বানিয়ে ফেলুন আপনার ছবি দিয়ে ভিডিও তাও আবার জটিল ভাবে ( জটিল দুটি সফট)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


১। PhotoStage Slideshow Producer এমন একটি সফট যা দিয়ে আপনি আপনার ছবিকে নিচে আমার মত ভিডিতে রূপান্তর করতে পারবেন ।

প্রথমে এখান থেকে PhotoStage Slideshow Producer ডাউনলোড করে নিন তারপর অন্যান্য সফট এর ন্যায় ইন্সটল করুণ।
তারপর চালু করুণ ।

এবার Insert Slides বাটনে ক্লিক করে আপনার ছবি নিয়ে নিন যে ছবি গুলো দিয়ে স্লাইড বানাতে চান।

এবার Zoome বাটনে ক্লিক করে নিচের কাজগুলো করে Ok ক্লিক করুণ।

আর কোন অডিও গান দিয়ে চাইলে Set Track ক্লিক করে একটি গান নিন।

এবার সবশেষ Builed Slideshow বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
আর দেখুন কেমন হয়েছে।

২। ছবিকে ভিডিতে রূপান্তর করতে আমার দেখা সুন্দর একটি সফট নাম তার Wedding Album Maker Gold এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় তা স্বপ্না আপা তার সুন্দর টিউনে বুঝিয়ে দিয়েছে।
তবুও আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়।

প্রথমে এখান থেকে ডাউনলোড করে Wedding Album Maker Gold সফটি চালু করুণ।

এবার Help মেনুতে ক্লিক করে Serial নাম্বার দিয়ে রেজিষ্ট্রশন করে নিন তারপর আপনার পছন্দের ছবি নিতে add বাটনে ক্লিক করুণ ।

এবার ছবির উপর Text বাটনে ক্লিক করুণ।

ইচ্ছামত লেখা লিখুন এবং ক্লিপ আর্ট, আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুণ ।

তারপর Done বাটনে ক্লিক করুণ ।
এবার Transition & Music Button বাটনে ক্লিক করে একটি গান নিন।

এবার chose a Menu বাটনে ক্লিক করে একটি মেনু নিন। সব শেষ Play বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে ঠিক থাকলে Burn Disc এ ক্লিক করে পছন্দের ফরম্যাট সিলেক্ট করে Create Now বাটনে ক্লিক করুন।

আর দেখুন কেমন হয়েছে ইমেজ দিয়ে আপনার ভিডিও টি।

বিঃদ্রঃ ভিডি এডিট নিয়ে আমি আপনাদের আরো কিছু টিউন দিব! (ইনশাআল্লাহ) সাথে থাকুন।

আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হোছাইন ভাই,

Software টা Windows vista or earlier windows এর জন্য ……… windows 7 or later এ কাজ করেনা…

তবে আমি Official site থেকে উইন্ডোজ ৭ এর জন্য download করে নিয়েছি। ধন্যবাদ ভাই । 🙂

    @নাঈম the handsome: ধন্যবাদ

      Level 0

      @হোছাইন আহম্মদ: ভাই Camtasia Studio 8 ব্যবহার করে থাকলে এটা নিয়ে বিস্তারিত একটা পোষ্ট দেন। অনেক কাজের একটা Software. যেটা দিয়ে Screen recording করা যায় এবং সেই ভিডিও টা ইচ্ছেমত Edit করা যায়। এমনকি অন্যান্য video edit করতে পারবেন।
      ধন্যবাদ আপনার সুন্দর পোষ্টের জন্য।

Level 0

Ata to vdo making na…Ata akta slideshow
Video R Slideshow er Difference Apna k bujhtey hobey Vaia…
Tune a Vdo Na likhey Slide show lekhen…Public Dhoka khabena..

ডাউনলোড ইরর দেখায়। দয়া করে সফটওয়্যার দুটোর ডাউনলোড লিংক ঠিক করে দিন। আমি অনেকদিন থেকে এ ধরনের সফট খুঁজতেছি। ধন্যবাদ কষ্ট করে শেয়ার করার জন্য।