ভালোবাসা পরিমাপের একটি সফটওয়্যার মাএ ১.১৭ মেগাবাইট :: এক্ষুনি নামান!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

“তুমি কখনও জানবে না আমি তোমায় কতোটা ভালোবাসী!!!” এই টাইপের ডায়ালোগ যারা দিয়ে চলছেন কিংবা কারও কাছ থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে তাদের জন্য এই টিউনটি দিলাম।

প্রেমিকা :ভালোবাসা কি মাপা যায়?

প্রেমিক: হ্যাঁ যায় তো?

প্রেমিকা: কিভাবে?

প্রেমিক: লাভ ক্যালকুলেটর দিয়ে!!! তুমি শুধু তোমার নামের সঠিক বানানটি বলো আমি মেপে দিচ্ছি!!!!

আসলে এই সফটওয়্যারটা থাকলে এরকম কথোপকথন চলা সম্ভব। তাহলে আর দেরি কেনো ঝটপট নিয়ে নিন “লাভ ক্যালকুলেটর”

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড (Download) এ ক্লিক করুন।

 

 

 

 

ডাউলোডকৃত ফাইলটিতে ডাবল ক্লিক করুন।

 

নেক্সট Next এ ক্লিক করুন।

 

I accept the terms in the license agreement সিলেক্ট করে নেক্সট (Next>) এ ক্লিক করুন।

 

আবারও Next> ক্লিক করুন।

 

Install এ ক্লিক করুন।

 

ইন্সস্টল হচ্ছে। একটু ধৈয্য ধরুন।

 

ফিনিস (Finish) ক্লিক করে ইন্সস্টল শেষ করুন।

 

Enter your Name এর টেক্সট বক্সে নিজের নাম এবং Other person's name এর টেক্সট বক্সে অপরজনের নাম লিখে Love Calculator এ ক্লিক করুলে Love Score এর ঘরে ভালোবাসার পারসেন্টিজ দেখাবে। যেমন আমার আর টেকটিউনস এর মধ্য বন্ধুত্ব ৪৮.৫% দেখাচ্ছে।

 

Your relationship থেকে সঠিক সর্ম্পকটি বেছে নেয়ার সুযোগ আছে। এখানে আমার আর টেকটিউনসের মধ্যে ভালোবাসা ৪২% দেখাচ্ছে।

 

ভালবাসার কোনো রসায়ন অনেক কঠিন। শুধুমাত্র নিজেই অনুভব করা যায় ভালবাসা কি জিনিস!!!

“ভালবাসার অনুভবে

দু’চোখ ভরে স্বপ্ন রবে,

আর তো কিছুই চাই না

তবু প্রেমের তো শেষ হবে না...........”

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন গুলো খুব গোছানো। আগে কোথায় ছিলে এত দিন?

    @আব্দুর রব: যিনি আজ কম্পিউটার নতুন ধরেছে কিংবা কম এক্সপার্ট তাদের কথা মাথায় রেখে টিউন করি। যাতে সবাই বুঝতে পারে। আমি যদি সবাইকে আপনার মতো এক্সপার্ট ভাবা শুধু করি সেটা হবে আমার ভুল ধারনা। টিউন করতে সামান্য সময় বেশি লাগে আর কি। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।

সেই রকম টিউন হইছে ভাই জান । আমায় ফোনেও এই রকম একটা লাভ ক্যালকুলেটার আছে । এখন PC তেও একটা থাকবে ।

Level 0

ভালবাসা software দিয়ে মাপা যায় না

Level 0

Jani na

ভাই key চায় কি করবো?ইন্সটল করা টা দেখনো কি জরুরি ছিল?শুধু শুধু টিউন টি বড় করছেন কিন্তু কাজের জিনিস টাই দেন নাই।আর সেটা হল key.দয়া করে key টা দিয়ে দিবেন।
টিউন টি ভালো হয়েছে।

    @ranim-mahfuz: আপনার গঠনমুলক সমালোচনার জন্য অশেষ কৃতজ্ঞতা। তবে আমি টিউন দেয়ার সময় সব টেকটিউনস কমিউনিটির সবার কথা চিন্তা করি। সবাইতো আর আপনার মতো এত এত এক্সপার্ট না।

Level 0

apni jesob tune koren valo lage na.valo tune koren.TT te love korar jonno asi nai.

    @deamon: আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনার অবশ্যই ভালোভাবে জানার কথা বাংলাদেশে কম্পিউটার কিনে কত কর্মঘন্টা গেইম খেলতে খেলতে নস্ট হয়। তার চেয়ে এসব ভালো। চেষ্টা করুন। একসময় আপনিও এর চেয়ে হাজারগুন ভালো সফটওয়্যার বানাতে পারবেন তখন আপনার বানানো সফওয়্যার দিয়ে টিউন করে দেবো।

Level 0

ranim-mahfuz vai মোঃ আসিফ- উদ-দৌলাহ্ tunegulo je kortese agolo to valo tune na.agulo korar theke na kora valo

Level 0

ki neye tune korbo