চলুন সফ্টওয়ার/মুভিকে যোগ/ভাগ করি খুব সহজেই

চলুন সফ্টওয়ার/মুভিকে যোগ ভাগ করি খুব সহজেই

আজকে বন্ধুরা তোমাদের বলব কিভাবে সফ্টওয়ার/মুভিকে ছোট ছোট অংশে বিভক্ত বা ছোট ছোট অংশকে যোগ করা যায়। এই পোষ্টটি পড়ে যে কেউই সহজে বুজতে পারবেন আর যোগ/ভাগ নিয়ে চিন্তা করতে হবে না। এই যোগ/ভাগের কাজটি করবে একটা ছোট একটি সফ্টওয়ার যার নাম HJSplit। এই সফ্টওয়ারটি পোর্টেবল আপনি শূধূ ডাউনলোড করে ডাবলকিক করে ওপেন কর ডাউনলোড লিংক। সফ্টওয়ারটা ওপেন হয়ে গেল সফ্টওয়ারটির ইন্টারফেজ দেখতে নিচের ছবির মত।

http://foto.pk/images/01uvu.jpg


এবার আসি তাহলে আসল কাজে নিচে সফ্টওয়ার/মুভিকে যোগ ভাগ করা দেখানে হলঃ-

সফ্টওয়ার/মুভিকে ভাগ করা

সফ্টওয়ারটিকে ওপেন করলে আপনি split, join, compare, checksum বাটন পাবেন। এখানে আপনাকে split বাটন টিতে কিক করতে হবে তখন এটি দেখতে এই রকম দেখাবে-

http://foto.pk/images/02ziz.jpg


এখানে দেখবেন একটি
Input file  ও Output file ভরষব নামে বক্স আছে। এবার Input  ভরষব বক্সে গিয়ে আপনার সফ্টওয়ার/মুভি ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার Output file  বক্সে গিয়ে সিলেক্ট করে দিন ফাইলটি কোথায় Save হবে। তারপর যে কাজটি করতে হবে সেটি হল আপনার সফ্টওয়ার/মুভি ফাইলটিকে কত অংশে ভাগ করবেন তা একটু হিসাব করে নিন। যেমন আপনি যদি ২ টি ভাগ করতে চান তাহলে শূধূ মূল সাইজের অর্ধেক হিসাব করে split file size  নামক বক্সে বসিয়ে দিন। অথবা ২,৩,৪,৫..... যত করতে চান করতে পারেন শুধূ যত ভাগ করতে চান তত নাম্বার দিয়ে আপনার সফ্টওয়ার/মুভি ফাইলের মুল সাইজের সাথে ভাগ করে নিন। এবার সবকিছূ করার পর শুধূ start  বাটনে কিক করুন। কিছুন পরে দেখবেন হয়ে যাবে।

সফ্টওয়ার/মুভিকে যোগ করা


সফ্টওয়ারটিকে ওপেন করলে আপনি
split, join, compare, checksumবাটন পাবেন। এখানে আপনাকে লড়রহ বাটন টিতে কিক করতে হবে তখন এটি দেখতে এই রকম দেখাবে-

http://foto.pk/images/03uju.jpg


এখানে দেখবেন একটি
Input file  ও Output file  নামে বক্স আছে। এবার Input ভরষব বক্সে গিয়ে আপনার সফ্টওয়ার/মুভির .০০১ নামের ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনার Output file বক্সে গিয়ে সিলেক্ট করে দিন ফাইলটি কোথায় Save হবে। মনে রাখতে হবে সব গুলো .০০১,০০২,০০৩.... ফাইল গুলি একই ড্রাইভে যেন থাকে। এরপর start  বাটনে কিক করুন এবং কিছুন পরে দেখবেন হয়ে যাবে।

এটি আগে এখানে প্রকাশ হয়েছিল
ডাউনলোড করুন শতশত বাংলা বই


Level 2

আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

২ নং লাইনে লেখা
“এই যোগ/ভাগের কাজটি করবে একটা ছোট একটি সফ্টওয়ার যার নাম ঐঔঝঢ়ষরঃ ”

ভাই এটা কি লিখলেন, বুঝলাম না।

ভাল টিউন।

Level 0

kaj kore na………..i used it apni ekta video tutorial dile valo hoto…….ami eta use kore onk bar try korechi but hoi na kno bujhlam na. arek ta kotha hochche file extension er bapare…ami ki je kono file join dite parbo??……..janaben plzzz. thanks for the tune

এটা winrar দ্বারা সম্ভব
ধন্যবাদ শেয়ার করার জন্য

Does not work and just wasted almost 40 minutes. Bull shit!

Most faltu tune of the Day………….

ধন্যবাদ শেয়ার করার জন্য , ভাল টিউন।

অধিকাংশ টেকি ভায়েরা এগুলি জানে , আমি ও আমার টিউনের একাংশে এটি দেখিয়েছিলাম ।

https://www.techtunes.io/tutorial/tune-id/90996/

ধন্যবাদ আপনাকে।।

Old news, published before. Anyway thanks.

Level 0

অনেক ধন্যবাদ।