নিজে নিজেই ভিজুয়াল বেসিক শিখি এবং সফটওয়্যার বানাই !!!

অনেকেই মনে করেন প্রোগ্রামিং অনেক কঠিন এবং ভয় পাব প্রোগ্রামিং করতে ।কিন্তু জানেন কি প্রোগ্রামিং কম্পিউটার এর সব চাইতে সহজ বিষয় যা একবার শিখতে পারলে অনেক দিন পর্যন্ত মনে থাকে।

আমি আজ আপনাদের সাথে ভিজুয়াল বেসিক নিয়ে আলোচনা করবো । প্রথমেই আপনি ভিজুয়াল বেসিক ৬.০ install করুন । এরপর start থেকে program option থেকে visual basic 6.0 অপেন করুন।

এরপর একটি Form ওপেন হবে ।আপনি বাম পাশ থেকে command button রাইট ক্লিক করে form এ রাইট বাটন চেপে ধরে একটি বাটন create করুন । না বুঝলে নিচের ছবি দেখুন।

এরপর command button এ ডাবল ক্লিক করুন এবং নিচের command লিখুন :

form1.backcolor=vbred

আপনি এখানে red এর জায়গায় অন্য color ব্যাবহার করতে পারেন ।এরপর F5 চাপুন । নিচের মত একটী উইন্ডো আসবে ।

এরপর command1 এ ক্লিক করুন । দেখুন আপনার ফরম এর ব্যাককালার লাল হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি অন্য কালার ও করতে পারেন।

ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন !!! 🙂

সময় পেলে ভিজুয়াল বেসিক এবং অন্যান্য প্রোগ্রামিং এর এর টিউটোরিয়াল টিউন করবো ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hihi….valloi hoise….tobe romel bhai VB install korte IIS active kore nite hobe. seta bole dile valo hoto na? apne mone hoy vule gechen 😀
VB te amar kichu choto choto games and software banano ache.choto belay banaisilam. amio shamne share korbo. 😀
অনেক ধন্যবাদ আপনাকে 🙂 শুভ কামনা

    ভাই পুদিনা ,
    আমি এত সফটওয়্যার বানালাম কই আমি তো আপনার এই system দেখলাম না । ধন্যবাদ।

    😀 tahole thik ache 🙂 ami VB.Net a IIS setup kore nei, otherwise install hoy na.
    thanks

    ভাইয়া , vb.net & VB er set up সম্পুর্ন আলাদা। VB.net এ IIS হল সাপর্টিং ফাইল ।কিন্ত ভিজুয়াল বেসিক এ কোন সাপোর্টিং ফাইল লাগে না ।

অনেক জটিল জটিল বিষয় খুব সহজ করে আপনার বলেন তখন মনে হয় হয়তোবা এটা করতে পারব কিন্তু সাধারণত যাদের প্রোগ্রামিং শিখাবেন তারা সম্ভবত ভিবি সেটআপ করতে পারার কথা …….. চটকদার হেডলাইন তৈরী করা আর প্রকৃত ভাবে কোন কিছু সেয়ার করা সম্ভবত এক নয়…………. দয়াকরে এমন কাজ করবেন না যাতে ভবিষ্যতে পোষ্টং দেখলেই আর ক্লিক করতে ইচ্ছে না হয় !

    ভাই ,বিশ্বাস না হলে আমার কাছে চলে আসুন।খুব – ই সোজা প্রোগ্রামিং । আর আপনি ১ জন ক্লিক না করলে আমার কোন আসে যায় না । এই আপনাদের মত পাবলিক দের কারনে T T তে পোষ্ট করতে ইচ্ছা করে না ।

এমন কিছু লোক থাকে যাদের কারনে কিছু শিখা যায়না। ঠিক এখানেই তার দর্শণ লাভ করা যায়।
আপনি চালিয়ে যান। সফটওয়্যার তৈরি করা কয়জন জানে??? শিখতে পারলে অনেক কিছু।

submit your website in google search engine

visit: http://diganto24.com/Web-design/WebDesign-searchengine.html

    ধন্যবাদ রানা ভাই।
    আপনি আমার ওয়েব সাইট টা একবার ঘুরে আসতে পারেন ।আশা করি ভাল লাগবে।
    http://simantoromel.ucoz.com

Level 0

visual basic ৯-১০ বছর আগেই তার জন্মদাতা মাইক্রোসফট কর্তৃক নিহত হয়েছে। যারা প্রোগ্রামিং নিয়ে খুব একটা খাটতে চান না তারা এটা ব্যবহার করতে পারেন। যারা কম্পিউটার সম্পর্কিত বিষয় নিয়ে পড়ছেন না তাদের জন্য খুব একটা কিছু না জেনেই অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব হচ্ছে এটা ব্যবহার করার মাধ্যমে। বাস্তব কর্মক্ষেত্রে এটা একদম মূল্যহীন। আপনি যদি কম্পিউটার সম্পর্কিত বিষয় নিয়ে পড়াশোনা করেন/করছেন তাহলে আমি বলব এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। এটা মৃত ভাষা। আর আপনি এধরনের কোনো বিষয় নিয়ে পড়ছেন না, তাহলে কিছু বলার নেই। আর একটা কথা প্রোগ্রামিং করা+বোঝা যতটা সহজ মনে হয় তারচেয়েও কঠিন। এটা অনেক চর্চার মাধ্যমে হয়। ১ দিন কিংবা ১ মাসে এটা কখনো হয় না। কড়া লাগলেও যা সত্য তাই বললাম। ধন্যবাদ।

    আপনার কথা বুঝলাম না। ভিবি যদি নিহত হয় তাহলে ভিবি ৬ এর পর ভিবি ২০০৫, ভিবি ২০০৮ কেন মাইক্রোসফট বের করল???

    Level 0

    আপনি যেটার কথা বলছেন সেটা visulal basic.net(এটা MS এর নিজস্ব ফ্রেম-ওয়ার্ক, অন্য OS এর জন্য এটার অল্টারন্যাটিভ হচ্ছে mono) এটা visual basic থেকে অনেক আলাদা। বিশেষ করে OOP এর ক্ষেত্রে। বিস্তারিত জানতে http://en.wikipedia.org/wiki/Visual_Basic#Performance_and_other_issues এর Performance and Other Issues দেখুন। আর vb 6 বের হয়েছে ১৯৯৮ সালে। আপনি যেটা বলছেন ওটা vb 2005 নয় vs 2005 যেটাতে বোধহয় .net ভার্সন ছিল ২ বা ২.৫। আর vs 2008 এ মনে হয় .net version 3.5 লাগে। vs 2010 এর জন্য .net version 4 রেকমেন্ডেড। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা প্রোগ্রামিং করে/ভবিষ্যতে প্রোগ্রামার হতে চান তাদের জন্য basic নিয়ে পড়ে থাকা ঠিক না। .net শিখতে পারে। এছাড়া C, C++,JAVA ইত্যাদি শিখতে পারে। যদি ম্যাক/আইফোন রিলেটেড কাজ করতে হয় তাহলে অবজেকটিভ C শিখতে হবে।

    ভাই জাহিদ , VB 6.0 যদি মুল্যহীন হত তবে এটা ফরম ডিজাইন এ ব্যাবহার করা হত না। আর আপনি vb এর পরিচয় না দিয়ে vb.net নিয়ে এসেছেন কেন বুঝলাম না ।
    আপনি একবার বললেন ,” যারা কম্পিউটার সম্পর্কিত বিষয় নিয়ে পড়ছেন না তাদের জন্য খুব একটা কিছু না জেনেই অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব হচ্ছে এটা ব্যবহার করার মাধ্যমে।”

    আবার বললেন ,”আর একটা কথা প্রোগ্রামিং করা+বোঝা যতটা সহজ মনে হয় তারচেয়েও কঠিন। এটা অনেক চর্চার মাধ্যমে হয়। ১ দিন কিংবা ১ মাসে এটা কখনো হয় না। ”

    একমুখে ২ কথা বললে তো হবে না। আপনার কোন কথাকে বিশ্বাস করবো ।
    এখনো অনেক লোক আছে যাদের জন্য vb 6.0 অনেক জরুরি । আমি বর্নমালা না শিখে শব্দ কিভাবে শিখবো?
    vb 6.0 হল সেই বর্নমালা। আর শব্দ হল .net programming.

    আপনি -ই একটু ভেবে বলুন কি করা উচিত?

    ভিজুয়্যাল বেসিক ভাষা ব্যবহার করে কিছু না জেনেই অ্যাপ্লিকেশন তৈরী করা যায় – এ কথাটা কি ঠিক?
    এ ভাষা বা এ ভাষায় তৈরী প্রোগ্রাম একদম মূল্যহীন – এ কথাটাও কি ঠিক?
    কিছু মনে করবেন না। আপনি হয়ত অন্য ল্যাংগুয়েজে প্রোগ্রামিং করেন। তবে আপনার মন্তব্য পড়ে মনে হয়, বেসিক ল্যাংগুয়েজ সম্পর্কে আপনার ধারণা পর্যাপ্ত নয়। বেসিক ল্যাংগুয়েজ এর জগতটিও বিশাল। এত বিশাল যে, একজন তার সারা জীবন এটি শেখার পেছনে কাটিয়ে দিতে পারেন। আমি ভিজুয়্যাল বেসিক ল্যাংগুয়েজ দিয়ে করা কিছু সফটওয়্যার টেকটিউনস এ প্রকাশ করেছি। অনেকে এ সফটওয়্যারগুলো ব্যবহার করে অনেক উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেছেন। তাহলে, এগুলো মূল্যহীন কীভাবে হল? ভিজুয়্যাল বেসিক দিয়ে করা হাজার হাজার সফটওয়্যার পৃথিবীতে ব্যবহার হচ্ছে। এর সবগুলোই কী মূল্যহীন?

    ধন্যবাদ ইসমাইল ভাই । এত সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য।

    Level 0

    @ ইসমাইল ভাই ও রোমেল ভাই,
    তাহলে কি প্রোগ্রামিং শীক্ষার্থীদের জন্য এই ভিউজুয়াল ব্যাসিক শেখা অত্যাবশ্যক??
    আপনারা আশা করি ব্যাক্ষা করবেন

    আর রোমেল ভাই টিউনের জন্য ধন্যবাদ
    আশা করি নতুনদের উপযোগী করে লিখবেন
    যেমন F5 কিসের কমান্ড?
    কালার কিভাবে চেঞ্জ হল?

    @ LUCKY

    সি & ভিজুয়াল বেসিক এর কম্পাইলার ঠিক মত বুঝতে পারলে অন্য প্রোগ্রামিং শিখা খুব সহজ হয়ে যায়। তাই যারা প্রোগ্রামিং সেক্টর এ প্রবেশ করতে চায় তাদের জন্য এটা অত্যাবশ্যক ই বলবো ।

    আর আপনি জানতে চেয়েছেন ব্যাককালার চেঞ্জ হল কি করে? F5 কিসের কমান্ড ?

    F5 হল ভিজুয়াল বেসিক রান/কম্পাইল করার key
    আপনি ভাল করে পড়ে দেখুন আমি শেষে বলেছি , “এরপর command1 এ ক্লিক করুন । দেখুন আপনার ফরম এর ব্যাককালার লাল হয়ে গেছে।”
    command1 এ ক্লিক করলেই ব্যাককালার চেঞ্জ হয়ে যাবে।

    ভাই, কোন বইতেও এভাবে বিস্তারিত লিখা পাবেন না ।সুতরাং কিভাবে লিখবো আপনি একটু clear করে বললে ভাল হত।

Vaia ami ai khane pura notun.. n ami onek choto.. ami apnader kachteke onek kichu shikhte chai… samne amar SSC exam.. tai beshi shomoy kore bosha hoy na.. apnara ki amake kichu shikhaben?

Level 0

রোমেল ভাই আমি প্রোগ্রাম বানানো শিখতে চাই।
yahoo id – [email protected]
কোথায় আসতে হবে???????? ফোন – ০১৬৭০০১৭৩০৭।
প্লিজ ………………………………….

Level 0

vb 6.0 er link dan to

ধন্যবাদ

baiaaa,
please take my salam.
hope you are well !
please, send me the download link of
microsoft visual basic 6.0 or higher version …{ [email protected] }…
please ::: please :::

ভাই, আমাকে visual basic express edition 2008 এর direct download link টা দিতে পারবেন প্লীজ??? প্লিজ………

এখন চলেনা…