গিট : অফলাইন রিপোজিটরি নিয়ে কাজ করা

অফলাইনে গিট রিপোজিটরি ব্যবহার করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন

. cd ব্যবহার করে আপনার রিপোজিটরিতে প্রবেশ করুন। ধরুন, আপনি যদি একটি routine management system তৈরি করতে চান এবং আপনার রিপোজিটরি ফোল্ডারের নাম যদি rms হয় তাহলে cd কমান্ড দিয়ে rms ডিরেক্টরিতে প্রবেশ করুন।

. এখন git init কমান্ড লিখুন। এতে করে আপনার রিপোজিটরিটি গিট ব্যবহারের উপযোগি হবে এবং .git নামে একটি লুকানো ফোল্ডার তৈরি হবে। আপনার রিপোজিটরিতে .git ফোল্ডারটি তৈরি না থাকলে আপনি গিটের কমান্ডগুলো কাজে লাগাতে পারবেন না।

. আপনার রিপোজিটরিটি এখন কাজের উপযুক্ত হয়েছে। আপনি এখন এতে যে কোন ধরনে ফাইল, ফোল্ডার তৈরি, সম্পাদনা ও মুছে ফেলতে পারবেন।

. আপনার রিপোজিটরি প্রত্যেকবার স্থিতিশীল(stable) অবস্থায় পৌছলে সেগুলো Staging Area তে পাঠাতে হবে। Staging area তে পাঠানোর মানে হচ্ছে আপনি যে যে ফাইলগুলোকে নিশ্চিতভাবে রিপোজিটরিতে অন্তর্ভুক্ত করবেন তার তালিকা তৈরি করা। সে জন্য আপনাকে git add কমান্ড ব্যবহার করতে হবে। যদি আপনি বর্তমান সবগুলো ফাইলকে Staging area তে সংযুক্ত করতে চান তবে আপনাকে git add * কমান্ড ব্যবহার করতে হবে। যদি একটি ফাইকে সংযুক্ত করতে চান তবে git add কমান্ডের পর ফাইলের নাম লিখতে হবে। ধরুন আপনি test.txt নামে একটি ফাইল তৈরি করেছেন যা আপনি Staging area তে পাঠাতে চান। তখন আপনার কমান্ড হবে  git add test.txt

. সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আপনার staging area তে সংযুক্ত করা ফাইলগুলোকে মূল রিপোজিটরির সাথে নিশ্চতভাবে সংযুক্ত করা। সে জন্য আপনাকে git commit কমান্ডটি ব্যবহার করতে হবে। আপনাকে প্রত্যেক commit এর সাথে একটি বার্তা সংযুক্ত করে দিতে হবে। তখন আপনার সম্পূর্ণ কমান্ডটি হবে-

git commit -a -m “Your Message”

Level 0

আমি braveCoder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Chalie jan nice tune…

আপনার গিট নিয়ে লিখার উদ্যোগ টা সত্যি অনেক প্রশংনিয়, কিন্তু আমি একটু হতাশ এই কারনে যে যারা নতুন……তারা কিভাবে শুরু করবে টা আপনি লিখেন্নি। আমার মনে হয় যারা অলরেডি অন্য ভার্সন কন্ট্রোল সিস্টেম ব্যাবহার করেছেন পোস্ট গুলো তাদের জন্যই লিখা?

    Level 0

    @Amit Mojumder: ধন্যবাদ, আপনার গঠনমূলক সমালোচনার জন্য। আসলে সবার জন্যই লিখতে চেয়েছিলাম। কিন্তু কিবোর্ড ফসকে বের হয়ে গেছে। দুঃখিত 🙁
    নতুন একটি টিউন করেছি- কিভাবে গিট ইন্সটল করতে হবে, কিভাবে কনফিগার করতে হবে।
    https://www.techtunes.io/internet/tune-id/178572
    আশা করি হতাশা কিছুটা হলেও কমাতে পারবো। এছাড়াও যদি কিছু জানার থাকে লিখুন, প্লিজ

      @braveCoder: অনেক ধন্যবাদ ভাই। খুব ভাল লাগল আপনার সাড়া পেয়ে। আমি দেখি ইন্সটল করব। যদি কোন প্রবলেম ফেস করি দেন আপনাকে জানাব।

      একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন আপনি কি ফ্রীলেন্স করেন নাকি জব? আপনার মেইল টা পেলে ভাল হত……কিছু জিনিস আলোচনা করা যেত। আমার মেইল [email protected]