কে বলে Facebook এ কোড সাপোর্ট করেনা,আমরা করাইয়া ছারমু :P :P

ভাইলোগ আগেই কইয়া নেই যদি কেউ জানেন,তাইলে সমস্যা নাই অন্যদেরকে জানতে দিন 🙂
কারন হইল Knowledge হইলো এমন একটা জিনিস যা বাটিলে বৃদ্ধি পায়।

একটূ লম্বা লম্বা লম্বা কথা বলে নিলাম।বুঝেন ই তো সবাই মাঝে মাঝে একটু ফিলোসোফার হওইয়ার Chance পাইলে ছাড়তে চায় নাকি কেউ 😛

যাই হোক সত্যি কথা কি জানেন FaceBook এ আসলেই এখনো কোনো কোড বের হয় নাই,এইটা জাস্ট একটা ট্রিক।
FaceBook বাবা যতই চালাক হোক আমাদের থেকে চালাক হবে কেমনে 🙂 😛 😛

আপনারা যারা FaceBook ইউজ করেন তারা হইতো দেখছেন যে কয়েক দিন ধরে FaceBook কিছু কোড লিখে এন্টার দিলে আরবি লেখা চলে আসে। যেমন :

অনেকেই স্টেটাস দেন :

Copy this five lines : 
@+[226335714098484:0] 
@+[261965570521620:0] 
@+[234251253304664:0] 
@+[306721246006398:0] 
@+[266307150082858:0] 
2. Paste in the bellow comment bar 
3. Cut off the + 
4. Press Enter U will see The Magic 

InPut : 
@[226335714098484:0] 
@[261965570521620:0] 
@[234251253304664:0] 
@[306721246006398:0] 
@[266307150082858:0] 
Press Enter 

OuTPut :
OutPut
 
এখন আসি মূল কথায় কিভাবে এই নাম্বার গুল লেখলে আরবি ওয়ার্ড চলে আসে...!! 
আসলে এই প্রতিটি লাইন এক একটি পেজ এর নাম,আপনি চাইলে আলাদা আলদা ভাবে সব লাইন লিখে এন্টার দিন 
যেমন : 

input :  
@[226335714098484:0] 

Output :

ঊপরে যে আরবি লাইন তা দেখছেন এইটা আসলে একটা পেজ এর নাম বিশ্বাস না হলে আপনি ইনপুট দিয়ে দেখতে পারেন।
দেখবেন আই নামে যে লিংক টা আসে সেইটা এই পেজ এ চলে যাবে। কি এখন বুঝলেন তো এই কোড গুলো কি...? 
এখন তো সবার মাথায় একটি প্রশ্ন এই রকম কোড আমরা কি লিখতে পারব...?? 
আরে ভাই আমরা সবাই পারবো,এই কোড দিয়ে শুধু পেজ এর নাম না, কারো নিজের নাম ও লেখা যাবে ফেসবুকে । 
মানে আপনার প্রোফাইল নাম।আপনি কোড লিখবেন আর আপনার নাম চলে আসবে। 
কি মনে হইতাছে...!! 
এই পাগলটা খালি খালি ফাপর মারতাছে... ::P 
আরেহ নারে ভাই এইটা অনেক সোজা। 
এই কোডটার মাঝের নাম্বারটা শুধু চেঞ্জ করলেই হয়ে যাবে। 
@[এইখানে শুধু পরিবর্তন করলেই মামলা ফিনিশ:0] 
বাকিটা ঠিক থাকবে এখন প্রশ্ন "@[" এর পরে এবং ":0]" এর আগে কোন কোড লেখবেন...!! 
এই মাঝখানের জায়গায় কোডটা হল আপনার ফেইসবুক ID No.। 
এইটা আপনি সবার ফেইসবুক প্রোফাইল এ গেলে দেখতে পাবেন।
নিচের মত :
Profile
উপরের ফটোতে id= এর পর যে নাম্বার টা রয়েছে ঐ নাম্বারটা কপি করে আমাদের কোড এ বসিয়ে দিন।
দেখবেন আপনার প্রোফাইল নাম তা চলে আসবে :) একি ভাবে যেকোনো পেজ এর ক্ষেত্রেও ID নং কপি করলে হয়ে যাবে। 
এখন অনেকে বলবেন যে সবার প্রোফাইল এ তো id শো করে না,কারন তারা ইউজার নেম ইউজ করে,
তাই তাদের প্রোফাইল এই রকম হয় : "https://www.facebook.com/thouhidulalam"  এখন কি করব...? 
আরেহ ১০সন লন কেরলাই,আমি আছি না!! 
আমার কাছে পারফেক্ট রাস্তা আছে,যার id লাগবে তার ইউজার নেম টা কপি করবেন 
যেমন : 
আমার প্রোফাইল 
https://www.facebook.com/thouhidulalam  
এইখানে thouhidulalam হল আমার ইউজার নেম। 
এখন আপনার ব্রাউজারের এড্রেস বারে নিচের এড্রেসটা Paste করুন : 

https://graph.facebook.com/your_user_name 

উপরের এড্রেস এ your_user_name এর জায়গায় আপনার ইউজার নেমটা বসান, 
যেমন আমি আমারটা বসিয়ে দিলাম : 

https://graph.facebook.com/thouhidulalam 
এবং এন্টার চাপুন । 

দেখবেন নিচের মতো একটি পাজ আসবে :
FB ID
 উপরের ফটোটি হল আপনার ফেইসবুক গ্রাফ,এখানে id এর পরে আপনার ID no শো করছে। 
এইটা কপি করে আমাদের কোড এ বসালেই কেল্লা ফতে :P 
যেমন : 
input : 
@[1063163023:0]  
Output : 
Tj Thouhid 
ঠিক এমনি করেই আপনি যেকোনো পেজ বা গ্রুপের লিংকও দিতে পারবেন। কি ভাইসব কেমন লাগলো? 
এখন পারবেন না সবাই ফেইসবুককে কোডিং করে বোকা বানাতে :P :P   

 **************************************বোনাস ********************************************

দারান ভাইজান একটা ছোট ট্রিক শিখিয়া যান। 
আপনি কি কোনো সফটওয়্যার ছাড়াই ডাইরী লিখতে চান,আমার কাসে ফ্রি টিপস লন, 
Open Note Pad and type
 .LOG  
Now save it and re-open it. 
You will see current date and time 
আইজকা আর নাহ। আরেকখানা কথা ভাইলোগ, আইজকার পোস্টে যদি বেশি কইরা লাইক আর ভোট না দেন তাইলে খবর আছে কিন্তু,
রাত্রে আপনাগোরে চার্লি চ্যাপলিন এর ভুতে আইয়া মারব,আমি দোয়া করমু :P :P :P 
সবার শেষে অনেক কষ্ট হইছে এইটা লিখতে,২ ঘন্টা সময় শেষ তাই ভাল না লাগলেও ভালো লাগাইয়েন।।ললযযযযয :P :P 
আর আমার আগের টিউন গুলো দেখতে চাইলে নিচে দেখুন :

১. আমার দেখা সি প্রোগ্রামিং এর সবচেয়ে ভাল বাংলা বই :)

২. মাইক্রোস্ফট অফিস 2007 SP3 লেটেস্ট আপডেট যার লাগে লইয়া লন :)

৩. যদি সময় থাকে মানবতার খাতিরে দেখতে পারেন,আশা করি খারাপ লাগবে না :)

৪. জব্বর একখান মোবাইলের জন্য ভিডিও কনভার্টার যার লাগে লইয়া লন :)

৫. বাইনারী ডে উপলক্ষে সবার জন্য কিছু সফটওয়্যার লাগলে নিতে পারেন 🙂

Level 0

আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল হয়েছে

Level 0

GOOD! THANKS.

ওরে ভাইডা … এইডা কী দেখাইলেন গো…!!!! অফিস থেকে আসার পর মন্দা আমার খারাপ হইয়া ছিল। আপ্নের পোষ্ট দেখনের পর ১০০% ভাল হইয়া গেল রে… চরম হইছে…

    Level 0

    @রাকিব: ভাই,এইটা আমার টিউনের সার্থকতা যে আপনার মনটা ভালো করায় আমার টিউনের বিন্দু মাত্র অবদানও আছে…। ধন্যবাদ ভাইজান 🙂 :*

ওরে ভাইডা … এইডা কী দেখাইলেন গো…!!!! অফিস থেকে আসার পর মনডা আমার খারাপ হইয়া ছিল। আপনের পোষ্ট দেখনের পর ১০০% ভাল হইয়া গেল রে… চরম হইছে…

নতুন জিনিস জানলাম। 😀

Awesome !!

Level 0

এই জিনিসটাই তো খুঁজছিলাম!!! অনেক ধন্যবাদ আপনাকে 🙂

    Level 0

    @dolar: ইউ ওয়েলকাম ভাই, আপনাকেও ধন্যবাদ ভাই।। 🙂

Level 0

এমন লেখাই লিখছেন ভাই , ভাল না লাগাইয়া পারলাম না । ধন্যবাদ !

    Level 0

    @shyboy: আপনারেও অনেক ধন্যবাদ ভাই। 🙂

শেষ পর্যন্ত আসল রহস্যটা জানতে পারলাম। অনেক ধন্যবাদ কথা রাখার জন্য। কিন্তু এখনো কিন্তু টিউনটা ১০০% পড়তে পারিনি। কারণ লিখা গুলোর আ-কার ই-কার আগে পরে দেখাচ্ছে আমার পিসিতে। এটা কি শুধু আমার পিসি তে নাকি সবার পিসি তে?
তারপরও ধন্যবাদ রহস্য উদঘাটন করে দেয়ার জন্য।
লাইক ও করলাম, প্রিয়তে ও রাখলাম, নির্বাচিত টিউন হিসেবে ও মনোনীত করলাম।

    Level 0

    @Shakil Wahid: ধন্যবাদ ভাইজান,আরেহ না লেখা তো ঠিকই আছে।মনে হয় আপনার পিসিতে ব্রাউজার এ প্রব্লেম করছে,আপনি গুগল ক্রোম দিয়ে চেষ্টা করতে পারেন,আমার তো একেবারে ক্লিয়ার। তবে যদি আপনি রহস্যটা বুঝে থাকেন,তাইলেই হইসে,এই টিউন্টা আপনার কথায় ই এত তারাতারি লেখছি 🙂

vhi amar facebook a coad ta amar user name a change korbo kibhabe plzz

    Level 0

    @ব।প্পি: ভাই ফেইস বুক ইউজার নামে দিতে হইলে আপনি FACEbook এ
    Acoount->Account Setting->General->Username এ গিয়ে একটা ইউজার নেম দিতে পারবেন,আর এই ইউজার নেমটি দিয়ে আপনি লগিন ও করতে পারবেন 🙂

Level 0

thanks for shear

ফাটাফাটি টিউন। একটা নতুন জিনিস জানলাম। ১০০ তে ২০০ দিলাম মিয়াঁ ভাই।

thank you boss.

দারুন জিনিস 😛 আমি একখান ছোট ট্রিক্স জানি।
আপনি চাইলে ফেইসবুকে ব্লু কালারে স্ট্যটাস বা কমেন্ট করতে পারবেন। তার জন্য ফেইসবুকে এই কোড টি কপি পেস্ট করুন।
@+@+[0:[159803644059988:0: “YOUR TEXT” ]+]

“YOUR TEXT” এর জায়গায় আপনার টেক্সট লিখুন, + চিহ্ন গুলো ডিলিট করে পোস্ট করেন। দেখবেন ব্লু টেক্সট । 🙂
মাতবরি করার জন্য স্যরি, টিউনার ভাইকে ধন্যবাদ 🙂

    Level 0

    @এস, আই, রাজু: ধন্যবাদ ভাই, সমস্যা নাই,নতুন কিছু শেয়ার করা ভাল,আপনি জানেন আমাদের জানাবেন।তবে আপনার কোড টা কাজ করেনা,আমি ট্রাই করছি কিন্তু শুধু লেখা আসে ,কালার হয় না 🙂

Level 0

দুর্দান্ত পোস্ট!!!

    Level 0

    @dhrubo007: আপনাকেও দুর্দান্ত ধন্যবাদ ভাই 🙂

Level 0

vai kal thaka amar fb id thaka kauka request or sms pathata parsi na (jahara amar friend na ) vai ata ki janno ar solution ki jana thakla amaka help koren [email protected]

    Level 0

    @ujjalbs: আপনারটা আপনার মেইলটা পাঠিয়ে দিছি।

কি যে কইলা মিয়া ভাই, এক্কেবারে ফাটাইয়া দিলা। এহন দেখমু কোন ব্যাটায় আইয়ে আমগো লগে ফালাফালি করতে। পুরাই ফাটাইয়া দিমু @[1747004236:0] দিয়া।

ধন্যবাদ।

Level 0

nice tune bro… 🙂