তৈরী করুন উইন্ডোজ এর মাল্টিবুটেবল DVD

Aero দ্বারা মাল্টিবুটেবল DVD তৈরী করা গেলেও অধিকাংশ সময়ই কাজ করে না । কিন্তু EasyBoot দ্বারা সহজেই মাল্টিবুটেবল DVD তৈরী করা যায় । এর জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরন করতে হবে । যা যা ডাউনলোড করতে হবে

 ১। EasyBoot (http://www.ezbsystems.com/easyboot/download.htm)

২। bbie (http://www.nu2.nu/download.php?sFile=bbie10.zip)

ধাপ ১

প্রথমেই আপনার vista এবং xp bootable cd/dvd গুলোর ইমেজ (.iso) ফাইল তৈরী করে নিন । ধরি সেগুলো D:\SOURCE ডাইরেক্টরীতে vista.iso এবং xp.iso নামে আছে । এবার bbie.exe ফাইলটিও সেখানে copy করুন এবং সেখানে একটি নতুন text ফাইল তৈরী করুন এবং তাতে লিখুন bbie vista.iso এবং এটিকে vista.bat নামে সেভ করুন এবার vista.bat ফাইলটি রান করুন । এতে একটি .bin ফাইল তৈরী হবে । একে vista.bin নামে রিনেম করুন । এবার কাজটি xp-র জন্য পুনরায় করুন । একটি নতুন text ফাইল তৈরী করুন এবং লিখুন bbie xp.iso এবং এটিকে xp.bat নামে সেভ করুন এবার xp.bat ফাইলটি রান করুন । এতে একটি .bin ফাইল তৈরী হবে । একে xp.bin নামে সেভ করুন । Vista বা xp-র .iso ফাইল না থাকলে এগুলোর dvd গুলো dvd rom এ দিয়ে text file-টিতে লিখুন bbie x: (এখানে xএর স্থলে আপনার dvd rom এর drive letter টি লিখুন) তারপর উপরের পদ্ধতি অনুসরন করুন।

ধাপ ২

এবার EasyBoot install করুন । কাজের সুবিধার জন্য একে D drive-এ install করলে ভাল হবে। ধরি এটি D:\Program Files\EasyBoot তে আছে । এবার xp.bin ও vista.bin ফাইল দুটি D:\Program Files\EasyBoot\disk1\ezboot ডাইরেক্টরীতে পেষ্ট করুন। এবার vista ও xp cd\dvd এর ফাইল ও ফোল্ডারগুলো D:\Program Files\EasyBoot\disk1 ডাইরেক্টরীতে পেষ্ট করুন।

ধাপ ৩

EasyBoot সফটওয়্যারটি রান করুন। এখানে মোট ৬টি ট্যাব আছে। File ট্যাব থেকে বুটেবল dvd-র Logo ও Background কি হবে তা ঠিক করতে পারবেন। Logo-র ফাইলটির নাম Logo Image এর পাশের ঘরে এবং Background এর ফাইলটির নাম Background Image এর পাশের ঘরে লিখুন । দুটি ইমেজই .bmp হতে হবে , D:\Program Files\EasyBoot\disk1\ezboot ডাইরেক্টরীতে সেভ করা থাকতে হবে এবং 256 color ও resulation 640x480 হতে হবে (এগুলো চেন্জ করতে OPTION > CONFIGURATION দেখুন , চেন্জ করলে অনেক সময় কাজ নাও করতে পারে)। এরপর বিভিন্ন লেখা ও রং পরিবর্তন করতে পারবেন , আশা করি সেগুলো নিজেরাই করতে পারবেন । এরপর MENU ট্যাব এ ক্লিক করুন । VISTA র জন্য COMMAND এর পাশে লিখুন run VISTA.BIN এবং যে নাম SCREEN এ দেখতে চান তা MENU TEXT এর পাশে লিখুন। এবার XP-র জন্য COMMAND এর পাশে লিখুন run XP.BIN এবং যে নাম SCREEN এ দেখতে চান তা MENU TEXT এর পাশে লিখুন। ACC. Key তে menuর জন্য shortcut key নির্ধারন করতে পারেন । সব কাজ হয়ে গেলে File ট্যাব থেকে MAKE ISO তে ক্লিক করে .iso ফাইল তৈরী করে নিন। iso ফাইলটি কোনো Virtual System (read blog on virtual system: http://www.somewhereinblog.net/blog/ARIFUIUblog/29017030 ) এ রান করে চেক করতে পারেন কাজ করলে Nero অথবা যে কোনো image burner দিয়ে তা dvd-তে write করে নিন ।

টিউনটি সামুতে পূর্বে প্রকাশিত
বিস্তারিত

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমি এক্সবুট দিয়ে বানালাম কিন্ত আমি চেয়েছিলাম ইজিবুট দিয়ে বানাতে।যাই হোক অনেক চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছি।তারপর টিউটোরিয়াল নামালাম কিন্তু আমি যা চেয়েছিলাম তা পাইনি।মোট কথা আপনার মত কেউ বুঝাতে পারেনি। এখন আপনার পদ্ধতিটি দেখছি দেখা যাক কাজ হয় কিনা বা আমি সফল হতে পারি কিনা । আপনার এই পোষ্টের মূল্য কেউ বুঝলো না সত্যিই আমি অবাক হলাম আপনার এই পদ্ধতি আমি খুজেই পায়নি নেটে এর আগে। ভাই আমার কাজে লাগলে আপনার টিউনটি অবশ্যই স্বার্থক হবে।এই টিউনটি আমার জীবনের অন্যতম টিউন হিসেবে থাকবে….অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

সহ মত পোষণ করি

মিঠু ভাই , সত্যি আমি প্রায় ৩ মাস যাবত মাল্টিবুট করার জন্য অনেক পদ্ধতি ট্রাই করে দেখলাম সব গুলোর ই কিছু কিছু সীমাবদ্ধতা আছে । যেমন: X-boot,Surdu দিয়ে সব ISO bootable করা যায় না । আর YUMI টা খুব ভাল তবে সমস্যা টা হল এটা শুধু USB boot জন্য ।

আমি এমনি একটি খুজতেছিলাম । অবশেষে “আরিফ নিজামী” ভাইয়ের পোষ্টা যখন দেখলাম তখন আফসুস হতে লাগলো, নিজামী ভাই ৬ বছর আগেই পোষ্টা করেছিল, কিন্তু আমরা তা খুজে পাইনি আর পাইলেও এর গুরুত্বটা উপলব্ধি করতে পারিনি । সুন্দর পোষ্ট ScreenShort একটু দিলে কারো কোন সন্দেহ থাকতো না ।

মিঠু ভাই, কি ফলাফল পেয়েছেন তা তো তিনি বলেন নাই , তবে আমি পেরেছি ।