ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইস পরিচিতি (ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব:২)

ওয়্যারলেস নেটওয়ার্ক এডাপটার: (Wireless Network Adapter)

ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইস পরিচিতি
যে কম্পিউটার ওয়ারলেস নেটওয়ার্ক ব্যবহার করা হবে তাতে অবশ্যই ওয়ারলেস নেটওয়ার্ক এডাপটার থাকতে হবে। সাধারনত এটা PCI স্লটের কার্ড বা USB হতে পারে। নোটবুক কম্পিউটারে এটি পাতলা ক্রেডিট কার্ডের মতো চিপ থাকে।
Wireless network adapter -এ রেডিও ট্রান্সমিটার ও রিসিভার থাকে। তথ্য পাঠানো, গ্রহণ করা, অনুবাদ,ফরমেট পরিবর্তন ইত্যাদি সহ নানা বিধ ব্যবস্থাপনা করে।

ওয়্যারলেস একসেস পয়েন্ট (Wireless Access Point):


WLAN -এর কেন্দ্র হিসেবে কাজ করে। অনেক সময় -একে base station-ও বলে। এটি হালকা ও পাতলা LED সমৃদ্ধ বাক্স। আপনার যদি আগেই কোন Ethernet Network(ক্যাবল নেটওয়ার্ক) থেকে থাকে এবং তার সাথে ওয়্যারলেস নেটওয়ার্ক একত্রিত করতে চান তাহলেই একসেস পয়েন্ট দরকার। একাধিক ভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করার ক্ষেত্রে Wireless Router প্রয়োজন।

ওয়্যারলেস রাউটার (Wireless Router):


Wireless Router হচ্ছে বাড়তি কিছু সুবিধা সমৃদ্ধ Wireless Access Point. এর মাধ্যমে Internet Connection Sharing এবং Firewall -এর মাধ্যমে নিরাপত্তা জোরদার করা যায়।

ওয়্যারলেস এন্টেনা (Wireless Antennas ):

অনেক Access Point সমৃদ্ধ নেটওয়ার্কের কাজ সমাধান করার পর বুঝতে পারবেন কোথা এটি দরকার সিগনাল বুঝায়(Wireless Signal Boosters) ওয়্যারলেস একসেস পয়েন্ট বা রাউটারের তথ্যক প্রেরণ ও গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সিগনাল বুস্টার সংযুক্ত করা যায়। এন্টেনা ও সিগনাল বুস্টার একই সাথে ব্যবহার করা যায়।

ওয়্যারলেস নেটওয়ার্কিং ইনডেক্স

ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-১: প্রাথমিক ধারণা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৩:ওয়্যারলেস নেটওয়ার্কিং ডিভাইস পরিচিতি
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-২:ওয়্যারলেস রাউটার ছাড়াই এড হক নেটওয়ার্ক কনফিগার করা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৪: ওয়্যারলেস রাউটার বা একসেস পয়েন্ট দিয়ে নেটওয়ার্ক করা
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৫: ইন্টারনেট কানেকশন শেয়ারিং
ওয়্যারলেস নেটওয়ার্কিং পর্ব-৬: ওয়্যারলেস নেটওয়াকিং টিপস

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কি আমার উপর রাগ?

    না , মতামত দেয়ার সময় হয় না। সাইবার ক্যাফেতে নেট ইউজ করছি। অনেক লেখা মাথায় নিয়ে আছি…লিখতে পারছি না। টেকটিউনসেও পিছিয়ে আছি। আপনাকে শুভেচ্ছা..আপনার লেখাও তো কমে যাচ্ছে.. টাকার পেছনে ছুটতে ছুটতে লেখা লেখির সময় হয় না …

টিউটো ভাই চালাই যান ।আগামি পর্বের আশায় থাকলাম