Photoshop এর মাধ্যমে দিন Papercraft Text Effect।

আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে Photoshop এর মাধ্যমে Papercraft Text Effect দাওয়া যায়।

১. Photoshop ওপেন করে File>New

নিচের মত new white background তৈরি করুন ।

২.♦ Select the Gradient tool  ♦ Gradient  tool select করুন Gradient tool  settings ওপেন করুন।

৩.নিচের ছবির মত new > location গুলা ঠিক মত দিন  এবং  new Gradient tool টির একটি নাম দিন

৪. এখন যে Gradient tool  টা তৈরি করেছেন,সেটি select করুন, ANGLE  GRADIENT  select  করুন ।

৫. এবার যে new blank background তৈরি করেছিলেন সেখানে নিচের ছবির মত 1-2 পর্যন্ত mouse দিয়ে টেনে দিন ।

ছবিটি এবার এরকম হবে।

Text তৈরিঃ

৬. প্রথমে এই লিঙ্ক থেকে Disco Deck font ডাউনলোড করে নিন।

৭. এরপর  Text tool select করুন , font size 150px এ set করুন ,letter C type করুন


৮. CTRL+ENTER চেপে C text টাকে release করুন ।এভাবে R,A,F,T এই টেক্সট গুলা একই ভাবে লিখুন এবং CTRL+ENTER চেপে release করুন। Layer option এ দেখবেন ৫ টি layer তৈরি হয়েছে ।

৪.এখন Move tool সিলেক্ট করে আমরা text গুলাকে একসাথে নিয়ে আসব ।Auto Select চেক করে নিন।C R A F T Text টি একসাথে নিয়ে আসুন।

৯. এবার layer settings করব । Layer option থেকে C layer টি select করুন , এবার GRADIENT OVERLAY থেকে Layer Effects popup menu select করুন ।

১০. নিচের ছবির মত এক এক করে হুবুহু option গুলা দিন । কিন্তু সব না দাওয়া পর্যন্ত OK দিবেন না ।

১১. এবার STYLE option এ select করে New Style এ select করে একটি নাম দিন ।

১২. প্রত্যেক Layer এ এটি দিতে ঐ Layer টি select করে STYLE থেকে আপনার তৈরি new style টি দিন।

এখন ছবিটি দেখতে এরকম হবে ।

এভাবে  effect তৈরি করতে  পারবেন। এখন চাইলে আপনি effect টাকে আরও সুন্দর করতে পারেন ।

১৩.যেকোন একটি Layer এ select করুন(আমি R layer টিতে select করলাম) ,Gradient Overlay ওপেন করুন।

১৪.প্রথমে Angle -90 দিন ছবিটি একরকম হবে। আবার Angle +90 দিলে আরেক রকম হবে।

এভাবে আপনার effect টিকে অনেক ভাবে পরিবর্তন করতে পারবেন।

Effect তৈরি করা শেষ ।

১৫.এই effect এ color দিতে চাইলে, যেকোনো Layer এ select করুন, Solid color থেকে Color #FFA200  দিন ।

 

১৬.এরপর Layer Palette থেকে Soft Light select করুন

এবার আপনার তৈরি Effect টি দেখতে এরকম হবে

এভাবে আপনি বিভিন্ন Font / Color ব্যাবহার করে Effect তৈরি করতে পারেন ।

আমার তৈরি Effect টি নিচে দিলাম

কেমন হয়েছে/ কোন ভুল থাকলে  Comment এ জানাবেন। ধন্যবাদ।

Facebook এ আমি : Emran Imam

Level New

আমি এমরান ইমাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Jottil

Emran ভাই আপনি একটি জটিল টিউন করেছেন যা নতুনদের জন্য বুঝতে অনেক সহজ হবে। আমি আশা রাখি আপনি নতুনদের জন্য এরকম ফটোশপ এর উপর টিউন করবেন। আপনার ভবিষ্যৎ উজ্জল হউক।

ধন্যবাদ।

Level 0

vai ata ki apner nijer toiri kora effect?

    Level New

    @towhid: হ্যা । এটা আমার নিজের তৈরি করা effect

      Level 0

      @Emran: hmm..valo..
      na..mane ami thik ai rokom e akta tutorial onno jaygay dekcilam..
      mone hoy oi beydob lok ta apner tutorial ta copy korce..

      http://www.photoshoproadmap.com/Photoshop-blog/2008/10/31/papercraft-text-effect/

      ai rokom lokder ki kora jay bolen to..

        @towhid: হা হা হা……… মজা পাইলাম। টিউনটা ভালই ছিল বাট সত্যি কথাটা বললেই হত।

        Level New

        @towhid: আমি এখান থেকেই Tutorial টা বানাইছি……

          @Emran: “হ্যা । এটা আমার নিজের তৈরি করা effect”
          মানে এই ইফেক্টটা আপনার ক্রিয়েট করা (আপনি বলেছেন) । বাট এটা কি সত্যি?? আর তৌহিদ ভাই এর লিঙ্কটা??

        @towhid: ভাই লুলায়িত মজা পেলাম আপনার জন্য।আপনারে পিলাচ++++ 😛

Level 0

অসাধারণ