আসুন দেখি blogger.com এর ফুটার মেনু-powered by – blogger রিমুভ করবেন কিভাবে?

Blogger.com এর সকল ডিফল্ট টেমপ্লেট এর একদম নিচে, ফুটার মেনুতে লিখা থাকে Powered by blogger. নিজের সাইট এ অন্যের নাম দেখতে ভাল না লাগার ই কথা। এটি সরানো আগে খুব ১টা কঠিন ছিলো না। কিন্তু এখন ব্লগার তার ফুটার সেকশন কে লক করে রাখে। তাই একটু বেশি কাজ করতে হয়। আসুন দেখি কি করে সরান যায় ফুটার মেনু থেকে। আমি মূলত ছবি দিয়ে ব্যাখ্যা করব। ছবির নাম্বার গুলোর দিকে খেয়াল রাখলেই হবে।

  • প্রথমে আপনার blogger.com একাউন্টে লগিন করে নতুন এক ট্যাবে Layout সেকশন টা খুলে রাখুন।
  • এর পর প্রথমে ১ ও পরে ২এ ক্লিক করুন।

  • ৩ ও ৪ এ ক্লিক করুন।

  • ৫ এর 'true' কে 'false' করে দিন।

  • এখন প্রথমে ৬ ও পরে 6a ক্লিক করুন। 6a ক্লিক করার পরে, একটি নতুন উইন্ডো বা ট্যাবআপনার ব্লগ এর হোমপেজ খোলা হবে।

  • হোমপেজের একদম নিচের দিকে চলে যান, আর ৭ এ ক্লিক করেন।  যদি এরকম কোনো আইকন না পান তাহলে শুরুতে খুলে রাখা Layout ট্যাব এ গিয়ে Attribution এর Edit এ ক্লিক করে সেকশন টি রিমুভ করে দিন।

  • ৮এ ক্লিক করে সেকশন টি রিমুভ করে দিন।

  • এরপর Edit HTML ট্যাব এ গিয়ে ৯এর অংশ টুকু সিলেক্ট করে রিমুভ করে দিন।  এটি আপনি পাবেন, ঠিক যেখানে true কে false করেছিলেন সেখানে। এই কাজ টুকু একটু সাবধানতার সাথে করিয়েন।

  • এখন ১০এ ক্লিক করুন।

ব্যাস! কাজ শেষ। এখন View Blog এ ক্লিক করুন। দেখবেন Powered by: Blogger লেখাটি নেই।

বিঃ দ্রঃ - ৯ এর আগে যদি আপনার Edit HTML পেজ Reload হয় তাহলে পুরো কাজটি আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটিই মূল Trick এই কাজের।

প্রথম প্রকাশঃ How to remove blogger footer - Powered By: Blogger

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইল ভিউ থেকে কি রিমুভ করা যায়?

Level 0

বিশ্বাস ভাই, এই পদ্ধতিতে মোবাইল ভিউ থেকে আমি রিমুভ করতে পারিনি। এখনও চেস্টা করছি।সাইটে নজর রাখিয়েন, পেলে পোস্ট করব।

vai powered by te nijer nam lheka jai na?