পেনড্রাইভ দিয়েই দূর করুন যেকোন কম্পিউটারের ভাইরাস

কাজটা করার জন্য আপনার দরকার হবে যেকোন প্রফেশনাল এন্টিভাইরাসের রেস্কিউ ডিস্কের ISO . আমার কাছে প্রফেশনাল ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১০ আছে, তাই এটি দিয়ে প্রথমে ইন্টারনেট থেকে নামাই সর্বশেষ ভার্সনের ISO যার সাইজ বর্তমানে ১৩০ মে.বা. আর সাধারন ব্যবহারকারীরা ইন্টারনেট থেকে পুরানো ভার্সনের ISO ডাউনলোড করে দেখতে পারেন।আর চট্টগ্রামবাসীরা আমার সাথে যোগাযোগ করে নিজে এসে নিয়ে যেতে পারেন এই ISO

ত মূল টিউনে আসি,

আপনারা চাইলে অন্যান্য এন্টি ভাইরাস দিয়েও কাজটা করতে পারেন, আমি দেখাব ক্যাস্পারস্কাই দিয়ে

আপনার সংগ্রহ করা ক্যাস্পারস্কাই এর রেস্কিউ ISO টি যে নামেই থকুক না কেন তার নামকরন করুন Kav_rescue_2008

ডাউনলোড করুন সারডু , এটি নিয়ে আমি টিউন করেছিলাম।পারলে একবার চোখ বুলিয়ে নিন,

{যাদের ISO সংগ্রহ নাই তারা সারদু OPEN করে Kaspersky ‘Kav Rescue CD’ তে ক্লিক করার সাথে সাথে ডিফল্ট ব্রাউজার লিঙ্ক সহ ওপেন হবে ( তবে তা পাবেন পুরানো ভার্সনের) }

এবার রিনেম করা Kav_rescue_2008টি পেস্ট করুন আপনার ডাউনলোড ও এক্সট্রাক্ট করা ISO নামক ফোল্ডারে

এবার আগে ফরম্যাট করা পেনড্রাইভটি প্রবেশ করিয়ে সারদু বন্ধ করে পুনরায় চালু করুন এবং ক্লিক করুন Make bootable USB, এবার sardu আপনার ISO চেক করব। দেখবেন Kaspersky ‘Kav Rescue CD’ তে টিয়া কালার রঙ হয়েছে আর অন্যান্য গুলোতে হয়েছে লাল রঙের

কোন মেসেজ আসলে ওকে করুন এবং লোকেশন চাইলে পেনড্রাইভকে দেখিয়ে দিন, ব্যাস কিছুক্ষনের মধ্যে তৈরী হবে রেস্কিউ বুটেবল পেনড্রাইভ, এবার যেখানেই যান আপনার পকেটেই থাকল এটি এবং যেকোন কম্পিউটার পেনড্রাইভ থেকে বুট খুব কম সময়ে সম্পূর্ণ কম্পিউটার ভাইরাসমুক্ত করা যায়.

আমি সেদিন পেনড্রাইভ দিয়ে আমার বন্ধুর 80GB HDD ল্যাপ্টপের ভাইরাস দূর করলাম মাত্র ২০ মিনিটে,

এখন যেকোন কম্পিউটারের ভাইরাস দূর করা খুব সহজ

যারা নূতন তাদের জন্য এক্সট্রা হিসেবে নিচে কি করে রেস্কিউ ডিস্ক পেনড্রাইভ ব্যবহার করতে হয় তার একটা বিবরন দিলাম

প্রথমে বায়োসে গিয়ে 1st Boot Device এ USB বা পেনড্রাইভকে কে সিলেক্ট করে পেনড্রাইভ থেকে বুট করুন, দেখবেন  নিচের মত চিত্র আসছে

এবার Menu Antivirus তে সিলেক্ট করে এন্টার ক্লিক করুন ,এবার এন্টার দিন Boot from Kaspersky ‘Kav Rescue CD’ আরেকটা মেনু আসলে আবার এন্টার দিন, এবার কিছু সময় নিবে এবং ভাষা সিলেক্ট করতে বললে এন্টার চাপুন

দেখবেন কিছুক্ষনের মধ্যেই নিচের মত আসছে , এবার আপনার সব ড্রাইভ সিলেক্ট করে স্ক্যান এ ক্লিক করুন

কোন ভাইরাস পেলেই সাথে সাথে একটা মেসেজ আসবে যেটি ডিলিট করার কন্য বলবে, ডিলিট করার আগে মেসেজটির নিচে Apply this all perform এ সিলেক্ট করে দিয়ে ডিলেট এরপর থেকে সব ভাইরাস নিজে থেকেই ডিলিট করে ফেলবে

আর কোন সমস্যায় পড়লে জানাবেন, এই কাজটি সিডি থেকেও করা যায়, চট্টগ্রামের বন্ধুরা আমারসাথে ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজেই

আপডেটঃ

আপনারা অনেকেই ক্যাস্পারস্কাই এর রেস্কিউডিস্ক না পেয়ে হতাশা হয়েছেন তাদের জন্য অনেক খুঁজে শেষ পর্যন্ত একটা পেলাম যেটা দেখলাম আপডেট সহ আছে, মোট ১৩১ মে.বা. যেটা আপডেট আছে ২৯শে জানুয়ারী ২০১০ পর্যন্ত, আমি অবশ্য ডাউনলোড করে দেখিনি, আপনারা দেখেন ত কেমন কাজ করে,তবে আশাকরি কাজ করবে….

লিঙ্কগুলো হলঃ

Hotfile

http://hotfile.com/dl/26366264/67bce73/rescuecd_29.01.part1.rar.html
http://hotfile.com/dl/26366248/e4a83cd/rescuecd_29.01.part2.rar.html

Uploading

http://uploading.com/files/fc595528/rescuecd_29.01.part1.rar/
http://uploading.com/files/83m2749b/rescuecd_29.01.part2.rar/

সরকার যেমনি বাংলাদেশকে পোলিও মুক্ত করতে টিকা দিবস পালন তেমনি ভাইরাস মুক্তপিসি রাখার জন্য আমাদের উচিত ঐরকম কোন দিবস পালন করা , আর ঐ দিবসে এরকম পেন্ড্রাইভ রেস্কিউ ডিস্ক দিয়েই ভাইরাস সহজে দূর করা যায়

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি, কাজ করতে পারি কি না….

    Level 0

    আবশ্যই করবে , আমার সব টিউনই পরীক্ষিত……

Level 0

আজ গুগুলে বাংলায় নিজের নাম সার্চ করে খুব মজা পেলাম, সবার প্রথমেই আমার পরিচিতি, বাহ!!!
আর 4shared.com এ ইংরেজীতে আমার নাম সার্চ করে আপনারা পাবেন আমার মোবাইল নম্বর

Level 0

Latest Rescue Disk ta MF/HF/MU এ তিনটির যে কোনো একটি তে UPLOAD করে আমদের উপকার করুন…{PLZ}

কাজের পোষ।ট ভাল লাগল
http://www.amarcall.blogspot.com

    Level 0

    ধন্যবাদ _ভাই এটা কার ছবি, খুব চেনা চেনা মনে হচ্ছে…

    ইন্ডিয়ান নাইকা ভূমিকা চাওলা মনে হচ্ছে।

    Level 0

    তাই বুঝি !! আমার কিন্তু তার মত লাগছে না

Laptop,desktop tarporerta ki?

    Level 0

    তারপরেরটা একটা পুরানো ডস অপারেটিং সিস্টেম ভিত্তিক একটা খুবি পুরাতন কম্পিউটার, যেটা আমার আত্নীয় আমাকে দিয়েছে এটি কিভাবে চালানো যায় দেখতে, এটা আবার ১০০ ভোল্টের পাওয়ার সাপোর্ট করে, আমি কোন মতে টিউবলাইট এর পাওয়ার দিয়ে চেস্টা করেছি, দেখি কোন মতে চলছে তবে ভাষাটা চাইনিজ !!!!!

Level 2

ধন্যবাদ।
সুন্দর টিউন।

প্রথম দু’টো ছবির সাথে টিউনের কী সম্পর্ক বুঝলাম না।

    Level 0

    ধন্যবাদ আপনার কাছে সুন্দর লাগার জন্য,
    সম্পর্ক আমি ত ছবির উপরেই বলেছি,
    ১ম টা আমার বন্ধুর ল্যাপটপের ভাইরাস দূর করা দেখাচ্ছি।
    ২টা বলেছি খুব সহজেই ভাইরাস দূর করা যায়….
    কারো যদি খারাপ লাগে আমাকে বলেন , আমি মুছে দিব….Thanks

Dear brother’ I cant format my pen drive. Is there any body who can help me ??????? plz

Level 0

apnake oses donnobad, eto sundor ekta dorkari post korar jonne #sohel vai

https://www.techtunes.io/tuner/sohel