ শাহরিয়ার ভাই 😀
    MIDP 2.0 ও এপ্লিকেশন মিনিমাইজ করা যায় এমন সব ফোনেই এটা করা যেতে পারে বলে Hisi Proxy নির্মাতারা বলে। আমার হাতের কাছে N73 রয়েছে, আমি শুধু এটাতেই পরীক্ষা করে দেখেছি। আপনি চেষ্ঠা করে দেখতে পারেন।
    Wimax এর ইনডোর মডেম বা ইউএসবি যাই হোক না কেন সমস্যা নেই, সবগুলোতেই চলবে। 😀

ভাই XP3 তে কিভাবে করব জানান
plz plz plz

Level 0

vaiya nokia 2730 classic e ki kora jabe janale valo hoy

    @rajkonna:
    নকিয়া 2730 যদি MIPD 2.0 সাপোর্ট করে ও মাল্টিটাস্ক করা যায় (এপ্লিকেশন মিনিমাইজ করে অন্য এপ্লিকেশন চালানো) তবে যাবে।

আমার Sony Ericsson G502 মোবাইল আর MIDP 2.0 ও এপ্লিকেশন মিনিমাইজ করা যায় । তাহলে আমার মোবাইল এ Application Error dekhay keno.? Java & MIDP 2.0 enable মোবাইল হলেই তো চলার কথা । কোন সমাধান থাকলে দিন দয়া করে । ধন্যবাদ

    @মির্জা:
    সমাধান নেই! কারণ আমি Hisi Proxy সফটিওয়্যারের ডেভলোপার নই। MIDP 2.0 ও মাল্টিটাস্ক সুবিধা থাকা সত্ত্বেও কেন কাজ করছেনা সেটা কেবল Hisi Proxy ডেভলোপারদের পক্ষেই বলা সম্ভব।

Level 0

vai xp ar jonno jodi diten taile valo hoito…… plz plz

virtual router namer ekta application diye laptop er wifi use kortam.kintu koyek mash age ek prob e uninstall kori. abar install korte gele bole “same folder exist on the path”. folder shob delete o disi. kew parle helpan. eirokom r kono app ase??? 🙁

Level 0

vai banglalion modem dia kivabe amar mobile e wifi use korbooo? karo jana thakle aktu bolben!

    @mahadi420: virtual router likhe google e search den. free tei oder site theke dwnld & install koren. vai parle amare helpan

    @mahadi420:
    আপনার মডেমে কি Wifi সাপোর্ট আছে? নাকি পিসিতে Wifi ডিভাইস আছে? দুটোর কোনটাই না থাকলে মোবাইল আর পিসির মধ্যে Wifi কানেকশন দিতে পারবেন না।

Level 0

vai আমার nokia e75 মোবাইলে hisi proxy open হয় না aplication error দেখায় কি করব?

সুন্দর সুন্দর !!!

Level New

qubee এর জন্য APN এর জায়গায় কি দিব ?

Vaia, amake Ektu Help korun, Ami Techtune a kichu Post korte Parchi na.. shudu Thumnail chaiche .. Seta Kichu tei dite parchi na. Ektu help korun. Plz plz vaia ra ektu help korun

Level 0

vai jan, s60v3 er cer & key kothy pabo, kindly janaben.

ভাইয়া আমার ব্লুটুথ পোর্ট কোনটা বুঝতে পারছিনা ?? একটু সাহায্য করুন।

Level 0

ami C7-00 use kori. banglalion modem use kori. mobile-a kaj kora jabeto???

Java enable মোবাইল এর জন্য এমন করে ব্যবহার করা যায় কিনা অনুগ্রহ করে খুজে আমাদের সাথে শেয়ার করবেন । কারন আমাদের অনেকেরই Symbian মোবাইল নাই ।

    @মির্জা:
    এিই সফটওয়্যারটি কিন্তু জাভা। আসলে শুধু জাভা প্লাটফর্মে যেসব মোবাইল তৈরী হয় এদের হার্ডওয়্যার সাপোর্ট তেমন থাকেনা, তাই এগুলো থেকে খুবভালো কিছু আশা করাটা ঠিক নয়। টুকটাক মেসেজিং ও মডারেট লেভেলের ইন্টারনেট ব্যবহারের জন্যই এগুলো তৈরী করা হয়। এগুলোকে কাস্টমাইজ করার সুযোগ খুব কম।

Level 0

ভাই সব ঠিক করার পর for pc file এ Pihatonttu ক্লিক করলে “Windows cant find ‘javaw’. Make sure you type the name correctly, and then try again” বলে। কি করব ভাই??? একটু help করেন।

আমি এক্সপি থেকে অনেক্ষণ পরে সফল হলাম। এরপর ১৫ মিনিটের মত ব্যবহারও করলাম। পরে আরেকবার চালু করে ব্রাউজ করলেই ম্যাসেজ দেয় Application Error : Application will be closed
Details : Unhandled exception > String Index Out Of Bounds java.lang. StringIndexOutOfBoundsException

Hiisi Proxy এর লেটেস্ট কোন ভার্সন নেই? আমার ফোন নোকিয়া ৫৫৩০ ।

ও হ্যা, কষ্ট করে এত সুন্দর একটি টিউটোরিয়ালের জন্য অনেক ধন্যবাদ 🙂 ।

    @সাইফুল ইসলাম:
    অভিনন্দন! 😀 … আসলে টেক গিকস ছাড়া অন্যদের সফল হবার সম্ভবনা কম বলে মনে হচ্ছে।
    Hisi Proxy অনেক আগের সফটওয়্যার। এর লোস্ট আপডেট 1.6.3
    জাভা পারমিশন হ্যাক করো, তাহলে Read/Write পারমিশন লাগবেনা, Error ও দেখাবে না।

    কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ!! 😀 😀 😀 😀

      @নেট মাস্টার: আমি আমার ফোনে কাস্টম ফ্রেমওয়ার ব্যবহার করি। তাই আমারটা হ্যাক করাই। আর জাভার যেকোন এপ্লিকেশন ইন্সটল করলে আমার ফোন অটোমেটিক সব পারমিশন Allow করে দেয়। তারপরেও আমি ম্যানুয়ালী চেক করে দেখেছি সব ঠিকই আছে।

      আমার মনে হয় এটি শুধুমাত্র S60 V1, V2, V3 তে ভালমত কারবে। 🙁

    @সাইফুল ইসলাম: এই ভিডিওটা দেখেন। মনে হয় কাজ হবে 😀
    http://www.youtube.com/watch?v=im44ayZPles

Level 0

vai ata jodi kaj kore taile to fata fati….but kicu prob help korben……..
1.amar pc te com3 and com4 nai com5ase……ata dia dici….
2. pihatonttu.cmd onpen korle womdpws cammpt fomd ‘javaw’.make sure you typed the name correctly, and try again ……akon ki kori………

    @tuner:
    এটা কাজ 100% কাজ করে। আমি ব্যবহার করছি, এবং এন্জেল মডারেটর সাইফুল ও সফল হয়েছে। 😀
    আপনার পিসিতে জাভা রানটাইম এনভাইরোনমেন্ট নেই। ডাউনলোড করে নিন এখান থেকে
    http://www.java.com/en/download/manual.jsp

      Level 0

      @নেট মাস্টার: vai java runtime age cilo tobu akon download kore install dici update hioce……akon oi file tai click korai bole….could not find the main class: pihatonttu.pihatonttu.pihantonttumain. program will exit…………….vai doa kore somadhan den na plzzzzzzzzz………….ami win7 64bit use kortacii dell n5010te, ar set ase n73 and sony satia

Level 0

sorry viya 2no e kicu lekha vul hoice…

Level 0

ভাই সবচে ভাল হয় wifi দিয়া ইয়ুজ এর জন্য যদি একটা জাক্কাস টিউন করেন তাহলে। আমি ipod 3g ইয়ুজ করি………আসা করি করবেন

    @tuner:
    Wi-Fi এর প্রধান অসুবিধা হল, সবপিসিতে Wi-fi নেই (শুধু ল্যাপটপে Wi-Fi থাকে), আর আলাদাভাবে সবাই Bluetooth ডিভাইস কিনলেও Wi-Fi ডিভাইস কেউ কেনেনা, কারণ দাম খুব বেশী। আপাতত আপনি Google থেকে সাহায্য নিন। সবচেয়ে ভালো টেকি সাহায্য সেই দিতে পারে। 😀

    @tuner:0 use virtual router and make ur laptop as a wifizone.

Level New

আমার মোবাইল নকিয়া C5-03 . সব কিছু ঠিক আছে । কিন্তু ports select করার সময় com1 , com9 , com11 ৩ টি option আসছে । আমি কন্তা সিলেক্ট করব ? অনুগ্রহ করে জানালে খুব উপকৃত হব ।

Level New

bluetooth COM kon port e ase sheta kivabe bujhbo ? ???

টাস্কবার থেকে Bluetooth এর উপর ক্লিক করে My Device Properties থেকে Serial Port এ পাবেন।

Level New

bluetooth এ my device properties নামে কোন option পাচ্ছিনা 🙁

    @gazi reza:
    🙁 🙁 🙁 COM Port 1,2,3,4,5,6 ……. n একটা একটা করে ট্রাই করে দেখুন! 🙁
    রবার্ট ব্রুসের মত লেগে থাকুন! 😀

Level 0

ভাই java runtime ডাউনলোড করে ইন্সটল দিলাম কিন্তু “could not find the main class: pihatonttu.pihatonttu.pihantonttumain. program will exit” এখন কি করব? please ভাই help করেন

    @citybus:
    মনেহচ্ছে আপনার Windows 7 64 বিটের ভার্সন। এই সফটটি 86 বিটের। 64 বিটের ভার্সনটি আমার কাছে নেই।

      Level 0

      @নেট মাস্টার: হাঁ আমার Windows 7 64 বিটের ভার্সন। 64 বিটের জন্য কিছু করেন। আর ভাই এই জটিল টিউনের জন্য ধন্যবাদ………।

ভাই, টইউনটি জটিল হয়েছে। ধন্যবাদ………।
আমার একটা অনুরুধ ছিল। (If u don’t mind, I’m a advanced user)।
ধরুন আমি পিসিতে Banglalink/GP internet ব্যবহার করি মোবাইলকে মডেম হিসাবে ব্যবহার করে। এখন আমি Laptop এর জন্য কিভাবে মোবাইল use করে Temporary Wi-Fi Zone তৈরি করব?
প্লিস ভাইয়া, একটা টিউন করবেন………please……
Thanks

Level New

আমার টা ও win 7 64 bit । কিছু তো করেন ভাই । প্লিজ প্লিজ

    @gazi reza:
    64 বিটের জন্য Hisi Proxyr কোন ভার্সন নেই। 🙁 ব্যবহার করতে চাইলে 32 বিট X86 এ ফিরে যেতে হবে 🙁

Level 0

@gazi + master ভাই আমি আপনার সাথে আছি। আমার টায় ও এক প্রবলেম।আমার তাও windows 7 64bit… ………মাস্টার কিছু একটা করেন প্লিজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জ …………

Level New

plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz :'(

    @gazi reza:
    64 বিটের জন্য Hisi Proxyr কোন ভার্সন নেই। 🙁 ব্যবহার করতে চাইলে 32 বিট X86 এ ফিরে যেতে হবে 🙁 ..

Level 0

ভাই, আমার নিকয়া এন-70 তে কি হবে?

Level 0

সরি, নকিয়া এন-70

Level 0

master vai . dell n5010 er jonno to win 7 32bit or xp er driver pai nah…….paile to use kortam………….master vai amra atim amader avabe marben?????????????

    @tuner:
    আহারে! 🙁
    বুকটা ছারখার হয়া গেল! 🙁

    যাহোক, আমার কিন্তু মনেহয় ড্রাইভার কোন সমস্যা নয়, আর কম্পিউটারের কোন যন্ত্রাংশ শুধু 64 বিটের জন্য তৈরীহয় বলেও জানা নেই, আপনি বরং খুবভালোমত Windows ফরম্যাট দিয়ে Windows 32 ইন্সটল দিন। যেহেতু Windows এর নিজস্ব ড্রাইভার আছে, ধারণা কারছি Dell এর ড্রাইভার এর কোন দরকার হবেনা। Windows অটোমেটিক তার জেনেরিক ড্রাইভারগুলো নিয়ে নেবে 😀 😀 😀

    আমি নিশ্চিত নই, তবে মনেহচ্ছে কাজ হবে। 😀 😀

      Level 0

      @নেট মাস্টার: না ভাই হয় না। আমি ৩২ দিছিলাম আমার bluetooth,wifi,pci,wlan,etc etc driver গুলা ইন্সটল হয় নাহ……

Level New

🙁 অনেকদিন ধরেই এই সফটওয়্যার টা খুজছিলাম । আজ পেলাম , কিন্তু ব্যাবহার করতে পারছিনা । আমার খুব কান্না পাচ্ছে 🙁

    Level 0

    @gazi reza: কেন জেন আমগর পিসি তে ৩২ বিট কাজ করে নাহ………আজকে মনে হচ্ছে এতো দাম দিয়া ল্যাপটপ কিনা লসস খাইলাম………মুন্ডু টার ৩২এর জন্য ড্রাইভার নাই

    @gazi reza:
    কাদবেন না 🙁 কাদবেন না 🙁
    আচ্ছা বলুন তো Java Runtime Environment এর কত বিটের কোন ভার্সনটি ইউজ করেছেন??

Level 0

@gazi vai আমি আগে মোবাইল দিয়া পিসি অ মোবাইল আ নেট ইউজ করতাম। গত ৯মাস ব্রডবান্ড ইউজ করি। অনেক ট্রই করছি পারি নাই মোবাইল দিয়া brdbnd লাইন টা অ্যাক্টিভ করতে। যাই হক মাস্টার ত স্বপ্ন দেখাইয়া দিছে ………কিন্তু আমি পারলাম নাহ অনেক কষ্ট………… গাজী ভাই আপনি যদি কোন দিন পারেন আমাকে বলবেন প্লিজ…………আমি অপেক্ষাই আছি

Level New

@tuner আমি ও অনেক আশা দেখেছিলাম এই টিউন টা দেখে । কিন্তু 64 bit হওয়াই ব্যাবহার করতে পারছিনা । আমি পেলে আপনাকে অবশ্যই জানাব । আপনি ও যদি কিছু পান , তাইলে আমাকে জানাবেন প্লিজ প্লিজ । আমার fb id : [email protected]

    Level 0

    @gazi reza: আমিও । vai must be ami jodi pari apnake janabo………আমার fb friend req block ….ata arek jontrona. [email protected] parle 1ta req den fb te…………….fb ai nia amake 10bar er basi block korce ami nijer manus ke req dileo block kore…ajib

Level New

আমি Java Runtime Environment 64 bit use করছি । এখন আমি Pihatonttu.cmd ফাইল টি ওপেন করতে গেলে could not find the main class: pihatonttu.pihatonttu.pihantonttumain. program will exit দেখাচ্ছে । 🙁

    Level 0

    @gazi reza: yap …..amar tai thik same problem…………..

Level New

🙁

@ নেট মাস্টার ভাই একটু হেল্প করেন। মোটামুটি সবকিছু ঠিকঠাক করার পর মোবাইল ফোনে Hiisi Proxy চালু করার পর inquiring bluetooth Device আসার পর সরাসরি Hiisi Proxy [Bluetooth Mode] is idling চলে আসে। মানে ‍Select Device অপশনটা আসে না।
Hiisi Proxy সফট ওপেন থাকায় মেনু বাটন কাজ করছে না। তাই net কাজ করতেছে কিনা চেক করতে পারছি না।
এরপর কি করব একটু যদি বলতেন?
internet – Qubee Gigaset
Mobile- LG Arena KM900 (ফুল টাচ)
OS – Windows7

    @marufbillah:
    ব্যাকগ্রাউন্টে এপ্লিকেশন চলার সাপোর্ট না থাকলে এই সটফওয়্যারটি চালাতে পারবেন না।

mobile operator- teletalk
APN দিয়েছি – wap

Level 0

when i double click ‘Pihatonttu.cmd’ , following error occured:

[IMG]http://i55.tinypic.com/nmjitl.jpg[/IMG]

http://tinypic.com/r/nmjitl/7

im using windows 7 ultimate 64 bit, plz help

    @raqeeb0504:
    64 বিটের জন্য কোন সমাধান আপাতত নেই। এটি শুধুমাত্র 86 বিটের জন্য।

If shows application errors in mobile :

1.copy both Hiisi jar and jad file to memory card or , phone memory
2.Install the “jad” file in the same memory where u kept the jar and jad files ..
For Example : If u copy the jad and jar files to phone memory,then install the “jad” file in phone memory.

Now it will work 🙂

Level 0

amar bluetooth ta laptop ar shata . koto number poart kivaba janbo????????????

ভাই উইন ৭- ৬৪ বিটে এটা চলছে না। Pihatonttu.cmd এ ডবল ক্লিক করলে বলে javaw not found. কিন্তু আমার জাভা রানটাইম ইন্সটল করা আছে…

amar 6120 classic, etay unhandled exception error dekhay.
ar amar laptop e wi-fi ache. just mobile er bluetooth diye laptop er net use korte parbona 🙁

Level 0

vai .. ami samsung i8510 innov8 use kori.. eta symbian s60v3.. ami banglalion er 512kbps use kori laptop a.. but amar set diye wifi use korte partesi na…. solution bolen plzzz

আমি বাংলালায়নের ইনডোর ওয়াই-ফাই মডেম ব্যবহার করি। আমার অপারেটিং সিস্টেম এক্সপি। যে পিসিতে মডেম সংযুক্ত তা হতে ক্রস ক্যাবলিং এর মাধ্যমে আরেকটি পিসি সংযুক্ত, এবং ওয়াই-ফাই লাগানো লেপটপ আছে যা প্রত্যেকে এককভাবে মডেম থেকে ইন্টারনেট সেবা গ্রহন করে। এখন যদি আমার নোকিয়া 6120 সি সেটে ব্লুটুথ এর মাধ্যমে আমার মডেম থেকে যদি ইন্টারনেট সেবা গ্রহন করি তবে কি কোন সমস্যা হবে? আমি ইউসি ব্রাউজার ব্যবহার করি।

আমার পিসির জন্য কি ব্লুটুথ কিনব। আমার ছোট কালো রঙ এর ব্লুটুথ ডিভাইস আছে। আমার 6120 হ্যাক করা, তবে জাভাটা কিভাবে চেক করব হ্যাক করা কিনা?

মাস্টার সাব আইসা পরছি 😀
এখন থেকে আমিও সিম্বিয়ান ইউজার 😀
তাইলে এবার ভার্শন ৫ নিয়া টিউন শুরু করেন। কারন আমার সেট ৫৫৩০ 😉 😛

Level 0

symbian s60 v5 er set e kibhabe kaj korbo.

চরম হইসে ভাই!

Level 0

amar pc connection hosse na.ki kora jay

Level 0

vai apnar daya xp link a kono kaj kor cha na tai anathar link deban ke?????????

যখন Pihatonttu ক্লিক করি তখন উইন্ডোজ ৭ এই লেখাটি দেখায় “windows can’t find javaw. make sure……………..”

Level 0

vai 5th screen shot tar moto port er kono list dakhaitesena…akta port o dakhay na select korar jonno…where is the pbm?

ভাই, সবই তো ঠিকমত করলাম , কিন্ত Pihatonttu.cmd file খুলতে গেলে একটা এরর দেখায় … ” A java exception has occurred” আমার উইন্ডোজ ৬৪ বিট আর ফোন হল নকিয়া ৫২৩৩ … জলদি একটা সমাধান দেন ভাই … এই জিনিস টা খুবই দরকার……

Level 0

vai ami windows 7 ultimate 32 bit a start<control panel thakr PHONE and MODEM khuja paina Please janala khusi hobo

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।