এ্যানিমেল ফান হাউজ :: অসাধারণ নয় তবে কাজের জিনিস :: সংগ্রহে রাখুন।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজ যে টিউনটি দিচ্ছি তা আহামরি কোনো কিছু না। তারপরও আমি বলবো এই সফটওয়্যারটি কাজের। যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার তাদের অনেক অনেক ছবির দরকার হয়। আর কথায় আছে দরকারের সময় সঠিক জিনিস খুঁজে পাওয়া যায় না। একটি ছবি কোনো একটি বিষয়কে প্রাণ দিতে পারে। আর্টিস্টিক ছবি ব্যবহার করা ভালো। এই সফটওয়্যারটির মধ্যে হাজার খানেক প্রাণীর ছবি আছে। সংগ্রহে রাখতে পারেন। কাজে লাগবে।

এখন বাচ্চাদের ছবি আঁকা বাধ্যতা মূলক। বাচ্চাদের স্কুলে একজন ডইং টিচার থাকেন। অনেক ড্রইং টিচার বাসায় বসে ছবি আঁকা শিখায়। বাচ্চারা বেশ আনন্দের সাথে ছবি আঁকে। ভাল না হলে টিচার বকাবকি করেন। এ্যানিমেল ফান হাউজ সফটওয়্যারটি টিচার স্টুডেন্ট দু’জনার জন্যই জরুরি।

হুমায়ূন আহমেদের কোনো একটা বইয়ের একটা ডায়ালোগের কথা মনে পড়ে গেল। ডায়ালোগটা এরকম।

“যে চেনে না তার জন্য আমি কিছু না, যে চেনে তার জন্য আমি অনেক কিছু”

এ্যানিমেল ফান হাউজ সফটওয়্যারটির বেলায় এই কথা প্রযোজ্য। আমি ইদানিং ছবির উপর যে টিউনগুলো দিচ্ছি তার বিশেষ একটা উদ্দ্যেশ্য আছে। ক’দিন যাক তখন বুঝতে পারবেন কেন দিচ্ছি। মানে হল একটি পরবর্তিতে এই গুলো দরকার হবে। সময় করে উঠতে পারলেই সেই স্পেশাল টিউনটি আপনাদের মাঝে ছেড়ে দেবো।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ডাউনলোড এ ক্লি করুন।

Setup.exe ক্লিক করে Install করা শুরু করুন।

সেট আপ শুরু হলো। OK দিন।

 

কম্পিউটার লোগোটির উপর ক্লিক করুন।

Continue ক্লিক করুন।

ইন্সস্টল হচ্ছে।

ইন্সস্টল শেষ OK দিন।

     

এ্যানিমেল ফান হাউজ-৫ ওপেন করুন।

এই হল এ্যনিমেল ফান হাউজ সফটওয়্যারটির চেহারা। এখানে বিভিন্ন টাইপের ছবি দেয়া আছে যেটি দরকার তার উপর মাউসের ডাবল ক্লিক করুলে ঐ টাইপের অনেকগুলো ছবি উপরে দেখাবে।

১. এখান থেকে ক্লিপ আর্টটি কপি করুন।

২. "+" ক্লিক করে বড় আকারে ছবিটি দেখুন।

যারা বিভিন্ন প্রাণীর স্কেচ করতে চান তাদের জন্য এ্যনিমেল ফান হাউজ কাজে লাগবে।

 

এক টিচার আর স্টুডেন্ট এর কথোপকথন :

স্টুডেন্ট : স্যার ঘাস খেলে চোখের জুতি বাড়ে।

টিচার : কেনো?

স্টুডেন্ট : গরু ছাগলকে তো কোনদিন চশমা পরতে দেখিনি।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন হয়েছে । ধন্যবাদ ।

দারুণ জিনিস। 🙂 পান কই এইগুলা? 😀

    @নিওফাইটের রাজ্যে: আমার একটা ফুলের ডালা আছে। তাতে নানান রকম ফুল গোলাপ, শিমুল, টগর, শিউলি। আরও কতো কি। সেখান থেকে একটা একটা দিচ্ছি। একদিন দেখবেন ওখান থেকে একটা সুর্যমূখী আপনাকে দিয়ে দেবো।

স্ক্রিনশটগুলো দেখে ভাল লাগছে।সুন্দর একটা সফট শেয়ার এর জন্য আপনাকে শুভেচ্ছা।

ভাল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

দারুণ জিনিস। 🙂

Level 0

full version nai vai ?? amer full version dorker 🙁 fulll version den plzz 🙁

Thanks.

Level 0

thanks ami trial version likha dekhe jigges korecilam 🙂