সিকিউরিটি সম্পর্কিত কিছু টিপস, বাড়ান আপনার কম্পিউটারের নির্ভরযোগ্যতা

যেকনো কম্পিউটার ব্যবহারকারির প্রথমেই লক্ষ্য রাখা উচিত তার আ্যকাউন্টের সিকিউরিটির উপর। আর যারা নিউমিত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে এটা আরো জরুরি যে বিভিন্ন ফ্রড এবং হ্যাক এর হাত থেকে তাদের গুরুতবপূর্ন তথ্য কে রক্ষা করা।সামান্য কতগুলি পদ্ধতি অনুসর করলেই আমরা কিছুটা হলেও নিজেদের সিকিওর করতে পারি।

Website Security:

  1. SSL ( Secure Sockets Layer ) কানেকশন ব্যবহার করুনঃ নিরাপদে আপনার আ্যকাউন্ট আ্যকশেস করার জন্য একটি নতুন ওয়েব ব্রাউজার খুলুন (যেমনঃ ইন্টারনেট এক্সপ্লোরার বা নেটস্কেপ প্রভৃতি) এবং আপনার সাইটের URL লিখুন নিন্মলিখিত পদ্ধতিতেঃ

https://http://www.WebsiteName.com/.

2. আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমি http:// এর পরিবর্তে https:// লিখেছি। এটা SSL আ্যথেন্টিকেশন যুক্ত ওয়েব সাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সব ওয়েব সাইট SSL সার্ভিস দেয় না। কিন্তু বেশিরভাগ ওয়েব সাইটই SSL সার্ভিস দেয় যেমনঃ GMail, Yahoo, MSN, Orkut, Facebook, eBay etc।

Password Safety:

  1. কখনো পাসোয়ার্ড শেয়ার করবেন নাঃ কোনো ওয়েব সাইট নির্মাতা কখোনই পাসোয়ার্ড জানতে চায় না। তাই সর্বদা সতর্ক থাকুন। আপনার যদি কখোনো মনে হয় আপনার পাসোয়ার্ড অন্ন্যের হাতে চলে গেছে, তবে সময় নস্ট না করে তৎক্ষনাত পাসোয়ার্ড বদলে ফেলুন।
  2. মজবুত এবং প্রচলিত নয় এমন পাসোয়ার্ড ব্যবহার করুনঃ এমন পাসোয়ার্ড ব্যবহার করুন যার মধ্যে থাকবে একিই সঙ্গে লেটার, নম্বর এবং সাংকেতিক চিহ্ন। যেমনঃ $coo!place2l!ve or 2Barry5Bonds#1। দয়া করে নিকনেম, জন্ম তারিখ এই সমস্ত প্রচলিত পাসোয়ার্ড সজত্নে এড়িয়ে চলুন। এবং বারবার পাসোয়ার্ড ভুলে যাওয়া অভ্যাস ত্যাগ করুন।
  3. বিভিন্ন পাসোয়ার্ড ব্যবহার করুনঃ একিই পাসোয়ার্ড সকল অনলাইন (যেমনঃ AOL, eBay, MSN, or Yahoo) সাইটের ক্ষেত্রে ব্যবহার করবেন না। একিই পাসোয়ার্ড সকল অনলাইন সাইটের ক্ষেত্রে ব্যবহার করলে, একটি আ্যকাউন্ট যদি হ্যাকিং এর কবলে পড়ে তাহলে আপনার সকল আ্যকাউন্টই দ্রুত কপি হয়ে যাবে, আপনি দ্রুত সকল আ্যকাউন্ট এর পাসোয়ার্ড পরিবর্তন করতে পারবেন না।

Email Security:

  1. Greeting এর উপর সর্বদা লক্ষ্য রাখুনঃ  কোনো ওয়েব সাইট কখোনই “Dear WebsiteName User” or “Dear WebsiteName Member.” এরকম সম্ভাষন করে মেল পাঠায় না।
  2. মেলের মাধ্যমে কখোনোই personal information শেয়ার করবেন নাঃ কোনো ওয়েব সাইট কখোনই মেলের মাধ্যমে আপনাকে পাসোয়ার্ড এন্টার করতে বলে না বা আপনার সম্পর্কে জানতে চাই না বা এ ধরনের মেল পাঠাতেও বলে না।এক মাত্র লগ ইন বা রেজিস্ট্রেশনের সমইয় পাসোয়ার্ড এন্টার করতে হয়।
  3. হুটহাট আ্যটাচমেণ্ট ডাউনলোড করবেন ণাঃ মনে রাখবেন, কোনো ওয়েব সাইট কখোনই কোনো আ্যটাচমেণ্ট পঠায় না বা সফটওয়ার আপডেট কম্পিউটারে ইনস্টল করার পরামর্শ দেয় না।

এ বিষয়ে কারো কিছু জানার থাকলে জানাবেনঃ

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

THANKS FOR THE ADVICE.