আয় করুন ইবুক মার্কেটিং এর মধ্যমে।

ebook marketing

অনলাইনে আপনি বিভিন্ন ভাবে আয় করতে পারেন। ফ্রিল্যন্সি, এফেলিয়েট মার্কেটিং ইত্যাদি মাধ্যমে খুব ভালো আয় করা যায়। কিন্তু এফেলিয়েট মার্কেটিং গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে খুব ট্রাফিক সমৃধ্য নিজস্ব ওএবসাইট দরকার হয়।আজকে আমি এমন একটি টিপস শেয়ার করব যেটার মাধ্যমে আপনি খুব সহজে এবং অল্প পরিশ্রমে ভাল আয় করতে পারবেন। এর জন্য আপনার দরকার হবেনা নিজস্ব কোন ওএবসাইট। শুধু দরকার হবে নির্বাচিত বিষয়ের উপর ততটুকু দক্ষতা ও অভিজ্ঞতা, যতটুকু হলে অন্তত ৭ থেকে ১০ পৃষ্ঠার একটি ইবুক লিখে ফেলা যায়।

এক্ষেএে আপনি গুগলিং করে কিছু তথ্য সংগ্রহ করে এবং নিজের পূর্ব অভাজ্ঞতার সমন্বয়ে একটি ভালো মানের ইবুক লিখে ফেলতে পারেন।তবে কন্টেন্ট নির্বাচনের ক্ষেএে খেয়াল রাখবেন বিষয় টি যেন চাহিদা সম্পন্ন হয়।

ভাল কথা ইবুক তো লেখা হল, কিন্তু সুন্দর মানের একটি ইবুক কভার ছাড়া তো প্রফেশনাল ইবুক মার্কেটিং এর কথা চিন্তাই করা যায়না তাহলে এবার কি টাকা খরচ করা লাগবে ইবুক কভার এর জন্ন্য?

না! সম্পুর্ণ বিনামূল্যেই আপনি প্রফেশনাল মানের ইবুক কভার তৈরি করতে পারবেন। সম্পুর্ণ বিনামুল্যে এই সাইট থেকে আপনার ইবুক কভার টি তৈরি করে নিন। তো হয়ে গেল আমাদের ইবুক তৈরির কাজ।

এখন আমরা ইবুক কিভাবে ফ্রি বিপণন করতে পারি সে-দিকে যাব। তার আগে আমরা একটা ধারনা নিতে পারি একটি ইবুক যদি মোটামুটি জনপ্রিয় হয় তো কেমন পরিমান আয় করা সম্ভব তা দিয়ে।এই লিংক টায় ক্লিক করে নমুনা  দেখতে পারেন। এই লিংক টায় ক্লিক করে নমুনা সেলস থ্রেড দেখতে পারেন।

এরকম ভাবে বিভিন্ন ইন্টারনেট মার্কেটিং ফোরামে গিয়ে যেখানে বাই-সেলস ক্যটাগরি আছে সেখানে আপনি ও সেলস থ্রেড ওপেন করতে পারেন। গুগল কে জিজ্ঞেস করলে এইরকম অনেক ইন্টারনেট মার্কেটিং ফোরামের সন্ধান-ই সে আপনাকে দেবে। তারমধ্যে ওয়ারিয়র ফোরাম, ডিজিটাল পয়েন্ট ফোরাম, ইত্যদি অন্যতম। এইরকম আরো অনেক ফোরামই আপনি পাবেন, তবে ফোরাম নির্বাচন করার সময় খেয়াল রাখবেন যেন ফোরাম টি যথেষ্ট ট্রাফিক সমৃদ্ধ হয়। এছাড়াও ক্লিকব্যাংক ও অন্যন্ন সাইটেও আপনার ইবুক টি বিক্রয় করতে পারেনা

পোষ্ট টি এই ব্লগে পূর্বে প্রকাশিত ইংরেজীতে।

Level 2

আমি ভুমিহীন জমিদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিস্তারিত লিখলে উপক্রিত হব

ধন্যবাদ সবাইকে…….