FL Studio টিউটোরিয়াল [পর্ব-০৯] :: একটা পূর্ণাঙ্গ গান কমপ্লিট-১

FL Studio টিউটোরিয়াল

কেমন আছেন সবাই? ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৯ নম্বর টিউটোরিয়ালটি। শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ আমরা একটা গান কমপ্লিট করার চেষ্টা করব। দেখি আজ ভিডিও ছাড়াই চেষ্টা করব শিখানোর। শুরু করি তাহলে-
  •  FL Studio ওপেন করুন।
  •  View> Plugin Picker (Ctrl+F8) থেকে FPC টেনে নিয়ে আসুন।
  • Fpc Polka 10 এর ডানপাশের অ্যারোটি চেপে Fpc Ambient Groove 01 এ নিয়ে আসুন।

  • TEMPO 80 BPM করুন।
  • View> Plugin Picker (Ctrl+F8) থেকে এবার FL Keys টেনে নিয়ে আসুন।
  • FL Keys এর Decay এর বাটনটি ঘুরিয়ে সবার ডানে নিয়ে যান। কয়েকবার চেষ্টা করলে পরিবর্তনটা বুঝতে পারবেন।
  • View> Plugin Picker (Ctrl+F8) থেকে এবার Sytrus টেনে নিয়ে আসুন।
  • Sytrus এর Presets থেকে Octaver Orchestra সিলেক্ট করুন।
  • F5 এ চেপে Playlist চালু করুন। 
  • উপরে একদম বামেপাশ ঘেঁষে Pattern1 বসান। 

  • এবার লাল রং থাকা অবস্থায় Ctrl+B চাপতে থাকুন গানটার দৈর্ঘ্য যতক্ষণ চান।
  • SONG এর সবুজ বাতি
    জ্বালিয়ে বাজাতে থাকুন। দেখবেন শুধু ড্রামই বাজছে যতদূর পর্যন্ত
    Ctrl+B চেপেছিলেন। 
  • এবার নিউমেরিক কিবোর্ডের লম্বা-প্লাস (+) বাটনে চাপুন অথবা Pattern-এ থাকা অবস্থায় F4 এ চেপে নতুন Pattern অর্থাৎ Pattern2 তে যান। 
  • SNAP ½ Step রাখুন। 
  • এবার Octaver Orchestra-এর Piano Roll-এ গিয়ে উপরের কালো বারের 1-3 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান। পারবেন।
  • 3-5 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান।

  • 5-7 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান।
  • 7-9 পর্যন্ত স্থানে নিচের চিত্রের মতো বসান। 

  • এখন উপরের সিলেক্ট কী চেপে 1-3 পর্যন্ত জায়গা সিলেক্ট করে Ctrl+C চেপে কপি করে সবার ডানে উইন্ডো সরিয়ে Ctrl+V চেপে সবার ডানে পেস্ট করুন। যদি সমস্যা হয় তো নিজেই
    প্রথমকার নোটগুলো স্থাপন করুন। মোটকথা
    1-3 পর্যন্ত স্থানের নোটগুলো 9-11 পর্যন্ত
    স্থানটিতে বসান।
     
  • এবার আবার Playlist এ যান। Track2 ঘেঁষে Pattern2 বসান। 
  • এবার বাজান। শুনলেন তো। ব্যস।

ওকে এবার আমরা কর্ড বসাবো। আসলে কর্ড জিনিসটা হলো গানের সুরের সাথে সামঞ্জস্যপূর্ণ একাধিক নোটের মিলিত সুর। এটা প্র্যাকটিসে প্র্যাকটিসে বুঝতে পারবেন। তবে গত পর্বের টিউটোরিয়ালটা পড়ে থাকলে এ বিষয়ে কিছুটা হলেও জ্ঞান থাকবার কথা।

  •  Pattern2 তেই FL Keys এর Piano Roll ওপেন করুন। নিচের চিত্রের মতো করে কালো বারের 1-11 পর্যন্ত নোট বসান। এরপর বাজান। দেখবেন সাউন্ডটা আরো বেশি শ্রুতি মধুর হয়েছে।
  • আরো বৈচিত্র আনতে হলে নিচের মতো করে কর্ডগুলো বসান। তারপর স্পেসবার চেপে বাজান।

  • আরো একটা কাজ করুন। FL Keys এর উপর ডান বাটন চেপে Clone করুন। দেখবেন আরো একটা FL Keys #2  নামেনিচে এসে গেছে। 
  • এবার FL Keys #2 এর Piano Roll ওপেন করুন। আর নিচের চিত্রের মতো উপরের কালো বারের 5 এর আগ থেকে 9 পর্যন্ত বসান।

class="separator" style="clear: both; text-align: center;">

এবার বাজান। কেমন? এবার এটা যদি mp3 আকারে আপনার
পিসিতে রাখতে চান তাহলে
File> Export> MP3 file এ গিয়ে সেভ করুন অথবা সংক্ষেপে Shift+Ctrl+R চেপে সেভ সিলেকশান দিয়ে Start অপশনটিতে চাপুন। কয়েক সেকেন্ডের ভিতরেই দেখবেন Rendering হয়ে তা mp3 আকারে সেভ হয়ে গেছে।
আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর গানটা কী ছিল এটাও জানাবেন। তাহলে আমি বুঝতে পারব আপনারা পেরেছেন।
ধন্যবাদ সবাইকে।

Me on Facebook>>

FL Studio Group>>

Youtube Channel>>

বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই, ভাল লাগলো । কিন্তু ভাই FL Studio সফট্ টা পাব কোথায় ? এটা না পেলে তো আপনার মূল্যবান টিউনটাই অসাড় । আশা করছি সেটা পাওয়ার ব্যবস্থা করবেন ।

    @Sadeque Ahammed: আপনাকও ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে পর্বভিত্তিক টিউটোরিয়ালের প্রথমেই প্রয়োজনীয় সফটওয়্যারগুলো দেয়া হয়। আপনি আমার প্রথম দুইটা টিউটোরিয়াল চেক করলেই সফটওয়্যারটির ডাউনলোড লিংক পাবেন।

ধন্যবাদ ।

ভাই, দুইটা প্রশ্ন-
১. পিয়ানো রোলে কী বোর্ডে বাজানোর জন্য C4 থেকে G6 পর্যন্ত ডিফল্ট ভাবে সেট করা থাকে। এর চেয়ে উপরে বা নিচের স্কেলে কি কোনভাবে সেট করা যায়?
২. ভায়োলিন এর জন্য আলাদা কোনো প্লাগিন কি আছে? সাইট্রাসে যে ছয়টা আছে ওগুলো কেমন যেন :-/ । মানে ইলেক্ট্রিক ভাবটা থেকেই যায়। আমি আরেকটু রিয়েলিস্টিক সাউন্ড চাচ্ছিলাম।

একটু যদি জানাতেন…

    @Rubayet sadman: হ্যাঁ। এর উপরে বা নিচেও নোট সেট করা যায়। এই ভাবে করলে আপনার কাজটা সহজ হবে।
    আপনি যে নোটগুলো সেট করেছেন সেগুলো একসাথে উপরে নিতে Shift+ Up চাপুন, নিচে নিতে Shift+Down চেপে চেপে নিচে নিয়ে আসুন।
    আসলে ভায়োলিনের মিউজিকটা আপনাকে নিজেই ঠিক করে নিতে হবে। ভায়োলিন সিলেক্ট করার পর নিচে বিভিন্ন অপশনবিশিষ্ট চাকা ঘুরিয়ে আপনার মন মতো করে নিতে পারেন। তাছাড়া, বাইরে থেকেও ভায়োলিনের VST যোগ করা যায়।

আমি বোধ হয় আপনাকে বোঝাতে পারিনি। আমি চাচ্ছিলাম কী-বোর্ডটাকেই উপরে নিচে সেট করার জন্য। যেমনঃ Z বাটন চাপলে নরমালি c4 বাজে। এখন কি করলে Z বাটন চাপলে c4 এর পরিবর্তের আরো উপরে গিয়ে c3 বা c2 বাজবে। মানে আমি কীবোর্ডের স্কেলই চেঞ্জ করতে চাই।

আর ভায়োলিনের VST এর ক্ষেত্রে আপনার কোন সাজেশন আছে?

    @Rubayet sadman: এতদিন হলো FL নিয়ে কাজ করছি। এরকম কোনো পদ্ধতি আমি খুঁজে পাইনি। আপনি যে স্কেলেই বাজান না কেন, বাজানো শেষে শুধু সেটা তার ডাবলে তুলে নিলেই তো কাজ হয়ে গেল। যেমন একটা গান বাজাতে যদি প্রথম নোট টা C4 এ থাকে, আপনি সবগুলো নোট উপরে এমনভাবে নেবেন যেন প্রথম নোট টা C5 এ থাকে। তাহলেও কিন্তু স্কেল ঠিক থাকবে। মাঝখান থেকে কম্পাঙ্কটা দ্বিগুণ হয়ে যাবে। তাতে মিউজিকে কোনো প্রভাব পড়বে না। এভাবে আপনি C3 তেও দরকার হলে নিয়ে আসতে পারেন।
    আর ভায়োলিনের VST খুঁজলাম তবে তেমন ভালো কিছু পেলাম না। Sytrus থেকেই উপরের A D S R এগুলো কমবেশি করে অনেকটা Smooth করতে পারেন।

FL Studio ডাউনলোড করলাম । সাথে আরো দুটি আছে নিচে উল্লখ করলাম, সেগুলোও কি ডাউনলোড করতে হবে ? মানে ঐ দুটি ও কি FL Studio র সাথে সম্পৃক্ত ?
2. Cool Audio Magic Audio Editor Pro v10.0.4.588 (7.40mb) Download ↓↓
Serial: MAEP5943721
3. Volumouse (117kb) Download ↓↓
Bangla Subtitle of Hercules (2014) Download ↓↓

    @Sadeque Ahammed: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে রিপ্লাই দেবার জন্য। পূর্ণাঙ্গভাবে প্র্যাকটিসের জন্য
    2. Cool Audio Magic Audio Editor Pro v10.0.4.588 (7.40mb) Download ↓↓
    Serial: MAEP5943721
    3. Volumouse (117kb) Download ↓↓
    এই দুটিও ডাউনলোড করুন। একটা দিয়ে রেকর্ড করবেন। আর আরেকটা সাউন্ড বাড়াতে কমাতে খুবই কাজে লাগে। ধন্যবাদ।

আশাবাদী ছিলাম যে – এর কোন একটা ওয়ে থাকবে। আচ্ছা ব্যাপার নাহ, কাজ চালিয়ে নেব। আসলে বিগিনার তো, তাই কোন মিউজিকের স্কেল ধরতে আর পিয়ানোতে তুলতে কষ্ট হয়। রেসপন্স করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার টিউন গুলো আনফরমেটেড।
প্রিয় টিউনার,
আপনার টিউন গুলো টেকটিউনসের চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচিত হয়েছে।

সকল টিউন টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হয় না:
টেকটিউনস চেইন টিউন হবার শর্তগুলো হলো:

১. চেইন টিউন হতে হবে সম্পূর্ণ রূপে মৌলিক, নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। চেইন টিউন হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারিং এর উদ্দ্যেশে।
২. চেইন টিউনের যে কোন পর্বে কোন প্রকার সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
৩. চেইন টিউনের প্রতিটি পর্ব সম্পূর্ণ রূপে টেকটিউনস নীতিমালা মোতাবেক হতে হবে।
৪. চেইন টিউনের কোন পর্বই টেকটিউনস নীতিমালা ভঙ্গ করতে পারবে না। চেইন টিউনের কোন একটি পর্ব টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে পুরো চেইন টিউন বাতিল ও স্থগিত হবে।
৫. চেইন টিউনের সকল বিষয় বস্তু টিউনে অবস্থান করতে হবে। টিউনে আংশিক বা কিছু অংশ লিখে ইউটিউব ভিডিও বা অন্য কোন ভিডিও দেখতে, অন্য কোন লিংকে বা অন্য কোন সাইটে বিস্তারিত দেখতে এধরনের টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
৬. চেইন টিউনে ভিডিও ব্যবহার করলে টিউনে ভিডিও অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
৭. চেইন টিউনে ভিডিও ব্যহার করা হলে সেই সাথে ভিডিও ম্যটেরিয়াল হতে হবে সম্পূর্ণ মৌলিক নন-অ্যাফিলিয়্যাট, নন-রেফারাল, নন-ড্রাইভাট, নন-রিডাইরেক্ট, নন-এডভার্টাইজিং, নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল। ভিডিও হতে হবে শিক্ষামূলক, গঠন মূলক ও নলেজ শেয়ারি এর উদ্দ্যেশে। ভিডিওতে কোন রকম ভাবে সেলফ-প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকতে পারবে না।
৮. চেইন টিউনে কোন ভিডিও ‘ভিডিও এম্বেড’ অবস্থায় না থেকে টিউনে মধ্যে লিংক হিসেবে ভিডিও লিংক দেওয়া যাবে না অবশ্যই ‘ভিডিও এম্বেড’ অবস্থায় থাকতে হবে।
৯. ভিডিও টিউন করে টিউনে মধ্যে সাব্সক্রাইব করার জন্য লিংক দেওয়া যাবে না।
১০. সৌজন্যমূলক ভাবে ভিডিও শেষে নিজের বা প্রতিষ্ঠানের নাম, চ্যানেল লিংক ইত্যাদি দেওয়া যাবে।
১১. চেইন টিউনে টিউজিটর রিডাইরেক্টরের উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক ভাবে নিজের সাইটের বা যে কোন লিংক, ইনলাইন লিংক করা এবং বারবার নিজের সাইটের লিংক ব্যবহার করে টিউজিটর ড্রাইভাট করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
১২. চেইন টিউনের সূচনায়, মাঝে ও শেষে কোন প্রকার প্রমোশনাল গ্রাফিক্স/ ব্যানার বা লিংক অবস্থান করতে পারবে না। তবে চেইন টিউনের সাথে সামঞ্জস্য আকর্ষণীয় গ্রাফিক্স অব্যশই যোগ করা যাবে এবং তা টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার যোগ্যতা আরও বাড়িয়ে দিবে।
১৩. চেইন টিউনের প্রতিটি পর্ব অবশ্যই নুন্যতম ৮০০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে। ৮০০ শব্দের কম শব্দের কোন চেইন টিউনের পর্ব চেইনে অন্তর্ভুক্ত হবে না।
১৪. চেইন টিউন যদি ভিডিও ব্যবহার করা হয় বা ‘ভিডিও চেইন টিউন’ হয় তবে চেইনের প্রতি পর্ব অবশ্যই নুন্যতম ১৫০ শব্দ ও তার চেয়ে বেশি শব্দের হতে হবে এবং ১৫০ শব্দ না লিখে ১৫০ শব্দ পূরণের উদ্দেশ্যে একই লাইন বা একই শব্দ বারবার কপি করে টিউনে দিলে বা অপ্রাসঙ্গিক কথা, লেখা বা অন্য কোন সোর্স থেকে কপিপেস্ট করে দিয়ে ১৫০ শব্দ পূরণের চেষ্টা করলে তা চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথে সাথে বাতিল হবে।
১৫. চেইন টিউনের প্রতিটি পর্বে টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী Highly Formatted হতে হবে। অর্থাৎ সঠিক ভাবে হেডিং, বুলেট, কোড হাইলাইটার, প্যারা এর ব্যবহার করে Highly Formatted টিউন হতে হবে।
১৬. চেইন টিউনে নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করলে সে টিউন চেইন টিউনের জন্য বিবেচ্য হবে না এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য টিউন, চেইন টিউন ও টিউনারশীপ সাথেসাথে বাতিল হবে। নিজের সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিতে হবে ঠিক এই টিউনটির মত https://www.techtunes.io/internet/tune-id/188009 যেখানে টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে টিউনের টিউডার ও টিউজিটরা টিউনারের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
১৭. চেইন টিউনের টেক্সট এ ভিন্ন ভিন্ন ধরনের ‘টেক্সট কালার’ এবং কোন ধরনের ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা যাবে না যাতে ‘টিউডার’ ও টিউজিটর’ -রা টিউন পড়তে বিরক্তি বোধ করে এবং চেইন টিউনে এধরনের ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ থাকলে তা চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।
১৮. চেইন টিউনে অবশ্যই পার্যপ্ত পরিমানে ছবি ও স্ক্রিনসটের ব্যবহার থাকতে হবে।
১৯. চেইন টিউনে যোগ করা ছবির Original Dimension width নূনতম 500 px হতে হবে। 500 px এর কম Width এর লো-রেজুলেশনের ছবি টেকটিউনসের টিউন এডিটরে টেনে রিসাইজ করে ডিস্ট্রাক রেজুলেশনের ছবিতে পরিণত করা যাবে না।
২০. চেইন টিউনে যোগ করা প্রতিটি ছবির Height, ছবির Width এর সাথে Proportional বা Ratio অনুযায়ী হতে হবে।
২১. চেইন টিউনে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক দেওয়া যাবে না। টেকটিউনস থেকে চেইন এ অন্তর্ভুক্ত করার পর প্রতিটি চেইন টিউনের পর্বের লিংক স্বয়ংক্রিয় ভাবে একটির সাথে অপরটি যুক্ত হয়ে যায়। তাই ম্যানুয়ালী চেইন টিউনের লিংক সংযোজন করে ডুপলিকেট লিংক তৈরি করা যাবে না।
২২. টেকটিউনসের চেইন টিউনে অন্তর্ভুক্তের জন্য টেকটিউনস টিউনার প্রোফাইল এর সঠিক identity থাকতে হবে। সঠিক identity এর জন্য টেকটিউনস টিউনার প্রোফাইলে টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে টিউনারের নিজের আসল ছবি যুক্ত থাকতে হবে।
টিউনার যদি নিজের কোড নেম ব্যবহার করতে চায় তবে কোড নেম ব্যবহার করা যাবে। তবে কোড নেম ব্যবহার করার ক্ষেত্রে কোড অবশ্যই ইউনিক এবং স্বতন্ত্র হতে হবে। অন্য কোন টিউনারের পূর্বের কোড নেম এর সাথে মিলিয়ে বা নকল করে বা হুবহু কোন কোড নেম ব্যবহার করা যাবে না। কোড নেমের সাথে টিউনার পিকচার হিসেবে কোড টিউনার ছবি বা নিজের আসল ছবি ব্যবহার করা যাবে। তবে টিউনার পিকচার হিসেবে অন্য কারও ছবি, কোন বিখ্যাত ব্যক্তির ছবি, বৃকীত ছবি, অভিনেতা/অভিনেত্রী/রাজনৈতিক/সামাজিক ব্যক্তির ছবি যোগ করা যাবেনা।
যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে চেইন টিউনের ফিচারর্ড বক্স তৈরি করা হয় তাই টিউনার প্রোফাইল এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের আসল নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার টিউনার প্রোফাইলটি সঠিক identity দিয়ে আপডেট হলে টেকটিউনস থেকে টিউন গুলো চেইন এ অন্তর্ভুক্ত করা হবে।
২৩. অত্যধিক বাংলা ও ইংরেজি বানান ভুল যুক্ত কোন টিউন চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।

টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবার জন্য আপনার টিউনে যে যে বিষয় গুলো সংশোধন করতে হবে:

➡ ২. আপনার টিউনে ভিডিও এম্ববেড করা নেই। তা ঠিক করতে হবে:

টেকটিউনসে টিউনে এম্বেড করে কিভাবে ভিডিও যোগ করতে হয় তা জানতে টেকটিউনস সজিপ্র https://www.techtunes.io/faq এর ৪ নং সেকশন “৪. টিউন করা সংক্রান্ত” এর পয়েন্ট ‘৪.৩ টেকটিউনসে কিভাবে টিউনে ইউটিউব সহ বিভিন্ন ভিডিও যোগ করতে পারব?’ দেখুন।

➡ ৩. আপনার চেইন টিউন টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড নয়। তা ঠিক করতে হবে:

আপনার চেইন টিউনটি টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড করুন।

➡ ৫. আপনার চেইন টিউনের টেক্সট এ ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা হয়েছে। তা ঠিক করতে হবে:

টেকটিউনস চেইন টিউনের নীতিমালা অনুযায়ী -চেইন টিউনের টেক্সট এ ভিন্ন ভিন্ন ধরনের ‘টেক্সট কালার’ এবং কোন ধরনের ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ ব্যবহার করা যাবে না এবং চেইন টিউনে এধরনের ‘টেক্সট কালার’ ও  ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ থাকলে তা চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হবে না।

আপনার চেইন টিউনের টেক্সট থেকে ‘টেক্সট কালা’র ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ মুছে দিন।

খুব সহজ ভাবে টিউনের টেক্সট থেকে ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ মুছে দিতে যে টেক্সট থেকে ‘টেক্সট কালার’ ও ‘টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার’ মুছে দিবেন টিউনের টেক্সট থেকে ততটুকু অংশ সিলেক্ট করুন এবং ‘টেকটিউনস টিউন এডিটর’ টুলবার থেকে ‘Clear Formatting’ বাটনে প্রেস করুন। সাহায্যের জন্য এই স্ক্রিনকাস্টটি দেখুন

➡ ৭. আপনার এই চেইন টিউনের পূর্বে পর্ব গুলোও ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করতে হবে:

টেকটিউনস চেইন টিউনে অন্তর্ভুক্ত হতে চেইন এর প্রতিটি পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক হতে হবে। পর্বের কোন একটি টিউন টেকটিউনস নীতিমালা মোতাবেক না হলে তা চেইন টিউন হিসেবে অন্তরভুক্ত হবে না। এই চেইনের পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক টিউন করুন।

উপরের যে যে বিষয় গুলো সংশোধন করতে বলা হয়েছে সে সে বিষয় গুলো পরিপূর্ণ, সুষ্ঠু ও সঠিক ভাবে সংশোধন করুন এবং পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক  না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন।

সকল পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে। চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।