FL Studio টিউটোরিয়াল [পর্ব-০১] :: FL Studio ও কিছু Musical Software ও Hercules (2014) এর বাংলা সাবটাইটেল।

FL Studio টিউটোরিয়াল

আচ্ছালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিক পর লিখতে এলাম।

নামটা Musician Mehedee হলে কী হবে? এ পর্যন্ত মিউজিক নিয়ে কিছুই লিখিনি। তাই ভাবলাম FL Studio’র উপর একটা কিছু লেখা যাক। তার আগে আপনাদের কিছু বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া দরকার।

FL Studio হলো এমন একটি সফটওয়্যার যার সাহায্যে সঙ্গীত বিষয়ে যারা মুটামুটি জানেন তারা খুব সহজেই যেকোন গানের মিউজিক তৈরি করতে পারেন। পাশাপাশি গানটি রেকর্ড করে অডিও ফাইল আকারে বের করে বন্ধু-বান্ধবকে শুনাতে পারেন।  FL এর পূর্ণরুপ হলো Fruity Loops.

পৃথিবীর এমন কোনো সাউন্ড বা বাদ্যযন্ত্র নেই যা এতে নেই। আর একান্তই যদি কিছু দৈবক্রমে বাদ পড়ে যায় তাহলেও চিন্তা নেই। খুব সহজে সেটাও আপনি এর সাথে যুক্ত করতে পারবেন। এমনকি নিজে কিছু সাউন্ড রেকর্ড করে নতুন একটা বাদ্যযন্ত্র আপনি নিজেই তৈরি করতে পারবেন। আর যত প্র্যাকটিস করবেন এই সফটওয়্যারটিতে ততই দক্ষ হয়ে উঠবেন।

এছাড়া যেকোনো অডিও ফাইলের সব রকমের কাজ এই সফটওয়্যারটির সাহায্যে করতে পারবেন।

সফটওয়্যারটি দেবার আগে আমার সঙ্গীত অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের কিছু বলে নিই।

আমি সঙ্গীতের হাতে-খড়ি হয় NOKIA 1100 মোবাইলের মাধ্যমে। ২০০৪-৫ সালের ঘটনা। তখন আমার আব্বা প্রথম মোবাইল কেনেন। ঐ ফোনেই Extras মেনুতে Composer নামে একটা অপশন ছিল। টিভিতে সা-রে-গা-মা শুনে শুনে ফোনেও মিলানোর চেষ্টা করতাম। তারপর সহজকিছু গানের মিউজিক দিয়ে চর্চা করতে করতে এখন প্রায় জানা যেকোন গানেরই মিউজিক তৈরি করতে পারি কয়েক মিনিটেই।

 উৎসাহী পাঠকরা নিজেরাও চেষ্টা করে দেখতে পারেন। যদিও এখন সেই ফোনগুলো খুব কমই দেখতে পাওয়া যায়। তবে NOKIA 1xxx  সিরিজের যেসকল ফোনে Composer অপশন পাবেন সবগুলোতেই হবে। দেখি নিচের বোতামগুলো চাপতে থাকুন। কী গানের মিউজিক তৈরি হয় তা টিউমেন্ট করে জানান।

1-8-1-3-3-4-4-3-4-5(চাপ দিয়ে এক সেকেন্ড ধরে রাখুন 8.g1 না আসা পর্যন্ত)-9-

5-8-#-5-4-3-4-5(চাপ দিয়ে এক সেকেন্ড ধরে রাখুন 8.g1 না আসা পর্যন্ত)-9-

5-8-#-5-4-3-4-5-5-5-5-#-5-4-2-#-2-1-1(চাপ দিয়ে এক সেকেন্ড ধরে রাখুন 8.c1 না আসা পর্যন্ত)-9

তো এরপর আমার আব্বা আমাদের নিজ এলাকা বগুড়ায় ট্রান্সফার হয়ে এলেন। সরকারি চাকুরিজীবি তো। ১ম-১০ম শ্রেণী পর্যন্ত মোট আটটার মতো স্কুল পরিবর্তন করতে হয়েছে। কী বলবেন জানি। দীপু নাম্বার ২, না না ৩। তাইতো?

যাইহোক বাড়ি এলাম। খালার বাড়িতে একটা হারমোনিয়াম ছিল। ওটা বাড়িতে নিয়ে এলাম। সা-রে-গা-মা’র ম্যাপিংটা মোবাইল অনুযায়ী করে নিলাম। আর বাজাতে থাকলাম। কিছুদিন প্র্যাকটিস করার পর দেখলাম বেশ ভালোই আয়ত্তে এসেছে। এরপর প্র্যাকটিস করেছি, বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছি, পুরস্কার জিতেছি, কিন্তু খালার বাড়ি থেকে লোক এসে হারমোনিয়ামটা নিয়ে গেল। আর আমার সঙ্গীত সাধনায় ভাটা পড়ে গেল।

তো এরই মধ্যে আমার আব্বা আমাকে কম্পিউটার কিনে দিলেন। তো কম্পিউটার হাতে আসার পর প্রথমেই ভাবলাম কিভাবে কম্পিউটারেই হারমোনিয়াম বাজানো যায়। কারো মুখে FL Studio সফটওয়্যারটির গুণাগুণ শুনেছিলাম। তাই ইন্টারনেট থেকে একটা Demo Version নামিয়ে নিলাম।

Demo Version পেয়েই আমি মহাখুশি! কারণ, হারমোনিয়াম বাজাতে পারছি। আরো বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারছি। আর FL Studio ওপেন করলে প্রথমেই ৪ টা ড্রামকিট থাকে। ওগুলো দিয়ে মুটামুটি একটা তাল তৈরি করে কম্পিউটারের কিবোর্ড দিয়ে বাজাতাম আর গান গাইতাম। আর কিবোর্ডে বাজানোর সুবিধার্থে দোকান থেকে মেয়েদের কপালের টিপ কিনে এনে হারমোনিয়ামের মতো করে লাগালাম। আর চায়না একটা ফোন দিয়ে যা গাইতাম তা রেকর্ড করতাম। চায়না ফোনগুলোতে সত্যি দারুণ রেকর্ডিং হয়। আর অডিও ইডিটর দিয়ে সেই সাউন্ড বাড়িয়ে শুনতাম, শুনাতাম আর ভাবতাম শিল্পী তো হয়েই গেলাম!

যাইহোক। এরপর অনেক খুঁজাখুজির পর 4shared থেকে ঐ FL Studio’র Crack ডাউনলোড করে ফুল ভার্সন করলাম। আর প্র্যাকটিস শুরু করলাম। বছরখানেক এভাবে প্র্যাকটিস করার পর এখন এমন অবস্থা হয়েছে যে আমার জানা যেকোনো গানের মিউজিকই কম্পোজ করে রেকর্ড করতে পারি।

আমার কম্পোজ করা (শিল্পী শ্রীকান্তের) একটা গান। অবশ্যই আমার কর্কশ কন্ঠের। Download ↓↓

আজ বেশিকিছু লিখব না। শুধু মিউজিকের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এরপর শিখাবো কিভাবে কাজ করা শুরু করবেন। কোন্‌টার কাজ কী, FL Studio'র কাজ কীভাবে শুরু করবেন এগুলো। আপাতত Software গুলো ডাউনলোড করে পিয়ানো বাজানো প্র্যাকটিস করতে থাকুন।

ধন্যবাদ সবাই।

আপডেট ১:

Download FL Studio 11 Producer Edition Full.

ডাউনলোডের নিয়ম:
আমি 4shared সাইট পছন্দ করি। আর আগে থেকেই ব্যবহার করি। তাই এতেই যাবতীয় জিনিসপত্র আপলোড করি। অন্যগুলোতে ট্রাফিকজনিত অনেক সমস্যা ফেইস করেছি। তো, ডাউনলোড লিংক-এ ক্লিক করার

আগে যা যা করে নিবেন।
১। http://www.4shared.com/ এ গিয়ে প্রথমে Sign Up করবেন। ইমেইলের ঝামেলা এড়িয়ে Facebook দিয়েও Sign Up করতে পারবেন। এর জন্য আপনি 15

GB জায়গা পাবেন ফাইল আপলোড করে রাখার জন্য। মূল্যবান যেকোন কিছু সংরক্ষণ করতে পারবেন।
২। Sign Up করার পর সেটাতে Sign In বা Log in করবেন।
৩। এরপর Download লিংকে ক্লিক করবেন। কিন্তু...কিন্তু...কিন্তু...আগেই Download এ ক্লিক করবেন না। কারণ, ট্রাফিক বেশি হয়ে গেলে আমার ফাইলটি ডিলিট হয়ে যাবে। এরকম

আগেও হয়েছিল। তাই...
৪। Add to my Acoount করবেন। তাহলে Sign Up করার জন্য আপনি যে এই সাইটে আপনি যে 15 GB জায়গা পেয়েছিলেন তাতে এই ফাইলটি জমা হবে। তার মানে অ্যাকাউন্ট খুললে

অনলাইনেই আপনার একটা ভার্চুয়াল হার্ডডিস্ক বা পেনড্রাইভ বা বসতবাড়ি বলেন আর যাই বলেন সেটা তৈরি হবে। আর ফাইলটিও সেখানে জমা হবে।
৫। এবার ফোনে হলে 4shared এ আপনার ইউজারনেমে ক্লিক করুন আর পিসিতে হলে My Account এ যান। সেখানে ফাইলটি দেখতে পাবেন। এবার Download এ ক্লিক করুন। এরপর

Free Download এ ক্লিক করুন। একটু পর ডাউনলোড শুরু হবে।
৬। এই একটা অ্যাকাউন্ট করলেন। ভবিষ্যতে আমি আবার কোনো ফাইল আপলোড করলে আপনাকে আর কষ্ট করে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না। একবার একটা গ্রুপ ওয়ার্কের সুবিধার্থে সবাইকে 4shared ব্যবহার

করিয়েছিলাম। তারপর থেকে একটা মায়া পড়ে গেছে এটাতে। একদম ডাইরেক্ট লিংক দিতে পারলাম না বলে দুঃখিত।

Download Link: http://www.4shared.com/rar/aiLY18Oxce/FL_Studio_11_Producer_Edision_.html

৭। ডাউনলোডের পর Zip থেকে Extract করে FL Studio ইন্সটল করুন। Patch ওপেন করে Crack এ ক্লিক করুন। ব্রাউজিং উইন্ডো দেখাবে। এবার যেখানে FL Studio সেটাপ দিয়েছেন সেই ফোল্ডারে FLEngine.dll ফাইলটি দেখিয়ে দিন। Registry ফাইলটি ওপেন করে ওকে করুন। ব্যস কাজ শেষ।

ডাউনলোড করতে প্রবলেম হলে আমার ফেইসবুকে জানান। আর নতুন ভিডিও টিউটোরিয়ালের জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

Me on Facebook>>

FL Studio Group>>

Youtube Channel>>

2.       Cool Audio Magic Audio Editor Pro v10.0.4.588 (7.40mb) Download ↓↓

Serial: MAEP5943721

3.       Volumouse (117kb) Download ↓↓

Bangla Subtitle of Hercules (2014) Download ↓↓

বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।

টিউনটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে

 

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল , চালিয়ে যাবেন আশা করি ! FL studio আমার কাছে আছে কিন্তু আগা মাথা কিছুই বুঝি না :p

    ধন্যবাদ কমেন্ট করার জন্য। ইচ্ছা আছে চালিয়ে যাবার। আপনার পাশে থাকলেই হবে।

thanks . FL Studio তে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে অবশ্যই টিউন করবেন , আপনার ভরসাতেই ডাউনলোড দিলাম ।

    ধন্যবাদ। কাজ কীভাবে করতে হয় তা অবশ্যই জানাব।

লেটেস্ট ভার্সন ১১.১.১ এর ক্র্যাক টা দেবেন ?

    আমি যে ক্র্যাকটা দিয়েছি তাতেই তো কাজ করার কথা।

      @Musician Mehedee: তাহলে লেটেস্ট ভার্সন ১১.১.১ টিই ডাউনলোড করছি ।

Level 0

‍আচ্ছা ভলুমাউস এর কাজ কি?

    মিউজিকের কাজ করতে নিলে যেকোন সময় ভলিউম বাড়াতে বা কমাতে হয়, কেবলমাত্র মাউস বা হটকি-এর সাহায্যে Volumouse দিয়ে সাউন্ড বাড়ানো-কমানো যায়।

আচ্ছা রিমিক্স বাই ডিজে অমুক কিভাবে তৈরি করা যায় ?

    DJ/Remix এই Software দিয়ে করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার FL Studio এর সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। এটা দিয়ে আপনার ইচ্ছামতো DJ/Remix বানাতে পারবেন। আর Software টির দক্ষতা মূলত প্র্যাকটিসের উপর নির্ভর করে। সবকিছু নিয়েই লিখব সামনে। ধন্যবাদ।

      @Musician Mehedee: ধন্যবাদ তো আপনাকে, এত কস্ট করে শেখাচ্ছেন

ভাই অনেক ভালো লাগলো, বিশেষ করে আপনার গানটা। আপনার আগামী টিউনের আশায় থাকলাম

ক্র্যাক টা ডিলিট করে দিয়েছে ।

মিউজিক এর যে কোড টা দিয়েছেন ওরকম আরও দিন । ।

vai crack ta to pelam na

Amer Dj Site theke Download korun Dj Song . Asa korchi Remix Gulo 100 percent Choise hobe.
http://wWw.DjAvijitBNP.tk

Remix Jodi vlo lage Apnader r apnara jodi chan tutorial post krbo. but age mix gulo sunun. Bhalo na lagle bad e deben.