গিম্প টিউটোরিয়াল [সাদাকালো ছবি কালার করা]

গিম্পে সাদাকালো ছবিকে কালার করার অনেকগুলো উপায় আছে। পর্যায়ক্রমে তা দেওয়ার চেষ্টা করব। আজ কালারাইজেশনের মাধ্যমে সহজেই কিভাবে ছবিকে কালার করবেন তা দেখানো হবে। প্রথমে আপনার কাংখিত সাদাকালো ইমেজটি গিম্পে ওপেন করুন।

আমি ওপেন করলাম এই ছবিটি।

সাদাকালো করা ছবি ওপেন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ছবিটি RGB মুডে থাকে। RGB না থাকলে করে নিন। এজন্য Image>Mode>RGB এ যান। ছবি কালার করার ক্ষেত্রে ছবির দিকে খেয়াল রেখে ছবিকে মনে মনে কয়েকটি ভাগে ভাগ করে নেবেন যেমন এই ছবিটিকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি
১। ত্বকের অংশ
২। ব্যাকগ্রাউন্ড
৩। জামা
৪। অন্যান্য (যেমন- চুল, চোখ, ভ্রু ইত্যাদি)

আমরা পর্যায়ক্রমে সব অংশ কালার করে নিব। প্রথমে ত্বকের অংশ ব্লক করে নিব। অনেকভাবে গিম্পে ব্লক করা যায়। আমরা করব Free Select Tool (F) দিয়ে। এই টুল দিয়ে সহজেই আপনি কোন অংশ ব্লক করতে পারবেন। তবে ব্লক করার সময় ছবিকে বড় করে নেবেন তাহলে ব্লক করা ভালো হবে। ছবি বড় করতে Ctrl+মাউসের চাকা ঘুরালেই হবে। আপনার যদি ছবিতে একাধিক অংশ ব্লক করার প্রয়োজন হয় তাহলে এক অংশ ব্লক করার পর অপর অংশ শুরু করার সময় শিফট চেপে ধরে ব্লক করুন। তাহলে একাধিক অংশ সহজেই ব্লক করতে পারবেন। যেমন আমি উপরের ইমেজের ত্বকের অংশ ব্লক করেছি

এভাবে ব্লক করার পর Colors>Colorize এ যান।

এখানে Hue, Saturation, lightness নামে তিনটি অপশন পাবেন। এগুলো স্ক্রল করে কালার আনুন। নানা রকমের কালার পাবেন। এখানে ত্বকের কালার আনতে চেষ্টা করুন। যেমন আমি নিচের মত মান দিয়েছি

তাহলে চিত্র এরকম পাবেন

এই যে পাঠক! যাবেন না! আরও অনেক কাজ বাকী।

আমরা শুধু ত্বকের কালার করলাম। এখন আমরা একইভাবে জামার কালার করব। এজন্য আপনাকে পূর্বের মতই জামার অংশকে ব্লক করতে হবে।


এরপর আবার Colors>Colorize এ যান।

তারপর ইচ্ছেমত স্ক্রল করে কালার দিন। যেমন আমি নিচের মত মান দিলাম

আর ফলাফলটা এমন পেলাম

এর পরের অংশ ব্যাকগ্রাউন্ড এর ব্যাপার। আশা করি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদান্তে ঃ রাসেল ভাই, ইমন ভাই & আসাদ স্যার

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ সুন্দরভাবে বুঝতে পারলাম। যদিও এমনটি যারা ফটোশপ জানে তারাও পারবে তারপরেও নতুন একটি সফটওয়্যার এর মাধ্যমে জানা গেল। টেক্সটে সুন্দর ইফেক্ট কিভাবে দেয়া যায় সেটি দেখেতে পারেন……
http://nextbarisal.com/bangla_version/index.php?action=p_9

    ধন্যবাদ আল-আমিন ভাই। আমি আসলে এটি নিউ ইউজার + ফটশপে পারদর্শি সবার জন্য দিয়েছি।আপনার text effect টাও সুন্দর

সুন্দর একটি টিউনের জন্য ধন্যবাদ।

সুন্দর সফট শেয়ার করার জন্য ধন্যবাদ,
যদিও প্রশ্নটা টিউনের শিরনামের সাথে যায় না তবুও জানতে চাইতেছি,
এইটা দিয়ে কি রঙ্গিন ছবিকে সাদা কালো করা যায় কিনা কারন এখন সাদা কালো ছবি খুব একটা নাই সবই রঙ্গিন ছবি।
আর ছবিটি কার রোমেল ভাই।

    dhonnobad ataur vai.
    amar computer e bangla font problem korche. এইটা দিয়ে রঙ্গিন ছবিকে সাদা কালো করা যায়. আর ছবিটি amar ek vai er meye.

    ভাই রোমেল……………….। ছবিটি আপনার এক ভাইয়ের মেয়ে!!! আপনার ভাইয়ের নাম কি?

    rasel vai.

জটিল।

আমি অল্প কিছু দিন ধরে গিম্প ব্যবহার করছি ,এটা আমার দরকার ছিল,আচ্ছা গিম্পের ওপর কি আরও টিউন আছে টিটিতে ? প্লিজ গিম্প নিয়ে লিখবেন,গিম্পে ব্যকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে (ইরেজার দিয়ে না মুছে শুধু বডির প্রান্ত সিলেক্ট করে ফটোশপে যেভাবে করে)
আমি গিম্পে একেবারেই নবীন,ইউটিউব থেকে অতি সামান্য কিছু শিখেছি মাত্র।

আপনার স্বাস্থ্য কেমন আছে? ভাল তো ?

    shahed vai,

    gimp niye TT te r kono tune nai . r ami must eta niye agamite aro likhbo. agamite likhbo kivabe background change korte hoy.

    ami ekhon apnader doway mutamuti valoi achi. dhonnobad amar jonno dowa korar jonno.

    valo thakben

    Level 0

    বাংলায় টিউটো পাবেন http://forum.linux.org.bd/viewtopic.php?f=42&t=1169 আর এখানে [http://www[.]techdrivein[.]com/2010/08/top-15-gimp-tutorials-from-around-web[.]html]

realy nice tunes. thnx for sharing