নতুন ওয়েব সাইট চালু করার কথা ভাবছেন? জেনে নিন কিছু টিপস……

গত ব্লগে "পিএইচপি দিয়ে ইমেজ আপলোড" এর একটি কোড আপনাদের সাথে শেয়ার করেছিলাম।

আজ, নতুন একটি ওয়েবসাইট অনলাইন এ চালু করা পুর্বে কি কি করতে হবে? তা নিয়ে কিছু লিখছি।

প্রতিদিন অনলাইন এ হাজার হাজার ওয়েব সাইট বের হচ্ছে , আবার হাজার হাজার ওয়েব সাইট বন্ধ ও হয়ে যাচ্ছে। কেন হচ্ছে????
এর জন্য অনেকগুলে কারন আছে কিন্তু মুল কারন হল...... "ভিজিটর শুন্যতা"! তাই কিছু টিপস জেনেশূনে সাইট বানানো উচিত। না হলে আপনার কস্ট, পরিশ্রম, বিনিয়োগ সব "জলে যাবে"।

চলুন তাহলে আমরা জেনে নেই কিছু টিপসঃ

১। প্রথমেই খুব ভাল দেখে একটি বিষয় নির্বাচন করে ফেলুন। সম-সাময়িক (Latest) বিযয় এর উপরে হলে খুব ভাল হয়।

২। এর পরে সাইটির জন্য একটি টেম্পলেট নির্বাচন করে ফেলুন। যারা টেম্পলেট বানাতে পারেন তারা সুন্দর ও আকর্ষনীয় একটি টেম্পলেট বানিয়ে নিন, আর যারা টেম্পলেট বানাতে চান না বা পারছেন না তারা নিচের লিঙ্ক থেকে টেম্পলেট নামিয়ে নিয়ে আসুন। এর পরে একটূ এডিট করে নিজের কাজের উপযোগী টেম্পলেট বানিয়ে নিন।
লিঙ্কঃ  ১০টি ফ্রি ওয়েব টেমপ্লেট

৩। টেম্পলেট বানানো হয়ে গেলে আপনার সাইট এ টেক্সট গুলো বসিয়ে নিন। এখানে লক্ষ্য রাখবেন, এমন স্থানে টেক্সট গুলো বসাবেন যাতে ভিজিটররা খুব সহজেই আপনার সাইট থেকে তাদের দরকারি তথ্য পেয়ে যায়। 🙂

৪। যারা ওয়েব সাইট থেকে আয় করতে চান তারা বিজ্ঞাপন এর জন্য নির্দিষ্ট স্থান রাখুন। পরে ওই স্থান বিজ্ঞাপন এর কোড বসিয়ে নিন।

৫। আপনার সাইট এ টেক্সট গুলো বসানো শেষ হয়ে গেলে সুন্দর ও প্রাসংগিক একটি ডোমেইন নাম কিনে ফেলুন। .com, .info, .net, .biz কিনার সময় দাম জেনে নিন।

৬। এর পরে আসি হোষ্টিং এর বিষয়ে। আপনার সাইটটি যদি অনেক ভিজিটরকে সার্ভিস দিবে, এমন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বানানো হয় তাহলে বেশী "ব্যান্ড-উইডথ" দিচ্ছে এমন কোন হোষ্টিং কোম্পানির কাছ থেকে হোষ্টিং  নিয়ে নিন। আপনার সাইট এ ভিজিটর বেড়ে গেলে ,যদি "ব্যান্ড-উইডথ" কম হয় তাহলে সাইটটি ঠিক মত ভিজিটরদের সার্ভিস দিতে পারবে না। তাই এই বিষয়টি খুব ভাল করে লক্ষ্য রাখতে হবে।

৭। সাধারনত ডোমেইন নাম চালু হতে ২-৩ দিন আর হোষ্টিং  এর জন্য ১-২ ঘন্টা লাগে। তাই আগেই ডোমেইন নাম কিনে রাখুন।

৮।  ডোমেইন নাম এবং হোষ্টিং চালু হয়ে গেলে আপনার সাইট এর ফাইল গুলো সার্ভার এ তুলে দিন।

৯। সাইট তো বানালেন, ডোমেইন নাম এবং হোষ্টিং ও করলেন, এইবার "প্রচার এর কাজ করে ফেলুন"। আপনার সাইট এর জন্য সুন্দর করে একটি সাইট ম্যাপ (sitemap) বানিয়ে ফেলুন, এর পরে সাইট ম্যাপটি কে বিভিন্ন সার্চ ইঞ্জিন সাইট এ জমা দিন।

১০। অভিজ্ঞ কাউকে দিয়ে আপনার সাইট এর SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ) করে ফেলুন।

এই টিপসগুলো অনুসরন করলে, নতুন একটি সাইট খুব সহজেই কিছু দিন এর মাঝেই তার কাংখিত ভিজিটর পেয়ে যাবে।

এছাড়াও Rss Feed, News letter subscription, Email marketing, Social Network Advertisement, Back linking এর মাধ্যমেও আপনি আপনার নতুন সাইট কে ভিজিটরদের জনপ্রিয় করে তুলতে পারেন।

সবশেষে বলব, ওয়েব সাইট বানিয়ে অনলাইন এ ছেড়ে দিলেই ভিজিটর পাবেন না, একে যত্ন নিতে হবে। নতুন নতুন তথ্য দিয়ে ভিজিটরদের কে  😀 রাখতে হবে। তাহলেই আপনার কষ্ট, অর্থ বিনিয়োগ সফল হবে।

আজ এতটূকুই। তথ্য গুলো আপনাদের কাজে আসলে ভাল লাগবে।

আরও টিউটোরিয়াল পড়তে এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেনঃ
http://coolajax.net/category/tutorials/

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিষয়গুলো জেনে ভালই লাগলো।

Level 0

Mahbub Alam Khan ভাই,অনেক তথ্যবহুল টিউন,ধন্যবাদ,,,,,,,,,,,,,,।

এই লেখা সামুতে একটু আগে পড়লাম, ভালই লাগল। ধন্যবাদ।
এখন যেহেতু আপনার ২ টিউন চলছে তাই এখানেই প্রশ্নটা করি। রাইট ক্লিক ডিজেবল করার প্রশ্ন আসছে এই জন্য যে, আমি ভিজিটরকে ধরেন কিছু ছবি দেখাতে চাই, কিন্তু আমি চাই ভিজিটর যেন ছবিটি সেভ করতে না পারে। এই চিন্তার অংশ হিসেবে রাইট ক্লিক ডিজেবল করার কথা ভেবেছিলাম। কিন্তু রাইট ক্লিক যে জাভা স্ক্রীপ্ট অফ করে বন্ধ করা যায় + সোর্স কোড সেভ করে এডিট করে করা যায়+ (ctrl+s) ক্লিক দিয়ে পেজ সেভ করেও এটা করা যায়।
চিন্তা করছি এমন কিছু করা যায় নাকি যাতে ভিজিটর যাতে ইমেইজ সেভ করতে না পারে।আপনি জানলে একটু বইলেন। এ কমেন্টটা লেখার সময় আমার ব্রেনে আরেকটা বুদ্ধি আসল, শেয়ার করি – ” আমি যদি adobe flash player মাধ্যমে স্লাইড শো করে ছবি গুলো দেখাই তাহলে আর সেভ করতে পারবে না ! আর সেভ করলেও .swf ফরমেটে করবে। অন্তত jpg ফরমেটে করতে পারবে না, এটা ভেবেই ভাল লাগছে। ”

(এখন কথা উঠতে পারে আমি যদি ভিজিটরকে ইমেইজ সেভ না করতে দেই, তাহলে ইমেইজ শেয়ার করার কি দরকার। এখানে আমার উত্তর = আমার সব জিনিস টেস্ট করে দেখতে ভাল লাগে, তাই এগুলো টেস্ট ট্রান্সমিশনের অংশ।)

    এখন মনে হচ্ছে , ভিজিটরকে ইমেইজ সেভ না করতে দেয়া কখনও সম্ভব নয়, আগামীতে কখনও সম্ভব হবে বলে মনে হয় না । ভিজিটর স্ক্রীনশট সফটওয়্যার দিয়ে স্ক্রীনশট তুলে ভালভাবে ইমেইজ সেভ করতে পারবে।

    (আপনার সাইটের ajax কোড গুলো আমার কাজে আসবে, ধন্যবাদ )

    @স্বাধীন ভাইঃ পোষ্টটি আপনার কাছে ভাল লেগেছে এটা পড়ে আমার ও ভাল লাগল।

    আপনার প্রসংগ ধরে বলছি, আপনি বলেছেন ইমেজ সেভ করার কথা, কিন্তু কী-বোর্ড এ যে প্রিন্ট স্ক্রীন একটা বাটন আছে তার কথা কি ভুলে গেলেন???
    আপনি যদি ফ্লাস প্লেয়ার দিয়েও ইমেজ দেখান তার পর ও যে কেউ চাইলেই ইমেজ সেভ করে নিতে পারবে।
    সবশেষে, আপনার টেষ্ট ট্রান্সমিশন এর কন্সেপ্টটা ভাল লেগেছে।

    http://www.coolajax.net

খুবই কাজে লাগল।

আমি যে স্কুলে চাকরি করি সে স্কুলের জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চেয়ে ছিলাম। স্কুলের ওয়েব পেজে যেসব বিষয় থাকা প্রয়োজন তা তো রাখতেই হবে। সব ডাটা যখন এন্ট্রি হয়ে যাবে তখন যেন তা ওয়েবে পাওয়া যায় যেমন পরীক্ষার ফলাফল ইত্যাদি। এই বিয়ষ আমি কিভাবে সাহায্য পেতে পারি । এবং খরচ কি ধরনের হতে পারে । তবে বিসিসি বলেছে তারা ২০০০/- টাকার বিনিময় রেজিস্ট্রেশন করে দিবে।

    @জহির ভাইঃ আপনি যা যা বললেন তাতে বুঝলাম এটি একটি ডাইনামিক ওয়েব সাইট হবে। যেখানে আপনি আপনার দরকারী সব ডাটা ইনসার্ট করতে পারবেন। এই রকম একটি সাইট করতে খরচ এর পরিমানটা একটু বেশি হবে।
    আপনি আপনার সাইট এর একটি সম্ভাব্য বাজেট জানিয়ে আমাকে ইমেইল করতে পারেন। তখন আমি আপনাকে বলতে পারব যে, আপনার বাজেট বর্তমান ” ওয়েব সাইট ডেভেলপমেন্ট এর মার্কেটে” অনুযায়ী কতটুকু যৌক্তিক।

    “বিসিসি বলেছে তারা ২০০০/- টাকার বিনিময় রেজিস্ট্রেশন করে দিবে”- এই লাইনটি দিয়ে কি আপনি “ডোমেইন নেম আর হোস্টিং” এর খরচ এর কথা বুঝাতে চেয়েছেন?

    http://www.coolajax.net

কিছুই জানিনা ওয়েব এর বিষয়ে

আমাকে কেউ ইমেইল collector software দিবেন। ফুল version. [email protected]