আপনার ছবিকে পাল্টে ফেলুন অক্ষরে! আর চমকে দিন বন্ধুদের ।

হটাৎ করে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সাইটটি। তাই তাড়াতাড়ি শেয়ার করলাম আপনাদের সাথে। বেশী কিছু বলব না আজকে। সরাসরি টিউনে চলুনঃ

১. প্রথমে এই সাইটে ঢুকুন এইখানে ।

নিচের মত একটা পেজ দেখবেন।

২. ছবিটি ব্রাউজ করে। আপলোড করুন। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আরেকটি পেজ আসবে।

৩. আপনার নাম দিয়ে সাবমিট করুন।

৪. এরপর ছবিতে দেখানো প্রক্রিয়া শেষ করে। ডাউনলোড করে ফেলুন।

আমারটার স্ক্রিনশট দেখুন ।

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে মাখন ভাই যে, বাহ সাইটটা ভালই লাগল, ছবি আপ্লোড করলাম আর টেক্সট হ্যে গেলো!!! ধন্যবাদ শেয়ার করার জন্য।

    এক্কেরে ডিজিটাল….মেশিনে তৈরি হা হা হা

makhon bai jotilsssssssssssssss

    থ্যংকু 😉 😉 😉 🙂 😉 😉 😉 🙂 😉 😉 😉 🙂 😉 😉 😉 🙂 😉 😉 😉 :)…………………

জকস কই?

    পিপি ভাই, http://www.digitalconsciousness.net/jokes/tech.phtml এই লিঙ্কে নাকি টেকনোলজি সম্পর্কে হেভি জোকস আছে। দুঃখের ব্যাপার ইংরেজীতে???? আমি তো আবার……কষ্ট করে আপনিই ঘুরে আসুন। 🙁 🙁 🙁

    হাহা, নাহ নাহ, ওভাবে জকস পড়ার ইচ্ছা বা টাইম নাই আসলে। তবে কেউ টিউনের মাঝে দিয়ে দিলে পড়া হবে আরকি। গতবার আপনার টিউনে যেমন দিয়েছিলেন মজা পাইছিলাম। হাহা

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    আপনাকেও ধন্যবাদ! 😉

এটা ছোট একটা সফটওয়্যার দিয়েও করা যায়। আমার টিউন দেখুন এখানে
https://www.techtunes.io/photography/tune-id/36860/

তবে সুন্দর টিউন হয়েছে মাখন ভাই।

    আয় হায়! আপনার টিউনটা আমার মিস হয়ে গেছে। সফট টা ডাউনলোড করে ফেললাম। হা হা হা 😉 😉 😉

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ইয়াহুউউউউউউউউ….আবার……. 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 😉 😉

জটিল ……….

হাসান যোবায়ের ভাইয়ার সিস্টেম আর আপনারটা একই তবে করার ধরণটা আলাদা।
ভাল লাগল ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ আর ঈদ মোবারক।

আসলেই দারুন জিনিস। ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ আর ঈদ মোবারক। 😉

Level 0

wow….,,,,!!!

Level 0

খুব পছন্দ হল।

অসাধারণ লেগেছে। ঈদ মোবারক আপনাকে।

Daron Vaia. Share korar jonno thanks……….

======Make Money Online from Bangladesh with Unipay2u =====
http://maketakaonline.com/2010/11/make-money-online-from-bangladesh-with-unipay2u-part-2/

jotil…………….

@ dr.shamim, @ হাবীবুল্লাহ আল কাছেম, @ MakeটাকাOnline.Com, এবং প্রিয় সাবিহা ঈদ মোবারক।

মাখন নামটা কাজের সাথে মিলে যাচ্ছে কিন্তু। ধন্যবাদ

দারুন মজা পেয়েছি! ধন্যবাদ মাখন ভাই… 🙂

Level 0

ভাই ,আপনার সিস্টেম অনুযায়ী তো সবই করলাম কিন্তু, ছবিটি তো picture format আসে না। নোটপ্যাডে দেখায় কেন? আমি এটা কীভাবে photo আকারে দেখতে পাব? একটু খুলে বলুন, প্লিজ…

    ওহ, দুঃখিত দেরি হবার জন্য। আসলে এটার মূল কাজেই হল আপনার ছবিকে শব্দ দিয়ে প্রকাশ করা। আর আমি এখানে ছবি দেয়ার জন্য একটা ট্রিক্স কাজে লাগেয়েছি। আপনার ছবিটা ডাউনলোড করার পর নোটপ্যাড দ্বারা খুলুন। তারপর ফন্ট এমনভাবে সেট করুন যাতে সম্পূর্ণ ছবিটা দেখা যায়। এরপর, কি-বোর্ড থেকে “PRTSC/SYSRQ” কি টা প্রেস করে “Start>All Programs>Accessories>Paint এ গিয়ে Ctrl+v ছাপুন। দেখবেন আগের স্ক্রিনের ছবিটা চলে এসেছে। তারপর আপনার প্রয়োজনীয় অংশটুকু Crop করে সেভ করুন,
    একেবারে বিস্তারিত বললাম, কিছু মনে করবেন না। 😉

    Level 0

    মাখন ভাই, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমি হয়তো এই প্রথম কোন কমেন্ট করলাম, এবং তার উত্তর পেলাম। মানে নতুনতো তাই। প্রযুক্তির দিক থেকে আমি একটু কাচা। কিন্তু আমার ইচ্ছা এ বিষয়ে আরো নিজেকে সমৃদ্ধ করা। কিন্তু কীভাবে সম্ভব? কোন প্রক্রিয়ায় এগোলে আমি ভালো করতে পারবো, জানাবেন কি?
    আর সুন্দর সমাধান দেয়ার জন্য আমি খুব খুশী। ভালো থাকবেন।

    আপনি টেকটিউনসে নিয়মিত আসেন তো? এর সাথেই লেগে থাকুন। যেহেতু নতুন বলছেন তাই আপনার উচিত হবে। পুরনো টিউনগুলো পড়তে থাকুন। ইনশাল্লাহ, অনেক কিছুই শিখতে পারবেন।

Level New

ভাই এ সফটওয়্যার টা অনেক দিন ধরে খুঝতা ছিলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসাম শালা !!!

“Technology Everywhere” থেকে ঘুরে আসলাম। কিছুই বুঝলাম না। আমি তো ইংরেজী আবার অনেক বেশী বুঝি। হা হা হা 🙂 🙂