টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-০১] :: বেসিক পরিচিতি ও গ্রাউন্ডিং এর গুরুত্ব

আমরা মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে কমবেশি সবাই কিছু না কিছু জানি। কিভাবে মোবাইল টাওয়ার তৈরি, সংযোগ(ইকুইপমেন্ট ইনস্টলেশন) দেয়া ও একটিভ করা হয় তা নিয়ে একটু আলোচনা করবো। এগুলো আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে ও ইন্টারনেট থেকে কিছু হেল্প নিয়ে লেখা। যারা টেলিকম সম্পর্কে জানতে ইচ্ছুক, টেলিকমের স্টুডেন্ট বা টেলিকম ডিপার্টমেন্টে নতুন জয়েন করতে যাচ্ছেন তাদের আশা করি কাজে লাগবে। আগেই বলে রাখি, এখানে যা কিছু বলতে যাচ্ছি তা সম্পুর্ন বাংলাদেশের প্রচলিত জিপি/রবি GSM বেইস নেটওয়ার্ক সিস্টেম।

প্রথম ধাপঃ

আমাদের দেশে মোবাইলের টাওয়ার সাধারনত তিনরকমের রকমের হয়ে থাকে। ১.আউটডোর বেইজমেন্ট টাইপ ২.পোল টাইপ ৩.ইন্ডোর টাইপ

Tower

পোল টাইপ সাধারনত উচু বিল্ডিং এর ছাদে এলুমিনিয়াম বা লোহার পাইপকে ড্রিলিং করে ছাদের উপরে বসানো হয়। এর সাথেই সরাসরি GSM & Microwave এন্টেনা লাগানো হয়ে থাকে। আউটডোর বেইজমেন্ট টাইপ টাওয়ার গুলো সাধারনত আমরা সচরাচর যেগুলো দেখে থাকি গ্রামের বড় বড় ৪লেগ বা ৩লেগ এর টাওয়ার গুলো। ইন্ডোর এর কোন টাওয়ার থাকেনা বড়বড় শপিংমলে বা কর্পোরেট অফিসের ছাদের সাথে সরাসরি স্তনাকৃতির বা লম্বা স্ট্যান্ড এন্টেনা লাগানো হয়ে থাকে।

সতর্কতাঃ

টাওয়ার নিয়ে এইজন্য বললাম যে, আমরা সবাই জানি অদৃশ্য এই ওয়েভ গুলোর সাথে মানুষের দেহের সাথে চরম শত্রুতা রয়েছে। আর বজ্রপাত হলে উচু টাওয়ারগুলোকে আগে বেছে নেয়। প্রতিটি টাওয়ারের সাথেই মাটিতে গ্রাউন্ডিং পিট করা আছে যাতে বজ্রপাত সোজা মাটিতে চলে যেতে পারে। যাদের বাসার ছাদে টাওয়ার করা আছে তারা অবশ্যই খেয়াল রাখবেন যে টাওয়ারের প্রতিটি লেগ মাটিতে পুতে রাখা ৫০ ফুটের অধিক গভীর নিচের আর্থিং পিটের সাথে সংযুক্ত করা আছে। নয়ত বজ্রপাতের বিপদে পড়ে পুরো বিল্ডিং ক্ষতিগ্রস্থ হতে পারে। দুর্বল বাড়ির ছাদে টাওয়ার করা উচিত নয় আর আর্থিং নষ্ট হয়ে গেলে অতি দ্রুত নতুন করে সংযোগ করে দেয়া উচিত।

আউটডোরে আমরা খালি চোখে যা যা দেখি- লম্বা লম্বা এন্টেনা আর ঢোলের মত ডিসের এন্টেনা। লম্বা গুলো GSM ব্যান্ড এন্টেনা। এগুলোর মাধ্যমেই মুলত মোবাইলে নেটওয়ার্ক সাপ্লাই দেয়া হয়ে থাকে। ডিস এন্টেনা গুলোর নাম মাইক্রোওয়েভ এন্টেনা। মাইক্রোওয়েভ এন্টেনার মাধ্যেমে ট্রি আকারে সেন্টার (HiT) টাওয়ার বা Root এর সাথে সংযোগ থাকে। অর্থাৎ মাইক্রোওয়েভ এন্টেনার  মাধ্যেমে প্রতিটি টাওয়ারইসেন্ট্রালাইজড করা থাকে।

 

আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো জি এস এম এন্টেনা নিয়ে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর। আমিও টেলিকম এর একজন ছাত্র। আশা করি টিউনটা চালু রাখবেন।

    সাথেই থাকুন। আশাকরি কিছুটা হলেই বাস্তব টেলিকম সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।

ভাল লাগল । চালিয়ে যান ।

    হু। চেষ্টা করবো শেষ পর্যন্ত চালিয়ে যেতে, ধন্যবাদ আপনাকে ।