আপনার প্রিয় টিউনগুলি খুব সহজেই আপনার কম্পিউটারে pdf আকারে সংরক্ষণ করে রাখুন !

প্রায় প্রতিটি মানুষই তার প্রতিটি প্রিয় জিনিসটাকে সংরক্ষণ করতে চায়। আবার কোন জিনিস যদি ভাল লাগে অথবা পরবর্তাতে কাজে লাগতে পারে এমন কোন জিনিস হয় তাহলে সেটিও সংরক্ষণ করতে মন চায়।

টেকটিউনস এ অনেক টিউনার বা টিউরিডাররাই চায় তাদের প্রিয় টিউনগুলিকে pdf করে তাদের কম্পিউটারে সংরক্ষণ করতে, যাতে তারা পরবর্তিতে অতি সহজেই সেটি বের করতে পারে।

ইন্টারনেটে অনেক সাইট বা সফটওয়্যার পাওয়া যায় যেগুলি দিয়ে খুব সহজেই যেকোন ওয়েব পেইজকে pdf বানানো যায়। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটি সাইট বা সফট্ওয়্যার পাওয়া যায় যেগুলি ইউনিকোড সাপোর্ট করে। আর নিশ্চই জেনে থাকবেন যে, ইউনিকোড সাপোর্ট না করলে কখনোই বাংলা দেখা যায় না। তাই পড়তে হয় নানাবিধ সমস্যায়।

আজকে মূলত আমি আপনাদের সাথে একটি অনলাইন HTML টু PDF কনভার্টার সেয়ার করব। যেটির সাহায্যে আপনি যেকোন টিউনকে pdf বানাতে পারবেন। আর এটি খুব সুন্দর Unicode সাপোর্ট করে তাই বাংলাগুলাও বেশ ভালই দেখা যায়। সর্বপরি এই অনলাইন html to pdf কনভার্টার আমার কাছে বেশ ভাল লেগেছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।

টিউনকে কে pdf তৈরী করবেন যেভাবেঃ

১। প্রথমে এখানে ক্লিক করে অনলাইন HTML to PDF কনর্ভাটার এর সাইটটিতে ঢুকুন।

২। Url: এর যায়গায় আপনি যে টিউনটি pdf করতে চান সেটির লিংক দিন এবংConvert to PDF এ ক্লিক করুন

৩। কিছুক্ষণের মধ্যেই টিউনটির pdf ভার্সন ডাউনলোড শুরু হয়ে যাবে।

৪। ব্যাস ! এখন ইচ্ছামত আপনার পছন্দের কিংবা দরকারী টিউনগুলিকে pdf করে রাখুন।

যদি আপনি IDM ব্যবহারকারী হন এবং দ্বিতীয়বার ডাউনলোডের সময় কোন Error পান তাহলে নিচের স্ক্রিনশর্টির মত Add the duplicate with a numbered file name এ ক্লিক করে OK করুন।

কোন সমস্যা হলে মন্তব্যে জানাতে পারেন।

ভাল থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for share with us. Carry on

Where is url adress link?

Level 0

khub dorkari ekta tune korsen vai.thanku

সাইফুল ভাই আপনার প্রতিটি টিউন ই কাজের। এবার ও তার ব্যতিক্রম হয়নি। ধন্যবাদ টিউনের জন্য।

আমার মনে হয় pdf24 (http://en.pdf24.org/ এখান থেকে ডাউনলোড/কনভার্ট করতে পারেন) অনেক ভাল। কারন এটি কম্পিউটারে সেটাপ করলে এর দ্বারা পিডিএফ করা যায় খুব সহজে (শুধুমাত্র File এ গিয়ে print করলে হয়ে যাবে)। যদি এর দ্বারা পিডিএফ করা হয় তাহলে পিডিএফটির উপরে ডানপাশে (যা পিডিএফ করবেন) লিঙক দেখা যাবে এবং আপনি এই লিংক কপি করে যদি ফায়ারফক্সের এড্রেসবারে দেন তাহলে লিংক অনুযায়ী টিউনটিতে(এখানে টিউন বলতে যদি টিউন পিডিএফ করেন বুঝায়) চলে যাবে। আরেকটি পদ্ধতি হলো যদি আপনি Windows 7 ইউজ করেন তাহলে পিডিএফটি Google Chrome ব্রাউজার দিয়ে অপেন করে পিডিএফটির(টিউন) উপরে ডানপাশে লিঙক ক্লিক করে ওই লিংকে(টিউনে) যেতে পারবেনে।আমি প্রায় ২ বছর যাবৎ এটি দিয়েই word file থেকে শুরু করে যেকোন ফাইল pdf করি। তবে সাইফুল ভাই আপনার টিউনটি অনেক সুন্দর হয়েছে। কারন আপনি শুধুমাত্র লিংক দিয়ে pdf করার পদ্ধতি দেখিয়েছেন। যার ফলে সফটওয়্যার ইউজ করতে হবে না।ধন্যবাদ অনেক বেশি বলে ফেললাম। দুঃখিত।

Level 0

thanks a lot. অনেক দিন ধরে এরকম কিছু একটা খুজছিলাম

Level 0

vai setup file ta to khuje pai na……
dl korar por j folder ta asche oita setup korte partesi na

    @rahan: এটি অনলাইন কনর্ভার্টার। তাই সেটাপের দরকার নেই। শুধুমাত্র লিংক দিয়েই পিডিএফ বানাতে পারবেন 🙂

এটা অনেক কাজের জিনিস দিলেন, ধন্যবাদ।

Level 0

ভাই, এর চেয়ে তো do-pdf অনেক সহজে কাজ করে

    @inferon: Do pdf এর কিছু বাগ আছে। তাছাড়া আমার টিউনের টুলটির কম্পিউটারে সেটাপ দিতে হয়না। এটি অনলাইন ভিত্তিক।

    আপনার যেটাতে সহজ মনে হয় আপনি সেটা দিয়েই pdf করতে পারেন। ধন্যবাদ

shahamath

Level 0

kamer jinish vai THAN xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ভাল একটা টিপস শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

thanx a lot saiful vai

thnxxx………….

Level 0

thank u vaia……..

টিপস শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।