সহজ ভাবে বাংলা লেখা শিখুন :: পর্ব-২

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

প্রথম পর্বের কাজ গুলো কি শেষ করেছেন? প্রথম পর্বের কাজ শেষ করার পর এই পর্বের কাজ শুরু করবেন।

প্রথম পর্ব দেখতে এখানে ক্লিক করুন।

আমি আবারও বলে নিচ্ছি এই টিউনটি অতি এক্সপার্টদের জন্য না। তবে তারা আমাকে উপদেশ ও আরও সহজ করা কিভাবে সম্ভব তা জানাতে পারেন। আমি আপনাদের কাছে বায়না ধরেছি একটু সময় দিন, দেখুন, বাংলা লেখা নিয়ে একটু খাটুন। দেখতে পাবেন দুই-চার দিনের মধ্যে আপনি সাবলিল ভাবে বাংলা লিখতে পারছেন।

দয়া করে কেউ প্রথমেই টাইপের গতি বাড়ানোর জন্য মরিয়া হয়ে যাবেন না। ফিংগারিংটা ঠিক করুন হোক না ধীর গতি। এখনকার এই ধীর গতিই একসময়ের দ্রুত গতির কারণ হবে।

নিশ্চই রেপিড টাইপিং ইন্সস্টল করে কাজ শুরু করে দিয়েছেন!!!

১. প্রাথমিক স্টেজে বেসিক দিয়েই শুরু করা ভালো। তাহলে একসাথে দুই আঙ্গুলের কোনো কাজ নেই।

২. শিফট কি সিলেক্ট করলে আপনাকে আপার কেস ও লোয়ার কেস দুটো দিয়েই কাজ করাবে।

৩. ডিজিট সিম্বল সিলেক্ট করলে উপরের লাইনের সংখ্যা/ সিম্বল সহ টাইপিং এ এক্সপার্ট বানানোর চেষ্টা করবে।

৪. নিউমেরিক প্যাড সিলেক্ট করলে কী-বোর্ডের ডান পাশে ক্যালকুলেটরের মত যে অংশ তাতেও আপনাকে পটু বানিয়ে ছাড়বে।

[রেপিড টাইপিং এ প্রাকটিস করার সময় সাউন্ড অন করে নিবেন ভুল করলে সাউন্ডের মাধ্যমেই বুঝতে পারবেন]

এখান থেকে কোন বর্গের ক্যারেকটার গুলো নিয়ে প্রাকটিস করতে চান তা ঠিক করে দিতে পারবেন।

এখানে আর আপনাকে আঙ্গুল দেখিয়ে সাহায্য করবে না। নিজের পছন্দ মতো নির্দিষ্ট কতগুলো কতগুলো কী নিয়ে প্রাকটিস চালিয়ে যেতে পারবেন। ফিংগারীং এ আবার উল্টোপাল্টা করে বসবেন না যেনো। রেপিড টাইপিং পুরো কী-বোর্ডকে আপনার আওতার মধ্যে নিয়ে আসবে।

_________________________________________________________________________________________

এবার বাংলা শুরু করা যাক। আমি আপনাদের বাংলা টাইপিং শিখানোর জন্য অভ্র ব্যবহার করতে চাচ্ছি।

আপনার কাছে অভ্র না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।

Download Now ক্লিক করে অভ্র ইন্সস্টল করে নিন।

আমি অভ্রর National (Jatiya) ব্যবহার করি। স্বভবতই  National (Jatiya) থেকেই শিখাবো।  National (Jatiya) লে-আউট সিলেক্ট করে নিন।

অভ্র National (Jatiya) এর লে-আউট। অবশ্য এর কোনো দরকার ছিলো না তারপরও দিয়ে দিলাম। শুধু আমার দেয়া হোমওয়ার্ক গুলো ফলো করুন। এমনিতেই পেরে যাবেন।

হোম ওয়ার্ক

মুখুস্ত রাখুন G মানে লিংক বা যুক্ত করা

H = া

Shift + H = অ

G + F = আ

D =ি

G + D = ই

Shift + D = ী

G + Shift + D = ঈ

S = ু

G + S = উ

Shift + S = ূ

G + Shift + S = ঊ

C =ে

G + C = এ

Shift + C =ৈ

G + Shift + C = ঐ

X =ো

G + X = ও

Shift + x=ৌ

G + Shift + x = ঔ

A =ৃ

G + A = ঋ

এখন Ms Word এ গিয়ে নিচের লাইনটি কমপক্ষে ১০০ বার লিখুন। একটু ধৈর্য ধরে লিখুন। প্রথম এটুকুই যতটা কষ্ট। যত বেশি লিখবেন ততো লজিকটি ক্লিয়ার হবে। এরপর পানির মত সহজ হয়ে যাবে।

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

 া  অ আ =ি  ই   ী = ু  উ = ূ  ঊ  =ে এ  =ৈ  ঐ =ো ও =ৌ  ঔ =ৃ 

এভাবে কমপক্ষে ১০০ বার। দ্রুত করার জন্য কোনো স্পেস দেয়ার দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব তৃতিয় পর্ব নিয়ে হাজির হবো।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের টাইপ এর গতি ঠিক আছে কিন্তু আপনার লেখার গতি ক্রমশ বেড়েই যাচ্ছে । অসংখ্য ধন্যবাদ আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ।মনে হই বেশী অপেক্ষা করতে হবে না ।

    @দেবাশীষ: এখন কি করা যায় বলুন তো। লেখার গতি ক্রমশ বেড়ে যাওয়া কি ভালো? আপনার জন্য শুভ কামনা!!!

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: ভাইযান, বলতেছি যে অভ্র’র ফোনেটিক এ লিখলে তো অনেক ভালো। যেমনঃ ami= আমি aponar= আপনার tune= টিউন (স্বাভাবিকে তূণে, কিন্তু অটো কারেক্ট এ নিজের মত করে নিলেই তো হয়ে যায়) ta= কে somorrthon= সমর্থন kori= করি।

        @Md. Mamunur Rashid Nahid: আপনার মতামতের জন্য ধন্যবাদ। ভাই আমি ফোনেটিক ভালো করেই জানি। যোবায়ের ভাই ও আপনার অনুরোধে আমি ফোনেটিক অবশ্যই দেবো। তবে আমি বাংলার জায়গায় বাংলা আর ইরেজীর জায়গায় ইরেজী রাখতে চাই। বাংলিশ আর এফ এম রেডিওর বাংলা ভাষায় আমি আজও অভ্যস্থ হতে পারি নি। আশাকরি নতুনদের কিভাবে সহযে টাইপ শিখানো যায় সে বিষয়ে পরামর্শ দিবেন। ধন্যবাদ!!!

অসাধারন হয়েছে ।

তব্দা খাইয়া গেলাম 😐 , চ্রম 🙂

Level 0

Ami To Bijoy Deye Khub Shundor Bangla Likhte Pari Aeta Convert Korar Kono Upay Nae ?…

Level 0

অনেক সুন্দর করে লিখেছেন। যারা বাংলা লিখতে পারে না, তাদের কাজে আসবে। তবে, আমি টাইপিং এর সময় অত কিছু মনে রাখতে পারি না, তাই, ফোনেটিকে লিখি 🙂

    @dolar: যখন কেউ সাইকেল চালাতে পারে তখন একবারের জন্যও প্যাডেলের দিকে তাকাতে হয় না। বাংলা টাইপিং যতটা না মনে রাখার ব্যাপার তার থেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ প্রাকটিসের। ধন্যবাদ!!!

Level 0

একমাত্র বিজ্ঞান সম্মত, বাংলা ভাষার কি বোর্ডের নাম হল ‘বর্ণণা’, অভ্র কি বোর্ডে তিন নম্বারে পাবেন।
এটা দিয়ে আরোও সহজে দ্রুত বাংলা লেখা যায়। মোটামুটি ইংরাজী টাইপ জানলেই হয়।

    @abdul: ধন্যবাদ!!! ভাই কোনটা অনেক বেশী ভালো আমি সেদিকে যেতে চাচ্ছি না। একটা আয়ত্ব করতে পারলে অন্যটি সহজ হবে। আমি চাই বাংলিশ বন্ধ করে বাংলা লিখুক। আপনি বলুন পৃথিবীতে এমন কোনো বাংলা লে-আউট আছে যা প্রাকটিস ব্যাতিত শেখা যায়। ধন্যবাদ!!!!

Level 0

tomol hoica boss amar onak kaja lagba .ami mona mona amon akta tutorial kojci
abaro thanx

    @ajkal: আপনাকে বিনীত ভাবে বলছি কয়েকটা দিন প্রাকটিস করুন দেখবেন বাংলা লেখা অনেক সহজ। ধন্যবাদ!!!!

সুন্দর টিউন

আমি অভ্র ফনেটিক্স দিয়ে টাইপ করি স্পীদ খুবই কম । টাইপ শিখতে মুঞ্চায় ! পারব তো ? কত দিন লাগবে মোটা মুটি মাঝারি স্পীড পেতে ?

    @অপু.পশ্চিমবাংলা: যত বেশী সময় দিবেন ততো বেশী পারবেন। আপনার জন্য শুভ কামনা!!!

    @অপু.পশ্চিমবাংলা: আমি একটা সফটওয়্যার বানিয়েছি বাট মনে হয়না আমার টা কাজে দিবে (অভ্র এর টিউটোরিয়াল) এখনও আমার ব্লগে (www.mdmamunur.blogspot.com) দিই নাই তবে , সফটওয়্যার টির স্যাম্পল ভার্শন তৈরী শেষ। কিছু দিনের মধ্যে আপলোড করে দিবো। ও হ্যা, আমার বানানো একটা ইন্টার্নেট ব্রাউজার আছে 3G স্পীড (Bugs= Active X controll এ সমস্যা) চেক করতে পারেন।

আবার ফাটিয়ে দিলেন ভাই……অনেক সুন্দর হয়েসে……প্রাকটিস কিন্তু শুরু করে দিয়েসি

আমার কাছে যেটা মনে হয় আলাদা একটা লে আউট মুখস্ত করতে হবে দেখে অনেকেই আগেই হাল ছেড়ে দিবে। তাই অভ্র ফোনেটিক যেটা আছে অর্থাৎ ইংলিশ থেকে বাংলা লিখা যায় যেটা দিয়ে সেটাই সব চেয়ে সহজে সবার কাছে গ্রহনযোগ্য হবে।

আমি নিজেই বিজয় কীবোর্ডের ঝামেলায় যাইনি কখনো। এত যুক্তাক্ষর মুখস্ত করার ধৈর্য নাই।
আশা করছি আপনি ফোনেটিক বিষয়েও বিস্তারিত লিখবেন।
ধন্যবাদ আপনার টিউনগুলোর জন্য। 🙂

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই: আপনার প্রস্তাবের প্রতি সম্মান রেখে বলছি। একটি ভাল জায়গায় কাঁচা নড়বড়ে ঘর বানানো ভালো নাকি একটু সময় বেশী লাগলেও মজবুত করে বানানো ভালো? দুএকটি ভাবে বাংলায় এমন কোনো যুক্ত অক্ষর নেই যা লজিক্যাল না। আমি আশা করবো আপনি আমার পাশে থাকবেন। এই টিউনগুলো আমার কাছে একটি চ্যালেঞ্জের মতো মনে হচ্ছে।
    ভালো কথা আপনার এই প্রফাইল পিকচারটি সুন্দর লাগছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বাংলা ভাষার প্রতি আপনার গভীর মমতাবোধ দেখে আপনাকে ভাষা সৈনিক বলে সন্ধেহ হচ্চে.

বাংলা ভাষার প্রতি আপনার গভীর মমতাবোধ দেখে আপনাকে ভাষা সৈনিক বলে সন্দেহ হচ্চে.

আসিফ সাহেব, যা শিখাচ্ছেন! মেন হয় খুব দ্রুত আপনার বস হয়ে যাব। হা হা হা…

Level 0

আমি ডাউনলোড ক্রলাম and আমি তা use করি। thank you. i can not write বাংলা। now i try to learn.