খুব দ্রুত শিখে ফেলুন বাংলা এবং ইংরেজী টাইপিং মাত্র ৩টি সফট ব্যবহার করে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।


আমাকে কয়েকজন ছাত্র জিজ্ঞেস করে স্যার দ্রুত টাইপ শিখার কোন পদ্ধতি আছে, আমার টাইপিং স্পীড তেমন ভাল না, আর কিভাবে আমি আমার টাইপিং স্পীড বাড়াতে পারি, আমি তাদের ৩টি সফট দিলাম ১টি বাংলা টাইপিং মাস্টার অপর ২টি ইংরেজী টাইপিং মাস্টার আর নিয়ম টা শিখিয়ে দিলাম, কয়েক দিন টাইপ করল আর কিছুদিন পর বলল স্যার এত সুন্দর দুটি সফট দিলে আমার আগের থেকে অনেক টাইপিং স্পীড বেড়ে গেল। সবচেয়ে মজা হল এই টাইপিং শিখার সময় Alphabet Games আছে যেগুলো খেলে টাইপিং স্পীড অনেক গুণ বেড়ে যায়। তাহলে আর দেরি কেন আপনিও আমার ছাত্রদের মত দ্রুত মনযোগ দিয়ে টাইপিং শিখুন দেখবেন আপনার অনেকগুণ বেড়ে যাবে।

সফট ৩টি ডাউনলোড করে নিন নিচের লিংকগুলো থেকে।
১। Bijoy Typing Tutor: বাংলা টাইপ করার জন্য টাইপিং মাষ্টার নিয়ে আর শিখে বাংলা টাইপ।Download

২। English Typing Master Pro: ইংরেজী টাইপিং শিখার টাইপিং মাষ্টার নিয়ে আর দ্রুত করে ফেলুন টাইপিং স্পীড।Download

৩। RapidTyping_Portable: এটা ও মজা করে ইংরেজী টাইপিং শিখার দারুণ এক Portable সফট ডাউনলোড করে নিন আর আপনার টাইপিং স্পীড বাড়িয়ে নিন ।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @প্রতিবাদী মাস্টার: আপনাকেও ধন্যবাদ টিউমেন্ট এর জন্য ।

Level 0

লিংক ঠিক করে দিন।

Level 0

হোছাইন আহম্মদ ভাই লিংক ঠিক করে দিন।

Level 0

হোছাইন আহম্মদ ভাই লিংক ঠিক করে দিন।

Level 2

হায়রে কপাল কিছু বাজে লোকের কারনে আজ লিং দিয়ে অপেক্ষা করতে হচ্ছে
RapidTyping_Setup_5.0.86.48
Your comment is awaiting moderation.

    @kalamfaim: বুঝলাম না। কিছু বাজে লোক মানে——- বুঝে শুনে টিউমেন্ট করুন । আর না হলে টিউমেন্ট না করাই ভাল ।

হোসাইন ভাই, সফটওয়্যার গুলো ডাউনলোড হয় না কেনো ? আপনার লিংকে মনে হয় ভুল আছে। ভাই দয়া করে লিংকটা ঠিক করে দিন। আর না হলে আপনি চেক করে দেখুন।