নিজেই তৈরি করুন সুন্দর একটি (ম্যাগ নেটিক পুতুল) খেলনা

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার গায়ে অনেক জ্বর। তারপরেও লিখছি।

আশা করি আপনাদের কাজে লাগবে। বিশেষ কোন কাজে না লাগলেও আপনার ছোট কোন ভাই বা বোন কে

এটা দিয়ে খুশি করতে পারেন।

কথা না বলে সরাসরি কাজের কথায় আসি। এটা একটি খেলনা। এটা আপনার হাতের কাছের জিনিস দিয়াই

বানাতে পারবেন। এটার জন্য লাগবে একটি পুতুল (কাগজের বা হালকা প্লাস্টিকের), একটি প্লাস্টিকের

বোতল, কাঁচি বা ব্লেড, সুঁই, তামার তার (৩০-৩৫ গজ), প্লাস্টিকের straw, পেপার পিন, একটি ছোট চুম্বক,

আর একটি পেন্সিল ব্যাটারি।টুলস

এবার নিচের ছবির মতো করে straw এবং চুম্বকটি লাগান 

এবার নিচের ছবির মতো করে বোতলে তার পেঁচান 

এবার চিত্রের মতো সুঁই দিয়ে বোতল ফুটো করে straw টি বতলের সাথে আটকান

এবার পেপার পিন দুটি ব্যাটারির দুই প্রান্তে সংযোগ দিন আর দেখুন মজা। 

ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার জন্য দয়া করবেন যাতে তাড়াতাড়ি

সুস্থ হতে পারি।

আজ আর নয়। অন্যদিন আবার হয়তো আসব অন্য কোন কিছু নিয়ে।

সবাইকে ধন্যবাদ। । ।

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মামু জটিল হইছে। আশাকরি আরও ভালো পোস্ট দিবা ভবিষ্যতে ।

ধন্যবাদ

Osthir 🙂