ফটোসপে মেঘ তৈরি করুন সহজেই

ফটোসপে শেঘ তৈরি করা খুবই সোজা। মাত্র কয়েকটি ধাপে আপনি ফটোসপে মেঘ তৈরি করতে পারেন। তো আসুন দেখি কিভাবে ফটোসপে মেঘ তৈরি করা যায়। প্রথমে ফটোসপ ওপেন করে একটি নতুন ডকুমেন্ট নিন। মাপ দিন ৫০০ * ৫০০ এবং রেজুলেশন ৭২।

কালার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড কালার #3E6CAA এবং ফরগ্রাউন্ড কালার কোডে #76B6F4. তে কালার দিন।

এরপর লেয়ারের Blending Options এ চিত্রের মত করে মান বসিয়ে ওকে করুন

তারপর নতুন লেয়ার তৈরি করুন এজন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। লেয়ারটির নাম দিন CloudBase। তারপর Filter > Render > Clouds এ যান এবং তারপর Filter > Render > Clouds যান তিন বার।

তারপর Image > Adjustments > Levels… এ যান অথবা কিবোর্ড থেকে Ctrl+L চাপুন। এবং চিত্রের মত করে মান বসান।

আপনার ইমেজ এমন হবে

তারপর আবার একটি নতুন লেয়ার তৈরি করুন। লেয়ারের নাম দিন Cloud3D। Filter > Stylize > Extrude এ যান। এবং এরপর চিত্রের মত করে মান বসান

এরপর যে দুইটি নতুন লেয়ার তৈরি করা হল CloudBase ও Cloud3Dতার ব্লেন্ডিং মুড চেইঞ্জ করে Screen করুন।

চেইঞ্জ করার আগে

চেইঞ্জ করার আগে

তারপর চিত্রের উপর Brush Tool ব্যবহার করুন। এর মাপ হবে চিত্রের মত

তারপর একটি নতুন লেয়ার তৈরি করুন নাম দিন Shadows। তারপর Select > Color Range এ যান। এবং চিত্রের মত করে মান বসান

তারপর একটি নতুন লেয়ার তৈরি করুন নাম দিন Shadows 2 এই লেয়ারে ব্রাশ টুল দিয়ে মেঘের শ্যাডো তৈরি করুন।

তারপর Filter > Blur > Gaussian Blur এ যান এবং মান বসান 6.5

সূত্র- আমার ব্লগে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগল……………

Level 0

অনেক মজার একটা পোষ্ট দিলেন ভাই ধণ্যবাদ।

Level 0

কয়েকটা স্ক্রীনশট দিলে ভালো হত!