FL Studio টিউটোরিয়াল [পর্ব-১৩] :: কর্ডের সাথে ‘কফি হাউজের সেই আড্ডাটা’ আর DJ/Remix নিয়ে কিছু কথা।

FL Studio টিউটোরিয়াল

টিউনটা শুরু করার আগে কিছু কথা বলে নিই।আপনাদের অনেকেই দেখেছি আমার টিউটোরিয়ালগুলো ভালভাবে না পড়েই শুধুমাত্র ফেইসবুক লিংক পেয়েই ম্যাসেজ দেন যে ভাই এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো। এটা ঠিক না। বেশ কিছুজনকে আমার আবার টিউনের লিংকগুলো দিতে হয়েছে। এতে এক ধরনের বিরক্তিভাব আমারও আসে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আগে ভালভাবে টিউনগুলো পড়বেন। তারপর না বুঝলে প্রশ্ন করবেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করবো।
আবার খুব কমন একটা প্রশ্ন শুনি যে মিউজিক শিখতে আমার কতদিন লাগবে।
ডাঃ লুৎফর রহমানের দুইটা লাইন তুলে ধরছি-
‘‘বাদককে এক যুবক
জিজ্ঞেস করেছিল- বাজনা শিখতে আমার কতদিন লাগবে? তিনি বলেছিলেন- 
প্রত্যহ ১২ ঘন্টা করে যদি পরিশ্রম কর, তাহলে বিশ বছর লাগবে।
এক পন্ডিত বললেন- যে ব্যক্তি ধীরভাবে অপেক্ষা করে, সে-ই সফল হতে পারে। বস্তুত কত কাল অপেক্ষা করতে হবে, তা কে জানে? আশায় বুক বেঁধে খোদাকে ভরসা করে কাজ করতে থাক, তুমি সফল হবে। সাধনাকে আনন্দ দিয়ে পূর্ণ করে তোল। কবে তুমি কৃতকার্য হবে, সে কথা ভেবো না- তাহলে সাধনায় ক্লান্তি আসবে। ব্যর্থতা তোমাকে ভেঙে ভেঙ্গে দেবে। আনন্দ ভরা সাধনা, নিয়ত ফল সম্বন্ধে উদাসীন তোমার মন, ধীরে ধীরে অজ্ঞাতসারে তোমার গন্তব্যস্থানে নিয়ে যাবে। শুভ প্রভাতে দেখতে পাবে, তোমার মাথা বিজয় মুকুট শোভিত হয়েছে। তুমি নিজেই জয়ে বিস্মিত হবে। আশাশূণ্য ও নিরানন্দ মনে কোন কাজ করো না।’’
তাই, হতাশ হবেন না। কাজ চালিয়ে যেতে থাকুন।
এবার তাহলেশুরু করা যাক। ধরুন আপনি একটা গানের কর্ড পেয়েছেন। সেটা FL Studio-তে বসিয়ে গানটা কম্পোজ করবেন কীভাবে? কীভাবে? আরে ভাই আমিও তো সেটাই বলছি।
আচ্ছা যাইহোক,
আজ আপনাদের সেটাই দেখাবো।
  • গানটা  সিলেক্ট করার পরই চিন্তা করবেন যে গানটা কোন তালের হবে। গানের তাল মনে রাখার পদ্ধতি কিন্তু তালের টিউটোরিয়ালে শিখিয়ে দিয়েছি। ধরা যাক, গানটি হলো উপমহাদেশের সবচেয়ে বেশিবার শোনা আর সবচেয়ে বেশি পরিচিত গানটা। কোনটা বলুন তো? হ্যাঁ। মান্না দের বিখ্যাত কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই এই গানটা। তো এটা কোন তালের সাথে মিলবে বলুন তো? তালের টিউটোরিয়ালটি পড়ে থাকলে অবশ্যই একবাক্যে পারার কথা। এটা নিঃসন্দেহে কাহারবা তালের সাথে মিলবে। তাই আমরা প্রথমে এই তালটি সেট করার জন্য একটা ড্রাম নেবো।
  •  FLStudio চালু করুন। Plugin Picker থেকে FPC টেনে নিয়ে আসুন। এখন বরাবরের মতোই এর উপরের ডানপাশে
    ক্লিক করে
    Fpc Ambient Groove01 সিলেক্ট করুন বা এ জাতীয় অন্যটিও সিলেক্ট করতে পারেন।

  • TEMPO প্র্যাকটিসের সুবিধার্থে 115 তেই রাখুন যদিও গানটার গতি আর একটু বেশি। ড্রামটা বাজান তো। মিউজিক ছাড়াই দুই এক লাইন গান। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই। (ভালোই লাগছিল। গান না!) বুঝতে পারছেন তো ড্রামের কোন্‌ জায়গায় কোন্‌ শব্দটাতে জোর পড়বে? তাল মিলেছে তো?
  • আবার ভাবছেন যে এইটুকুতে তো মাত্র কফি হাউজের সেই... এই পর্যন্ত গাওয়া যাবে। বাকীটুকুর জন্য কী আলাদা প্যাটার্ন নেব? না। আজ একটু সহজভাবেই শেখাবো।FPC এরPiano Roll চালু করুন বাজালে বুঝতে পারবেন যে আসলে ড্রামের কোন্‌ জায়গায় কোন্‌ সাউন্ড টা হচ্ছে। দেখবেন 1 থেকে 2 পর্যন্ত জায়গাতে অনেকগুলো Closed Hat, Snare, Kick Drum ইত্যাদির নোট বসানো আছে। এগুলো বিভিন্ন জায়গায় বসিয়ে আপনিও আপনার পছন্দমতো ড্রামের মিউজিক তৈরি করতে পারেন। 
  • তো যা বলছিলাম যে আমরা এখানেই দৈর্ঘ্য বাড়াবো। আচ্ছা, পুরো লাইনটা মানে কফি হাউজের আজ আর নেই, আজ আর নেই এই পর্যন্ত বাজাতে আমাদের কয়টা প্যাটার্ন লাগতো চিন্তা করুন তো। ড্রামটা বাজিয়েই চিন্তা করুন। হুমম। ৪ টা প্যাটার্ণ লাগতো। তাহলে আমরা এখানেই ড্রামের চারটা কার্বন কপি তৈরি করি।
  •  Piano Roll এর উপরে দেখবেন চারকোনাকৃতির একটা Select বাটন পাবেন। সমস্যা হলে মাউস নিয়ে সবগুলো অপশনের উপর ধরুন। FILE, EDIT, CHANNELS এগুলোর নিচের বক্সে প্রত্যেকের নাম শো করবে। তো Select বাটন টা তে ক্লিক করুন।এরপর মাউস দিয়ে অনেকগুলো ফোল্ডার বা ফাইল যেভাবে  সিলেক্ট করে সিলেক্ট করে সেইরকম করে সবগুলো ড্রামের নোটগুলো সিলেক্ট করুন। দেখবেন রাগে লাল হয়ে যাবে।

 

  • এই অবস্থায় উপরের কালো বারের উপরে একটি স্ক্রলবার পাবেন। ওখানে মাউস দিয়ে ক্লিক করে 3 সংখ্যাটা সবার বামে নিয়ে Abc এর একদম নিকটে রাখুন। 

  • কি-বোর্ডে Ctrl+V চাপুন দেখবেন নোটগুলো এপাশেও কপি হয়েছে। খুব খুশি নাকি? ভাবছেন আরো দুইবার এভাবে কপি করবেন? করতে পারেন। তবে এখানে একটা বুদ্ধি শিখে দিই। যারা বুদ্ধিটা শিখতে না চান, তাদের নিচের রঙীন লেখাগুলো পড়ার দরকার নেই। 
  • লক্ষ রাখবেন, যে কোনো একটা নোট 1,2,3 লেখা কালো দাগের সাথে পুরোপুরি মিলে গেছে কিনা। যায় নি। তাই না। তাহলে আমরা এক কাজ করব। যেকোন একটা নোট একদম লাইনের কালো দাগের সাথে ঠেকিয়ে দেবো। সুবিধা কী হবে পরে বলছি। 
  • ধরা যাক, যেগুলোতে ড্রামের শব্দ হবে না অর্থাৎ G#2, A2, A#2, B2, D#3, F3 অর্থাৎ মরা জায়গাগুলো বরাবর ডানে আমরা 3 এর কালো দাগ ঘেষে আমরা একটা নোট নিলাম। মাউসটা কালো বারের উপর রেখে মাউসের চাকা ঘুরিয়ে সম্পূর্ণ জ্যুম করে দেখুন সত্যিই 3 দাগের সাথে মিলেছে কিনা। মিলানোর চেষ্টা করুন। যদি না পারেন SNAP থেকে none সিলেক্ট করুন। এবার খুব সহজেই পারবেন। আশাকরি ব্যাপারটা বুঝেছেন।

 

কেনো কাজটি করালাম বলুন তো? এবার কোনোকিছু সিলেক্ট না করেই Ctrl+B চাপুন। দেখুন যতদুর নোট এসেছিল ঠিক তার দ্বিগুণ হয়ে গেল! এটা অনেক কাজে দেয়। 
একটা সার্বিক স্ক্রীনশট দিলাম।
 
যাকগে আমাদের ড্রামের মিউজিক তৈরির পালা শেষ এবার কর্ডগুলো বসাব।
অনেকেই তাল অনুযায়ী হয়তো কর্ডের জায়গাগুলো এরইমধ্যে ঠিক করে ফেলেছেন। হুমম, এবার কর্ড বসানোর পালা। তার আগে কিছু কথা। অনেকেই বলে থাকেন মেজর কর্ড কী, মাইনর কর্ড কী। দেখুন এগুলো বোঝাতে গেলে শুধু শব্দই বাড়বে, কাজের কাজ কিছুই হবেনা। আর স্কেল অনুসারে কিছু কর্ডের নামকরণ করা হয়েছে। তাছাড়া সব কর্ডই শুধু নামেই কর্ড। কর্ডগুলোকে নোট বাছাইয়ের ভিত্তিতে নামকরণ করা হয়। আর এই নামকরণের একটাই উদ্দেশ্য যে খুব সহজেই যেন ব্যবহার করা যায়।আর আলোচনার মধ্যে মেজর কর্ড নিয়েই কিছু আলোচনা হয়, মাইনর বা আর সব কর্ড নিয়ে তেমন কেউ আলোচনা করেন না। কারণ, এগুলোর আসল কাজ হলো এর ব্যবহার। তাই আপনার যদি একান্তই মেজর কর্ড, মাইনর কর্ড সম্পর্কে জানার ইচ্ছা হয় তাহলে FL Studio তে সব কর্ডগুলো বসিয়ে গবেষণা করতে পারেন। আমার কোনোই আপত্তি নেই। কেননা আমরা এর ব্যবহার শিখব। আর ব্যবহার সহজতম উপায় FL Studio-তেই তৈরি করা আছে।
মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে। একজন সফটওয়্যার ডেভেলপার শুধু একজন প্রোগ্রামারই নন, একজন ভালো মিউজিশিয়ানও। নইলে FL Studio সফটওয়্যারটা তৈরি করতে পারে! যদিও একটা বড় প্রতিষ্ঠানের সবাই মিলে এ ধরনের সফটওয়্যার তৈরি করে থাকে। তারপরও বিষয়টা তো একজনের মাথা থেকেই বেরিয়েছি তাইনা। 
যাইহোক এবার আমরা কর্ড বসাবো। এজন্য আমরা যেকোন একটা গিটার বা পিয়ানো ব্যবহার করবো।
  •  তাহলে প্রথমে Plugin Picker থেকে FL Keys নিয়ে আসুন। আমরা FL Keys এর Piano Roll-য়েই কর্ডগুলো বসাব।
  • ও হ্যাঁ ভালো কথা কর্ডগুলো কোথায় পাবেন? Google এ গানের নামের শেষে Chord লিখে একটামাত্র সার্চ দিলে যেকোন গানেরই কর্ড পাবেন। এই দেখুন আমি "কফি হাউজের" এই গানটার কর্ড নামিয়েছি। 

কর্ডগুলো ঠিক কোন্‌ জায়গায় বসবে তা তালের সাথে দুই একবার মেলালেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি চিহ্ন করে দিয়েছি। দেখুন, F#m হবে 'nei' এর সময়। সাইটের দুর্বলতার কারণে ওটা একটু ডানে চলে গেছে। এসব ক্ষেত্রে ফটো দিলে সবচেয়ে ভালো হয়। কারণ একটু এদিক সেদিক মনে করে বসালেই শেষ! যাইহোক আগের মতো এবারও আমি আপনাদের দেখাবো কিভাবে কর্ড গুলো বসাবেন। এরকম কর্ডের ক্ষেত্রে-
E = E Major
A = A Major
C#m = C# Minor
B = B Major
এছাড়াও মেজর সিক্স, সেভেন, সাসপেন্ডেড, সাসপেন্ডেড 2-4 সহ আরো নানা বহুরুপী কর্ড পাবেন। এগুলো FL Studio তে বসাতে কোনোরকম বেগই পেতে হয় না। 
  • FL Keys এর Piano Roll চালু করুন। 
  • বামপাশের উপরে Piano roll options -এর ড্রপডাউন থেকে Chord-এ যান।

বুঝতে সমস্যা হলে আগের এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।

 

  • এখান থেকে যে কর্ডটা বসাবেন তা সিলেক্ট করুন। যেমন: E Major এর সময় Mojor সিলেক্ট করুন। আর Piano Roll এ গিয়ে শুধুমাত্র E তে ক্লিক করুন। দেখবেন। কর্ডের তিনটি জায়গা-ই নোট পড়েছে। এবার সুবিধামতো টেনে-হিঁচড়ে জায়গায় বসান। আপনাদের সুবিধার্থে আমি নিচে ফটো আকারে দেখিয়ে দিচ্ছি।

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই: 


 কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই:

আর আপনাদের সুবিধার্থে পুরো কাজটির প্রজেক্ট ফাইলটা দিলাম। যাদের সাপোর্ট করবে তো ভালো। না করলে আপনাদেরই একটু কষ্ট করে তৈরি করতে হবে। ভিডিও টিউটোরিয়াল দিতে পারলাম না বলে দুঃখিত। একটু ঠান্ডা লেগেছে তো।

Download ↓↓↓

আর একটা কথা। অনেকেই দেখি ম্যাসেজ দেয় যে ভাই গান থেকে ভোকাল/ভয়েস রিমুভ করে কিভাবে। দেখুন ভাই ঐটা করলে আমার এতো কিছু করতে হতো না। আমার কাছ থেকে যদি একান্তই শিখতে চান নিয়মমাফিক শিখতে হবে। কারণ, একটা মিউজিক নিজে কম্পোজ করার মধ্যে যে আনন্দ তা যে কম্পোজ করে সেই বুঝতে পারে। সেদিন এক ভাই তার তৈরিকৃত একটা মিউজিক দেখাল। বললো যে সে এভাবে চেষ্টা করছে। চিন্তা করুন, সে কত খুশি হয়ে সবার সাথে জিনিসটা শেয়ার করেছে! আবার অনেকে SMS এর রিংটোন বানাচ্ছে। এই জিনিসগুলো আমার এতো ভালো লেগেছে। আপনি পারুন বা না পারুন। যা পারুন তাই করুন। যেটা মনে হয় সেটাই বানান, হতে পারে SMS টোন, হতে পারে রিংটোন, হতে পারে ভয়ঙ্কর শব্দ, হতে পারে ভৌতিক আওয়াজ, airtel এর রিংটোনটাই চেষ্টা করুন না! যদি আপনার চেষ্টা থাকে কিছুই আপনাকে দমাতে পারবে না।
আর DJ/Remix এই গানগুলো নিয়ে আমার বেশ আপত্তি আছে। আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবেই এই গানগুলো ঘৃণা করি, কারণ, এই গানগুলো মূলগানগুলোর স্বকীয়তা নষ্ট করে। আবার এমনও কিছু বেআক্কেল কোয়ালিটির DJ শুনেছি যে গানটির DJ/Remix প্রয়োজন ছিলনা বা করা যেত না। সে জোর করেই করেছে। গানটার কোয়ালিটিই মাটি! না জানি গানটির উপরে কত ধকল গেছে! একটু বেসুরো মিউজিক দিলে ওটাও নাকি  DJ-এর স্টাইল। সঙ্গীতের কিছু Rules আছে। নিয়ম আছে, নিয়মের ব্যবহার আছে। আর DJ দেখুন, সঙ্গীত সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা পর্যন্ত DJ গান তৈরি করে। তাহলে এটা সঙ্গীতের কোনো পর্যায়ে পড়লো? একটা মানসম্মত সঙ্গীতকে এভাবে ধর্ষণ করবেন না।
তাই অনুরোধ DJ/Remix নিয়ে কেউ আমাকে কোনো প্রকার প্রশ্ন করবেন না। আমার কথায় খারাপ লেগে থাকলে কিছুই করার নেই। DJ-এর মূল কাজ হলো বিভিন্ন পার্টি আর বারে। যেখানে অনেকেই সঙ্গী সহকারে নাচবে, ফূর্তি করবে, আরো অনেক কিছুই করবে যা আপনাদের কারোই অজানা নয়। মূল সঙ্গীতের নিয়মের ভিতরে এটাকে কখনোই আনা যাবে না। তাই যদি শিখতেই চান মূল ধারার সংস্কৃতিতে আসুন। না হলে আজকেই আমাকে আনফ্রেন্ড বা আমার গ্রুপ থেকে লিভ করতে পারেন।
আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।

Me on Facebook>>

FL Studio Group>>

Youtube Channel>>

বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাংকস । পরের পোস্ট এর অপেক্ষায় আছি ।

    @নীলোৎপল বেদী: আর কিসের উপর টিউটোরিয়াল লিখব বলেন। সবইতো লিখেছি। এখন শুধু আপনাদের প্র্যাকটিসের পালা। আর এ্যাডমিনও আমার টিউনগুলো চেইনে অন্তর্ভুক্ত করেনি। তাই মনটাও ভালো না।