ওরাকল ডেটাবেস টিউটোরিয়াল [পর্ব-০২] :: Oracle 10g Installation অব্শ্যই সহজে

বিসমিল্লাহ হির রাহমানির রাহিম,

আজকে আমি আপনাদের সামনে Oracle 10g Installation প্রক্রিয়া নিয়ে উপস্তিত হয়েছি। এই tune অবশ্যই নতুনদের জন্য। আমি জানি techtunes.io তে অনেক গুণীজন আছেন, তাদের প্রতি সম্মান  প্রদর্শন করে শুরু করছি।

Oracle  open source software. আপনারা যারা setup করতে চান তারা collect করে নিবেন। link টা দিলাম না।

  • প্রথমে যে drive এ আছে সেখানে গিয়ে // নিচের Image এ দেখুন।

first_image

  • এরপর অপেক্ষা করুন  নিচের select installation method screen পাবেন সেখানে  advanced installation select করতে হবে।


second_image

Next এ click করতে হবে।

  • Next screen হচ্ছে  Select Installation Type  সেখানে  Enterprise Edition select করে Next এ click করতে হবে।   বিঃ দ্রঃ এই screen গুলো আপনার সামনে আসবে কিন্তু আমি উল্লেখ করিনি।
  • পরবর্তী screen হচ্ছে Specify Home Details সেখানে Next এ click করতে হবে।

বিঃ দ্রঃ এই screen গুলো আপনার সামনে আসবে কিন্তু আমি উল্লেখ করিনি।

  • পরবর্তী screen হচ্ছে

third_image

Next এ click করতে হবে।

  • পরবর্তী screen হচ্ছে Select Configuration Option:  Next এ click করতে হবে

বিঃ দ্রঃ এই screen গুলো আপনার সামনে আসবে কিন্তু আমি উল্লেখ করিনি।

  • পরবর্তী screen হচ্ছে Select Database Configuration:  Next এ click করতে হবে

বিঃ দ্রঃ এই screen গুলো আপনার সামনে আসবে কিন্তু আমি উল্লেখ করিনি।

  • পরবর্তী screen হচ্ছে

fourch_image

create database with sample schemas  select করুন।

  • পরবর্তী screen হচ্ছে Select Database Management Option

Next এ click

বিঃ দ্রঃ এই screen গুলো আপনার সামনে আসবে কিন্তু আমি উল্লেখ করিনি।

  • পরবর্তী screen হচ্ছে Specify Database Storage Option

Next এ click

  • পরবর্তী screen হচ্ছে Specify Backup and Recovery Option

Next এ click

  • পরবর্তী screen হচ্ছে

fifth_image


  • পরবর্তী screen হচ্ছে

sixth_image

press Install

  • পরবর্তী screen হচ্ছে Install এবং আপনা আপনি  Next screen আসবে

severth_image

  • এই screen থাকা আবাস্তাই Next screen আসবে

eighth_image

  • তারপর নিচের screen আসবে

ninth_image

  • click করলে নিচের screen আসবে যেখানে SYSTEM নামে user এর password setup করতে হবে। যিনি হচ্ছেন Database Administrator এবং নিচের মত setup করুন।

tenth_image

then OK press করুন

  • Next screen হচ্ছে End of Installtion  then Exit এ click করুন Confirmation চাইবে OK করুন।

Desktop এ Shortcut তৈরি হবে Double click করলে সেখানে user name: hr  password: hr দিয়ে enter

ব্যাস Oracle Database আপনার জন্য তৈরি।  পরবর্তীতে আল্লাহ্‌ চাহেত  SQL নিয়ে হাজির হব। আমরা HR user নিয়ে কাজ করব।

আজকে এ পর্যন্তই। আপনাদের অনেক কষ্ট দিলাম।

আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি আমিমুল ইহসান শাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ওরাকলের প্রতি আমার দারুন আগ্রহ। আপনার ক্লাসে ভর্তি হলাম। প্লিস পরবর্তি পর্বগুলো কন্টিনিউ করুন।

ধন্যবাদ আপ্নাকে।ইচ্ছা আছে continue করার।

সবার আমি ছাত্র 😉

Level 0

অনেক ভালো টিউন। আপনার সাথে থাকবো, চালিয়ে জান। inux এর জন্য কিভাবে install করবো ?

Level 0

vi ami o oracle ar student, khub valo laglo apner tunes dakhe ami o apner class a admission nilam,
continue korle khub khushi hobo

thanks again for all

ধন্যবাদ আপনাকে। চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।

ধন্যবাদ আপনাকে। চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। Category তে Database থাকা দরকার।

আমি Oracle 8i & Developer 6 শিখেছিলাম সেই ২০০১ এ। তারপর আর অগ্রসর হতে পারিনি। এটার প্রতি দুর্বলতা আমার প্রথম থেকেই ছিল। অনেক চেষ্টা করেছি Practice টা continue করার জন্য, একা একা আর কত, অবশেষে ছেড়েই দিলাম। এটার জন্যই মূলত:PC কেনা। ঐসময় কারো সাহায্য পেলে আজ যে বাজে (আল্লাহ্‌ মাফ করুন)অবস্থায় আছি সেটা হয়তো ভিন্ন রুপ হতে পারতো। যাক সে আফসোসের কথা, Oracle নিয়ে আপনার লেখা দেখে স্বভাবতই খুব উত্তেজনা অনুভব করলাম। তাই একছত্র লেখার লোভ সামলাতে পারলাম না।

আপনি ভাল থাকুন, লেখা চালিয়ে যান, অনেকেই এতে উপকৃত হবে -তাতে সন্দেহ নাই।
আমি অসুস্থ্য, সহসাই Operation করাতে হবে। আমার জন্য সকলের দোয়া প্রার্থনা করছি।

আপনাকে অনেক ধন্যবাদ।

    @কবির: আপনার অপারেশন সফল হোক,আল্লাহ আপনার সহায় হন।

    টিউনারকে ধন্নবাদ,চালিয়ে যান।আমি কখনও এটা সশিখলে আমারও কাজে লাগবে। 😀

কবির ভাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, আল্লাহ্‌ তায়ালা আপনাকে সুস্হতার নিয়ামত দান করুন।
আমার contunue করার ইচ্ছা আছে। আপনি এখনও চেষ্টা করতে পারেন, কারণ Oracle Develper’র চাহিদা যে হারে বাডতেছে এটা ……

@ আমিমুল ইহসান শাকিব : ধন্যবাদ শাকিব ভাই।
আপাতত Spine এর Operation নিয়ে চিন্তায় আছি।
আপনার সাথে আছি 🙂

Level 2

If anybody have Oracle 10g, please give me link in my email- [email protected]

Level New

আমি sql server পারি। oracle এর সাথে sql server এর main difference তা কি বলতে পারেন? আর আমার জন্য কি oracle শিখে রাখা সহজ হবে?