টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-০৯] :: সিগনাল বুষ্টার আপনার বাসার নেটওয়ার্ক সমস্যার সমাধান(বিশেষ টিউন)। রিপিটার সেটিং করার পদ্ধতি।

আমাদের দেশে ৩জি নেটওয়ার্ক চালু হলেও, এখনো এমন অনেক রিমোট প্লেস রয়েছে, যেখানে ৩জি তো দুরের কথা ২জিই ভালোভাবে পায় না। কথা থেমে থেমে যায়, অস্পষ্ট সিগনাল রেঞ্জ, বিশেষত যারা গ্রামে থাকেন তাদের টিনের ঘরে নেটওয়ার্ক পায়-ই না ভালোভাবে। শহরের বদ্ধ রুমের মাঝে অনেকেই ৩জি নেটওয়ার্ক কাভারেজ পান না ঠিকমত। শহরের বড়বড় শপিং মলে ও কর্পোরেট অফিসে নেটওয়ার্ক প্রোভাইডাররা নিজে থেকেই রিপিটার লাগিয়ে দেয় যাতে ভালোভাবে নেটওয়ার্ক পায়। আপনি ইচ্ছা করলে নিজেও কিছু টাকা খরচ করে রিপিটার কিনে নিতে পারেন। কিন্তু তার আগে সিগনাল সম্পর্কে জানার জন্য নেটওয়ার্ক প্রোভাইডারদের সাথে যোগাযোগ করে নেয়া ভালো। রিপিটার সেট করা খুবই সহজ, সম্পুর্ন ফ্যাক্টরি মেড হওয়ায়, যে কেউ নিজেই সেট করে নিতে পারেন।

প্রোভাইডারের সাথে ভালো রিলেশন থাকলে অনেক ক্ষেত্রে ফ্রি ফ্রি ও পেতে পারেন রিপিটার সেট। উনারা নিজেরাই লাগিয়ে দিয়ে যাবেন। তাছাড়াও আপনি নিজে কিনে নিলেও যোগাযোগ করতে হবে এন্টেনা ডিরেকশন, নেটওয়ার্ক রেঞ্জ ও ফ্রীকুয়েন্সি সম্পর্কে জানার জন্য।

রিপিটার কেনার জন্য অনলাইনের Ebay বা আলীবাবা সাইটে অর্ডার করে নিতে পারেন। এতে শিপিং চার্জ সহ ১০/২০ হাজার টাকার মত লাগতে পারে। হোম ডেলিভারীতে ৩ দিন থেকে ২১ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। দেশের মার্কেটে কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই। তবে খুজে দেখতে পারেন, পেতেও পারেন।

ইন্সটলেশন করার প্রক্রিয়াঃ-

১. আপনার হাতের মোবাইল নিয়ে বাসার ছাদে যান, অথবা গ্রামে থাকলে রুমের পাশের গাছে উঠতে পারেন, যেখানে আপনার মোবাইলে স্ট্রং সিগনাল পাওয়া যাবে, অর্থাৎ নেটওয়ার্ক বার ফুল শো করবে। কথা বলার সময় বা নেট ইউজের সময় নেটওয়ার্ক সিগনাল বার আপডাউন করবে না। ভালো পারফর্মেন্সের জন্য সিগনাল কমপক্ষে -70 dbm হতে হবে।

২. এবার আপনার আউটডোর স্থায়ীভাবে এন্টেনা যেখানে সেট করবেন তার জন্য লোকেশন নির্ধারন করে নিন। বাসার ছাদের কার্নিশে ড্রিল নাট বোল্ট দিয়ে শক্ত করে লাগাতে পারেন। গ্রামে থাকলে লম্বা সিমেন্টের খুটি (২০০/২৫০-টাকা) ব্যবহার করতে পারেন। এন্টেনা পোর্ট+ক্যাবল পোর্ট টেপ দিয়ে পেচিয়ে ভালোভাবে ওয়াটার প্রুফ করে দিন।

৩. রুমের যেখানে আলো-বাতাস থাকে কিন্তু রোদ বা বৃষ্টির পানি না আসে সেখানে ওয়ালে মাউন্টেড করে রিপিটার সেট করে নিন। রিপিটার পাওয়ারের জন্য এর পাশে একটা বিদ্যুতের লাইন করে নিন, রিপিটারের এডাপ্টার লাগানোর জন্য।

৪. রুমের রিপিটার (BTS Port) ও আউটডোর এন্টেনার মাঝের কো-এক্সিয়াল ক্যাবল কানেক্টরের সাহায্য শক্ত করে লাগিয়ে নিন। (ক্যাবলের সর্বোচ্চ মাপ-১০ মিটার)।

৫. আপনি রুমের যেখানে বসে বেশি নেট ইউজ করেন সেখানের ইন্ডোর এন্টেনা সেট করে নিন।

৬. রিপিটারের ইন্ডোর এন্টেনা পোর্টে (ANT/MS Port) ইন্ডোর এন্টেনার ক্যাবল লাগিয়ে নিন।

এডজাষ্টমেন্ট অ্যান্ড এলাইনমেন্টঃ-

এরপরেও ভালোভাবে নেটওয়ার্ক নাও পেতে পারেন। সিগনাল এডজাষ্টমেন্ট করার জন্য নিচের পদক্ষেপ গুলো নিতে পারেন।

বাইরের এন্টেনা কাছাকাছি টাওয়ারে সংযুক্ত এন্টেনার দিকে মুখ করে দিন। ক্যাবলের পোর্ট গুলো চেক করুন ভালোভাবে লেগেছে কিনা। ভালো কানেকশন পাবার জন্য ইন্ডোর এন্টেনার দুই-মিটারের মধ্যে থাকুন। এরপরেও যদি ভালো নেটওয়ার্ক না পান তাহলে বাইরের এন্টেনা মুভ করতে থাকুন যতক্ষন পর্যন্ত স্ট্রং সিগনাল না পান। *(গ্রামে বিটিভি দেখার জন্য বার বার এন্টেনা ঘুরাতাম ক্লিয়ার ছবি দেখার জন্য। একই ভাবে ট্রাই করুন)।

নোটঃ- ভালো সিগনাল পাবার জন্য দুই এন্টেনার মাঝে সর্বোচ্চ ২০ মিটার দুরুত্ব রাখতে পারেন। আর আউটডোর ও ইন্ডোর এন্টেনার মাঝে অবশ্যই দেয়াল রাখতে হবে, না হলে দুই এন্টেনার সিগনাল কনফ্লিক্ট করবে।

 

আপনি যদি কয়েকটি রুমে নেটওয়ার্ক পেতে চান তাহলে রিপিটারের ANT/MS পোর্টে 3 Way বা 4 Way কানেক্টর ব্যবহার করতে পারেন। একটি রিপিটারের সাথে ৪/৬ টি ইন্ডোর এন্টেনা ইউজ করতে পারেন। এগুলোকে 3way/4 Way - RF পাওয়ার স্প্লিটার ও বলা হয়ে থাকে।

যেথায় রিপিটার পাবেনঃ-

ব্যক্তিগত ভাবে রিপিটার কেনার আগে অনলাইনের এই লিঙ্ক গুলোতে দেখে নিতে পারেন।

বাংলাদেশি সাইটে GSM Signal Booster Repeater এর পুর্ন স্পেসিফিকেশন দেয়া আছে। যদিও প্রোডাক্ট এখন স্টক আউট অফ দেখাচ্ছে।

আর যদি কেউ কর্পোরেট লেভেলের কিনতে চান তবে আলিবাবা সাইটের 2g/3g/4g signal repeater হাই-গেইন এমপ্লিফায়ার টি দেখতে পারেন। এখানে ছবি সহ ডিটেইলস দেয়া আছে।

আমাজন সাইটে Mobile Signal Booster দেখতে পারেন।

ই-বাই সাইটেও পেতে পারেন আপনার কাংখিত Cell Phone Signal Booster টি।

 

প্রথম পর্বের লিংক

(আর্থিং-গ্রাউন্ডিং)

২য় পর্বের লিংক

(GSM Antenna-এলাইনমেন্ট)

৩য় পর্বের লিংক

(ফিডার ক্যাবল সেটিং)

৪র্থ পর্বের লিংক

(RRU-MRFU-RF Signal)

৫ম পর্বের লিংক

(MW Antenna Setting-MW Alignment)

৬ষ্ঠ পর্বের লিংক

(IDU-DDF-E1 -GSM Net Structure)

৭ম পর্বের লিংক

(GSM Net Structure-BTS 3900A-EMU)

৮ম পর্বের লিংক

(রেক্টিফায়ার-মডিউল-পাওয়ার)

 

 

আরো কিছু জানার থাকলে টিউনমেন্টে বলতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো টেলিকমিউনিকেশন সিস্টেমের কমিশনিং এর ধাপ গুলো নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

 

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস