ফরেক্স ইনডিকেটর পরিচিতি – মোমেনটাম ইনডিকেটর

আমরা ফরেক্সে বিভিন্ন ধরনের ইনদিকেটর ব্যবহার করি মার্কেটের অবস্থা নির্ণয় করতে।এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মোমেনটাম ইনডিকেটর।

মোমেনটাম ইনডিকেটরঃ

1. Aroon or aroon oscillator

2.rsi

3.cci

4.Accumulation swing index(ASI)

5.Stochastic .

এইগুলো গুরুত্বপূর্ণ মোমেনটাম ইনডিকেটর।

Commodity Channel Index (CCI):

 

Cci ইনডিকেটর ফরেক্স ট্রেডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় একটি ইনডিকেটর।ট্রেডাররা ট্রেড করার সময় একবার হলেও এই ইনডিকেটরের দিকে নজর দেয়। বিভিন্ন ধরনের Cci ইনডিকেটর আছে।Cci নিয়ে অনেক ট্রেডিং সিস্টেম আছে এবং সেগুলো অনেক সহজ।

CCI বেসিকঃ

Cci তৈরি করেছেন Donald Lambert। এই ইনডিকেটর তৈরি করা হয়েছে মার্কেটের বুলিস এবং বেরিস অবস্থা বোঝার জন্য। একই সাথে মার্কেটের শক্তিশালী এবং দুর্বল অবস্থান বের করতেও এই ইনডিকেটর ব্যবহার করা হচ্ছে। Cci তে +/-২০০ সিঙ্গেল লাইন থাকে।

Cci দিয়ে বিভিন্নভাবে ট্রেড করা যায়। লেখকের মতে, Cci যখন +/-১০০ লেভেল পৌছবে তখন বাই বা সেল এন্ট্রি নিতে হবে। যখন Cci +১০০ উপরে উঠতে থাকবে তখন শক্তিশালী uptrend নিশ্চিত হওয়া যাবে। এরপর ট্রেডাররা বাই পসিশন খুলতে ।

পারেন। Cci লেভেল যতক্ষণ ১০০ লেভেলের উপর থাকবে ততক্ষণ ট্রেড ওপেন রাখতে হবে। Cci লেভেল যখন ১০০ লেভেলের নিচে নামতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে।

একইভাবে Cci লেভেল যখন -১০০ লেভেলের নিচে থাকবে তখন সেল দিতে হবে । Cci লেভেল যখন -১০০ লেভেল ক্রস করে উপরে উঠতে থাকবে তখন ট্রেড বন্ধ করে দিতে হবে।

 CCI and its Zero line

CCI  দিয়ে ট্রেড করার আরেকটি পদ্ধতি হল জিরো লাইন । এটা খুবই এগ্রেসিভ ট্রেডিং পদ্ধতি।

যখন CCI লেভেল ০ ক্রস করবে তখন ধরে নিতে হবে এখন বাই দেয়া যাবে কারন মার্কেট আপট্রেনড হউয়ার সম্ভাবনা আছে।

যখন CCI  লেভেল ০ ক্রস করে নিচে নামবে তখন সেল নিতে হবে কারন তখন মার্কেট downtrend হওয়ার সম্ভাবনা বেশী।

সংক্ষেপে

জিরো উপরে- বাই অঞ্চল

জিরো নিচে – সেল অঞ্চল

 

 CCI overbought & oversold zones

 

CCI লেভেলের ভিত্তিতে আমরা এই ইনডিকেটর কে তিন ভাগে ভাগ করে ট্রেড করতে পারি।

১। ইতিমধ্যে বলেছি, জিরো উপরে বুলিস এবং জিরো নিচে বেরিস।

২। CCI লেভেল +১০০ উপরে থাকলে ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে ওভারসেল এলাকা।

ওভারবাই এলাকায় রেট ঢুকলে বুঝতে এবং ওভারসেল এলাকায় ঢুকলে বুঝতে হবে ।ওভারবাই এলাকায় ঢুকলে বাই দিতে হবে এবং ওভারসেল এলাকায় ঢুকলে সেল দিতে হবে। মার্কেট বার রিভার্সের সাথে সাথে ট্রেড বন্ধ করে দিতে হবে।

৩। CCI লেভেল +২০০ উপরে থাকলে অতিরিক্ত ওভারবাই এলাকা এবং লেভেল -১০০ নিচে থাকলে অতিরিক্ত ওভারসেল এলাকা।

 

 CCI দিয়ে কিভাবে ট্রেড করবেনঃ

 

উপরে CCI বিভিন্ন লেভেলে মার্কেটের কি অবস্থা নির্দেশ করে তা বলেছি।এখন কিভাবে ট্রেড এন্ট্রি করব এবং কখন ট্রেড বন্ধ করব তা বলছি।

 

 

১। CCI এখন ওভারবাই অঞ্ছলে বা +১০০ লেভেলের উপরে আছে এবং মোমেনটাম এই এলাকায় প্রবেশ করেছে তাহলে বুঝতে হবে মার্কেট uptrend এবং এখন বাই দিতে হবে।

২।CCI লেভেল এখন +২০০ লেভেল ক্রস করেছে  তখন বুঝতে হবে মার্কেট যে কোন সময় রিভার্স করতে পারে ।সেক্ষেত্রে দ্রুত ট্রেড বন্ধ করা যেতে পারে বা স্টপ লস ব্যবহার করা যেতে পারে।

৩। CCI এবং মোমেনটাম +২০০ লেভেল ক্রস নিচে নেমেছে তখন সব বাই ট্রেড বন্ধ করে দিতে হবে  এবং সেল সিগনালের জন্য অপেক্ষা করতে হবে।এই সময় যদি মোমেনটাম +২০০ লেভেলের উপরে থাকে তবে ট্রেড ধরে রাখতে হবে যতক্ষণ না মোমেনটাম +২০০ লেভেল ক্রস করে নিচে নামছে। অনেক সময় মনে হবে মার্কেট রিভার্স করছে কিন্তু কিছুক্ষণ পরে মার্কেট আবার আগের অবস্থায় ফিরে যাবে।

৪।সকল বাই অবস্থান বন্ধ করার পর সেল এন্ট্রি নেয়া যাবে।

৫।  CCI  জিরো লাইন ক্রস করেছে ।সুতরাং এখন আরেকটা সেল এন্ট্রি নিতে হবে।

৬। রেট এখন ওভারসেল এলাকায় আছে এবং downtrend শক্তিশালী ।সুতরাং এখন সেল এন্ট্রি নিতে হবে।

এভাবে বিভিন্নভাবে  cci দিয়ে ট্রেড এন্ট্রি দেয়া যায়।

Level 0

আমি bijoym48। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই চালিয়ে যান।খুব কাজের কথা।আর ভালো যদি পারেন ভালো indicator এর লিঙ্ক দিয়েন।আপনার শুভ কামনা রইল।