c++ দিয়ে factorial calculator তৈরি । টিউটোরিয়াল

 

হেলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ?

c++ tutorial-এ আজ তোমাদের factorial calculator  দেখাব।

তো বন্ধুরা কথা না বাড়িয়ে চল শুরু করা জাক,

আমরা সবাই জানি  n! formula.

(n!) the mathematical হবে।

n! = n * (n-1) * (n-2) * (n-3) ... * 1

অতএব 5! (factorial of 5) হবে,

5! = 5 * 4 * 3 * 2 * 1 = 120

চল দেখা জাক  c++ use  করে factorial calculator  বানাই;

include <iostream>
using namespace std;
long factorial(long a)
{
     if (a>1)
     return ( a* factorial(a-1));
     else
     return(1);
     }
     int main ()

     {
          long number;
          cout<<" this is factorial calculator"<<endl;
          cout<<"\n\n\n";
          cout<<" please type a factorial number:";
          cin>> number;
          cout<<number<<"!="<<factorial(number)<<endl;
          system ("pause");
          return 0;
          }

এই code গুলো লিখে compile করলে দেখা যাবে
Please type a factorial number:
এর পর যেকোনো factorial number type করলে 
তার  answer চলে আসবে।
উদাহরণঃ
Please type a factorial  number: 9
9! = 362880
তবে এই fucntion ar limitation  আছে কারন আমি long ব্যবহার করেছি।
আমার এই fucntion 15! factorial বেশি compile করতে পারবেনা।
আশা করি তোমরা আমার এই পর্ব ভালো ভাবে বুজতে পেরেছ।
এর পরেও যদি কোন সমস্যা হয় আমাকে জানাবে।
ভালো লাগলে কমেন্ট করবে।
আজকে এপর্যন্তই ভাল থেকো সবাই।
আল্লাহ হাফিয।

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

A Program is a set of Instructions and a Programmer is that who develops the program .For creating a program a programmer must use a language called as the programming language So generally a programming language is used for creating the software’s.