CSS NINJA (A to Z) পর্বঃ১

CSS নিয়ে টেকটিউনস এ অনেক টিউন হয়েছে কিন্তু আজ আমি আপনাদের CSS বেসিক থেকে একদম এডভান্সড পর্যন্ত যা কিছু আছে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা  আমার সাথেই থাকবেন। আমি টেকটিউনস এর সাথে আছি ২০০৮ সাল থেকে কিন্তু কখনও পর্ব ভিত্তিক টিউন করা হয় নি তাই ভুল হউয়া স্বাভাবিক তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আর আমাকে সংশোধন করে দেয়ার জন্য। আজ আমি তেমন কিছু আলোচনা করব না আজ আমরা CSS এর বিস্তারিত জানব।

CSS এর পূর্ণ রুপ হল Cascading Style Sheets যার বাংলা অর্থ আমি পাইনি  😛 তবে আমরা জা জানি তাহলো কোন Web page কে সুন্দর করে উপস্থাপন করার জন্য CSS ব্যবহার

করা হয়। আসলে CSS কোন  language না । CSS মুলত markup language দ্বারা তৈরি কোন Document যেমন HTML,XHTML,XML,SVG,XUL এ Style (e.g., fonts, colors, spacing) করা হল এর কাজ। ১৯৯৪ সালে CERN এর বিজ্ঞানী Håkon Wium Lie and Bert Bos  ডকুমেন্টকে Styling এর CSS উদ্ভাবন করেন। আবিস্কারের পর থেকে CSS এর ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমানে আমারা CSS 3 ব্যাবহার করি যার মাধ্যমে আমরা Animation, Gradient, Transition, Transform , Box Shadow, Border radious, Opacity, ইত্যাদি সুযোগ সুবিধা পেয়ে থাকি। বর্তমানে Web Design করা CSS ছাড়া বলতে গেলে অসম্ভব। যার CSS জ্ঞান যত ভাল হবে সে তত ভাল ভাবে ওয়েব ডিজাইন করতে পারবে। তাই আমরা নিজেদেরকে বিশ্বমানের Web Designer হিসেবে গড়ে তুলতে হলে আগে CSS এর উপর ভাল দখল থাকতে হবে। চিন্তার কোন কারন নেই আশা করি আমি আপনাদের CSS এর প্রত্যেকটি বিষয় গুছিয়ে আলোচনার চেষ্টা করব যাতে  আপনারা সবাই নিজেদের CSS NINJA  হিসেবে পরিচয় দিতে পারেন। আর সবার কাছে সহযোগিতা এবং উৎসাহ একান্ত কাম্য।

Level 0

আমি রাজিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাথে আছি 🙂

Valo uddog. Follow korlam apna k.

চালিয়ে যান

অন্যদের মত মাঝখানে টিউন করা থামিয়ে দিবেন না। পুরাটাই শেষ করবেন আশা করি।

to be continue please

Level 0

সাথেই আছি……………

খুব ভালো লাগলো. ধন্যবাদ. ভালো web developer হতে হলে কতদিন সময় লাগতে পারে? বাজারে ৩-৪ মাসের যে
কোর্স গুলো আছে সে গুলো করলে কত টুকু শিকতে পারব? আমার ইচ্ছা odesk বা freelancer এ web developer হিসাবে কাজ করবো এ সব কোর্স করলে
কতটুকু সম্ভব. জানাবেন. ধন্যবাদ

Thank u. Chalie jan