ছবি নিয়ে কাজ করুন ভাল লাগা ২ টি মাত্র সফট এবং Apps দিয়ে পিসি এবং Android ব্যবহারকারীদের জন্য

আশাকরি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ছবি নিয়ে কাজ করার এক এক করে অনেক গুলো সফট জোগাড় করে ফেললাম, আগামী ছোট ছোট কাজের সফট এর মধ্যে পাবেন ছবি নিয়ে কাজ করুন দারুন দারুন সফট দিয়ে। আর বানিয়ে ফেলুন আপনার ছবিকে নানন্দিক ভাবে।

আজ ও এদিক সেদিক খোঁজা খুঁজে করে পেয়ে গেলাম ফুল ভার্সন এর ১টি ফটো নিয়ে কাজ করার দারুন সফট আশা করি সবার ভাল লাগবে।

প্রথমে এখান থেকে Frame Photo Editor সফট টি ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য সফট এর ন্যায় পিসিতে ইন্সটল দিন।
তারপর নিচের মত সিরিয়াল কি-দিন।

তাহলে প্রোগ্রাম চালু হবে।
১। Add a photo
২। Set Photo Mask
৩। Delete Mask
৪। Add Clips
৫। Select a Frame
৬। Insert Text
৭। Select Background
৮। Delete Background
৯। Delete
১০। Bring to Front
১১। Sent to Back
তারপর Add a photo ক্লিক করে নিচের অপশন গুলো দিয়ে কাজ করুন।
সবশেষ সেভ করতে চাইলে সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।

আর Android ব্যবহার কারীরা মন খারাপের কোন দরকার নেই আপনাদের জন্য ও নিয়ে আসলাম। Photor Editor নামে দারুন এক Apps ব্যবহার করে দেখুন ভাল লাগবে। আর এই Apps দিয়ে আপনি আপনার ছবিকে DSLR এর মত রুপ দিতে পারবেন। যা ফটোশপে কাজ করা অনেক সময়ের ব্যাপার। নিচের আমার স্ক্রীন শট গুলো দেখুন কেমন কাজের।
০১। কাজ করার আগে

০২। কাজ করার পরে।

আরো রয়েছে নানা ধরনের ইফেক্ট আমার মনে হয় ফটো নিয়ে কাজ করার জন্য এটাই Android ফোনের জন্য সেরা Apps!

ডাউনলোড করতে ক্লিক করুন। 
ভালো লাগলে টিউমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস