মিডিয়াফায়ার থেকে আজীবন রিজিউম সাপোর্ট ট্রিক (যাদের রিজিউম সমর্থন করে না আইপি পরিবর্তনের কারণে তাদের জন্য মেগা ট্রিক)

কখনও কখনও মিডিয়াফায়ার রিজিউম সমর্থন করে না আমাদের আইপি পরিবর্তনের  কারণে... যদি আপানার এই সমস্যার হয়ে থাকে তবে নিচের ধাপ গুলা অনুসরন করুন 
প্রয়োজনীয় সফটওয়্যার: ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) 
উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি সমর্থিত
ধাপে ধাপে নিচের পদ্ধতি অনুসরণ করুন:
ছবি গুলা দেখতে না পেলে ছবি বড় করার জন্য ছবির উপর ক্লিক করুন
১. ওপেন IDM -> Option -এ ক্লিক করুন
২. General Tab -> Add browser -এ ক্লিক করুন
৩. একটা মেসেজ বাক্স আসবে -> OK বাটনে চাপ দিন
৪. খুঁজে বের করুন-> Mipony  ফোল্ডার খুঁজুন (ডিফল্ট: C: \ Program Files \ MiPony)
৫. ওপেন Mipony ফোল্ডার
৬. ওপেন Mipony.exe
৭. এখন দেখুন: Mipoy টি টক চিহ্ন সহ Capture downloads from the following browser বক্স এর ভেতর যুক্ত হয়েছে ।
৮. যে ফাইল টি রিজিউম হচ্ছে না সেটা আবার রিজিউম করান
৯. IMD থেকে এটা ডাউনলোড করতে চেষ্টা করবে কিন্তু পারবে না ....
১০. একটু পরে আপনি একটি মেজেজ বক্স পাবেন -> OK চাপুন
১১. OK প্রেস পর আপনি IDM থেকে ওয়েটিং বক্স পাবেন (সাবধান: stop waiting বোতাম টি কখনই প্রেস করবেন না) 
১২. এখন IDM প্রধান ডাউনলোড ঠিকানায় ব্রাউজার মাধ্যমে যাবে > আপনার ব্রাউজার stop বাটন প্রেস করুন অথবা এটি উপেক্ষা করুন
১৩. এখন Mipony ওপেন করুন
১৪. IDM যে ফাইল রেজিউম করাতে চাচ্ছেন সেটার উপর রাইট বাটন ক্লিক করে Properties এ যান।
১৫. File Properties খুলুন
১৬. Address বক্স থেকে লিংক কপি করুন
১৭. Mipony তে যান -> Add Links ট্যাব -> প্রেস Paste and Detect Links বাটন
১৮. এখন Mipony লিঙ্কটি ঠিক আছে কিনা পরীক্ষা করবে 
১৯. যখন দেখাবে লিঙ্ক ঠিক আছে তখন Download Selected প্রেস করুন (পরে যদি কোনো মেজেজ বক্স আসে তবে সেটা OK দিয়ে দিন)
২০. এখন Mipony থেকে এটা ডাউনলোড করতে চেষ্টা করবে ...
২১. এরপরও যদি আপনি IDM থেকে একটি মেজেজ বাক্স পান তবে NO বাটন চাপুন
২২. আপনার ফাইলটি IDM এ ডাউনলোড শুরু হলে আপনি Mipony তে গিয়ে ফাইলটি ডাউনলোড বন্ধ করে দিন
২৩. এখন দেখুন আপনার ফাইলটি ডাউনলোড করতে সক্ষম হচ্ছে ...

যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট করুন

ভাল লাগেল নির্বাচিতটিউন-এ মনোনয়ন দিন।

Level 0

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনাকে।
IDM থাকলে রিজোম করার জন্য আর কিছু দরকার আছে বলে তোমনে হয় না। আমি তো মিডিয়াফায়ার থেকে মুভি ডাউনলোড করি তাও আবার গ্রামীনফোন এর ইন্টারনেট দিয়ে।

রিজোম কাজ না করলে IDM থেকে Refresh download address এ Click করলেই তো হয়ে যায় ।

    @জন: আপনি কন হয় … সবাই ত কই কাজ করে না Refresh download address এ Click করলে

অরে বাপরে এত কাজ … ধন্যবাদ দেখি কাজে লাগে কি না ….

    @ইকরামা: একবার IDM কনফিগার করা হলে দ্বিতীয় কার লাগবে না… এর প্রতি স্টেপ এ screen shot দিছি বলে মেলা বড় লাগতেছে , বাস্তবে খুব সোজা কাজ (দু তিনাবার করলে আপনি একাই পারবেন না দেখে )

ভাল লাগেল নির্বাচিতটিউন-এ মনোনয়ন দিন-ভাল লাগে নাই

Level 0

nice but onek lengthy process

    @phrumel: ভাই ভাল জিনিস একটু বড় ই হয়।

আমি জন ভাই এর সাথে এক মত but আপনার tune টা ভালো হয়েছে আসা করি আরো ভালো ভাল tune আমাদের উপহার দিবেন।

    @ruhul amin rakib: ভাই Refresh download address একদিন পরে কাজ করে কিন্তু এটা ইনেসটেন্ট কাজ করে ।

ভালো টিউন। কাজে লাগবে মনে হয়।
আপনার IDM তো দেখি পুরনো ভার্শন !!
নতুন ভার্শন নিতে এখানে যেতে পারেন…
http://sujonhera.wordpress.com/2011/08/31/147/

    @সুজন পাল: আমি screen shot নিছি আজ থেকে ২.৫ মাস আগে । তাই পুয়ারন তা দেখতেছেন screen shot এ ।মার নতুন ভার্সন লাগবে না। আমার সব কিছুই আপদাতেদ থাকে… আমার IDM ভার্সন ৬.০৭ বিল্ড ১০

ভাই আমি নুতন tuner but আমি টিটির সাথে অনেক দিন ধরে আছি। আমাকে help করলে ভালো হত…। যে মন আমি শাওন ভাই এর profile picture এর মত ছবি দিতে পারছি না যদি আমাকে একটু help করতেন ভালো হতো…

    @ruhul amin rakib: gravatar.com এ যেয়ে টেকটিউনে রেজিস্টার কৃত মেইল টা দিয়ে ওখানে রেজিস্টার করুন এবং ওখানে ইমেজ আপলোড করুন।

Level 0

Valo Laglo Kechu Din Jabot Amar IDM Ta Prochur Problem Kortese 1bar 100MB Download Korar Por Amon Stop Hoilo Resume Deye Kono Kaj E Hoilo Na 1 Din Por Resume Dele Ke Kaj Kore ? R Apnar Tune Te Valo Hoyeche Try Kore Dakhe Ke Hoi Thanks 🙂

ami orbit use kori. mediafire er jonno cache clear kore abar download page refresh dile je link ase, setake replace korlei hoye jay.
anyway, onno karo kaje lagte pare. share korar jonno tai thanks…

ভাই জটিল হয়েছে

সুন্দর টিউন। স্ক্রিন সর্ট গুলোও সুন্দর হইসে!!!

এইতো এটাইতো চাইছিলাম । ধন্যবাদ শেয়ার করার জন্য । প্রিয়তে নিয়ে নিলাম ।

Level 0

এত কস্ট না করে JDownloader ইউজ করুন।

    @dr.shamim: IDM এর উপর কোন ডাউনলোড ম্যানেজার আছে নাকি ! (দুঃখিত আমি JDownloader ব্যবহার করি না…. জাভা প্রোগ্রাম শুধু হ্যাং করে)

      Level 0

      @dr.shamim: @শাওন:

      ইউজ না করে কথা বলা ঠিক না। আর জাভা প্রগ্রাম হ্যাং করে এতআ আপোণআড় কআছে প্রথম শুনলাম।

    @dr.shamim: ভাই আমি জানি JDownloader কি জিনিস…. ওটার ভেতর কি আছে আপনি নিজে জানলে ব্যবহার করতেন না … আর জাভা প্রোগ্রাম হ্যাং করে কিনা তা জানতে গুগলে সার্স দেন উত্তর পেয়ে যাবেন…. IDM এর সাথে JDownloader এর তুলনা করা আকাশের সাথে পাতালের তুলনা করা

Level 0

nice. but wat about J Downloader ? plz explain

ভাল টিউন,কোন সময় প্রয়োজন হলে কাজে লাগাবো,
অনেক অনেক ধন্যবাদ টিউনটির জন্য।

হুম সবক্ষেত্রে রিজিউম কাজ করেনা। প্রিয়তে নিলাম 🙂

    @মিনহাজুল হক শাওন: হায় এ দেখি মিনহাজুল হক শাওন…. লিনাক্স বস! প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ… এখন ট্রাই করতেসি বাংলালায়ন মডেম লিনাক্সে (সফল হইলে খবর দিমু নে)

      @শাওন: জনসম্মুক্ষে এমনে লজ্জা দিলে কাম হইত বলেন মিয়াভাই?! আমি সেরকম কিচ্ছু পারিনা, গুতাই আরকি!

    @মিনহাজুল হক শাওন: হাই হাই কও কি…লজ্জা দিলাম … ওকে আর দিব না :p

এই বিষয় নিয়ে আমি একটি টিউন দিয়ে ছিলাম দেখতে পারেন।
https://www.techtunes.io/download/tune-id/81824/

    @zahirulislam: ভাই ওই টিউন লেখা সিস্টেমে একদিন পরে রিজিউম আসে আর এটা ইনস্টান্ট….

    @zahirulislam: হ ভাই এটা যেকোন সময় যেকোন জায়গায় কাজ করে …..

      @শাওন: আরে ভাই আমার টিউনটিও ইনস্টান্ট কাজ করে।

      @zahirulislam: কাজ করলে ভাল কিন্তু সবাই কয় একদিন পর কাজ করে…

!!!ভাই সবাই Privacy করে তাইতো আমার আজ অধম.!!!

Level 0

ভাই ধন্যবাদ। খুব কাজের টিউন। আমার কাজে আসবে। সুন্দর আপস্থাপনার জন্য আবারও ধন্যবাদ।

Level 0

এত কষ্ট তো করার দরকার নাই। Refresh download address দিয়ে link টি অন্য ব্রাউজারে ওপেন করবেন। তারপর সেখানে ডাউনলোড ক্লিক করলেই লিঙ্ক রিপ্লেস হয়ে যাবে। এরপর Resume ক্লিক করলেই আবার ডাউনলোড শুরু হয়ে যাবে। সমস্যা যেটি হয় তা হচ্ছে অনেক সময় একই ব্রাউজারে লিঙ্ক দিলে রিজিউম হয় না।

    @kalochita: ভাই ওইটা একদিন পর হয় …. এটা ইনস্টান্ট

কিন্তু Firefox থেকে cookies clear করলেই তো আবার resume হয়…..

    @Alfred Michael: ভাই আমার সব সাইটে বার বার লগিন করতে ভালো লাগে না…. তাই cookies clear পদ্ধতি পছন্দ হয় না….

নাহ ভাইয়া কাজ হল না 🙁 mipony তে লিঙ্ক চেক করেতো কিছুই বলল না 🙁 আর ডাউনলোড ও নেয় নাই …

    @ইকরামা: লিঙ্ক চেক করতে সমস্যা হলে তা মিডিয়া ফায়ার এর সমস্যা …. দয়া করে আরেকবার ট্রাই করে বলেন

bhai, jaanta BACHAILEN!!!!

Level 0

আই ডি এম দিয়ে অনেক বড় ফাইল ডাউনলোড করতে গেলে ফাইল ক্রাস হওয়ার সম্ভাবনা বেশী থাকে ।বিশেষ করে কানেকশন ডিশকানেকট হয়ে গেলে ফাইল ক্রাস হয়ে যায় আর তাকে রিজুম করা সম্ভব হয় না ।তবে ফ্রি ডাউলোড ম্যনেজার অনেক ভাল কাজ করে ।যারা আই ডি এম ব্যবহার করেন তাদেরকে বলব প্রতিদিন ২ গিগা ডাউনলোড করতে তাহলেই তারা বিষয়টি বুঝতে পারবেন ।