Photoshop নিয়ে ধারাবাহিক tune (part-1)

সবাই নিশ্চই ভাল আছেন।আজকে আমি শুরু করব photoshop নিয়ে ধারাবাহিক tune part-1

আমি আমার সবোচ্চ চেষ্টা করব।না বুজাতে পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা যেমন রচনার introduction লেখি তেমনি আজকের part-1 হচ্চে photoshop এর introduction.

এবার শুরু করা যাক।

Photoshop install করুন ,এরপর open করুন।এরপর এরকম একটি page আসবে।

টুল বক্স

Photoshop এর বামপাশে লম্বালম্বি ভাবে টুল বক্স অবস্থান কবে।এতে brush tool.lasso tool,move tool,type tool,pen tool,rectangle tool,zoom tool,ইত্তাদি থাকে।

হিডেন টুল

টুল বক্স এর টুল গুলোতে right click করলে হিডেন টু বেরিয়ে আসে।

Title bar

Photoshop open করলে যে পেইজ টা আসে তার সবচেয়ে উপরে যেখানে adobe photoshop লেখা থাকে সেতাই title bar.

Menu bar

Title bar এর নিচে যে bar এ file,edit,image,layer,select, এগুলো থাকে তাকে menu bar বলে।

Palette

Photoshop এর ডানপাশে নিচের পেইজ এর মত অংশ থাকে একে palette বলে।

Introduction শেষ।এবার description.

Lets go,don’t fear.

1…………………….

প্রথমে file এ গিয়ে new click করুন।

নিছের মত একটি box আসবে।

এই বক্স টা এডিট করতে হবে। width এ 426,ডানপাশে pixel select করতে হবে।

তারপর height এ 426. ,ডানপাশে pixel select করতে হবে।

Reslution 71 ,ডানপাশে pixels/inch select করতে হবে।

Colour mode এ RGB colour mode select করতে হবে।

Background white select করতে হবে।

তারপর ok click করতে হবে।

তারপর একটি window আসবে।

তারপর,টুল বক্স এর নিচের দিকে colour এর বক্স হতে উপরের টি foreground colour বক্স এ click করুন।নিচের মত একটি window আসবে।

যেকোন একটি colour select করুন।তারপর ok click করুন।

এরপর,tool box হতে brush tool টি select করুন।এবার সাদা window টিতে মাউস এর left side টি click করে ধরে রেখে কিছু লিখুন।

তারপর,photoshop এর পেইজ এর সবচেয়ে উপরে বামে file এ click করে close এ click korun.photoshop আপনার কাছে জানতে চাইবে এই file কি আপনি save করবেন নাকি করবেন না।আপনি save এ click করুন।তারপর,computer এর যেকোন স্থানে save করুন।।

2………………….

এবার আসুন photoshop এর আরেকটু অংশ জানি।

আগের মত file এ গিয়ে new তে গিয়ে নতুন window খুলুন।

তারপর tool box হতে type tool select করুন।

তারপর পেইজ এ গিয়ে কিছু টাইপ করুন।তারপর,tool box হতে move tool select করে লেখা টিকে ডানবাম দিকে সরান যাবে।তারপর save করুন।

এই tune টি কেমন লাগল জানাবেন।photoshop বিষয়ে tune নিয়ে  আবার হাজির হব।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর একটি টিউন করার জন্য ধন্যবাদ। ধারাবাহিক উপস্থাপনা সকল নতুন ভিজিটরদের জন্যই উত্তম হবে আর পুরনো ভিজিটর পাবে নতুন কিছু টিপস।
কিছু সহজ প্রজেক্ট দেখুন নিচের লিঙ্ক থেকে বাংলা এবং ইংরেজী দুই ভাষায়…
http://nextbarisal.com/english/graphic_design.php

সাবিহা আপু, আপনি ফটোশপ শিখাতে যেয়ে ফটোশপ কি? এবং এতে কি ধরণের কাজ করতে পারি এ ধরণের কিছুটা পরামর্শ দিলে বেশ ভালো হতো তার পরও আপনাকে ধন্যবাদ॥

    ভাই এই tune টা করতে আমার ৪ ঘন্টা লেগেছে।আরও বিস্তারিত লিখতে গেলে আমি শেষ হয়ে যেতাম।তবে সামনে আরও বিস্তারিত লেখার ইচ্চা আচে।দোয়া করবেন।

    সাবিহা নামটা শুনলেই আমার এক বন্ধুর কথা মনে পড়ে যায়। ওকে আমরা তাবিজ ডাকতাম। হা হা হা, ওর নাম ছিল তা… বিন জ…। টিউন ভাল হয়েছে। এরকম সহজ করে করে লিখবেন। দেখি এবার শিখা যায় কিনা।

    vai apnar montobbo er jonno bose thaki.thanks for comment.

ভাল লাগল টিউনটি, ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাল টিউন নতুন কাজ এ লাগ েব । photoshop বিষয়ে tune নিয়ে করার জন্য অেনক সময় লাগে । আপনার সােথ এক মত

অনেক কষ্ট করছেন । আশা করি এমন সুন্দর টিউন চালাইয়া যাবেন । ধন্যবাদ ।

মাঝখানে গিয়ে ছেড়ে দেয়া যাবে না। শেষ পর্যন্ত যাওয়া চাই।

ভাই আমার পেনড্রাইব এ কিছু ছবি আছে । আমি চাই সেই ছবিগুলো ল্যাব থেকে প্রিন্ট করতে । আমার ছবিগুলো এখন ডিবি সাইজ এ আছে । তো ভাইদের কাছে আমার প্রশ্ন যে
১। পাসপোট ছবির সাইজ কত হবে ? ( দৈঘ্য , প্রস্থ )
২।রেজুলেশন কি পরিবতন করতে হবে?
৩।শুনেছি কয়েকটা পেজের ফরম্যাট আছে যা প্রিন্ট করতে ৯-১০ টাকা খরচ হয়।(৪ টা ও ৬ টা পাসপোট ছবি) তা কিভাবে ঐ ধরনের পেজে সেভ করে ল্যাবে নিতে পারব । ডিটেইলস জানতে চাই ।

ভাইদের পরামশের অপেক্ষায় রইলাম । ধন্যবাদ ।

ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে লিখার জন্য।

এবার Photoshop টা শিখেই ফেলব।আশা করি কন্টিনিউ করবেন।ধন্যবাদ।

ami onak din holo techtune a ache but aj protom comment korlam 🙂 khob valo laglo. ami photoshop dia pic ar background change korta parsi na. pls kivhaba korta parbo bolla valo hoto. donnobad apnar tune ar jonno :))

    apnar prothom comment er jonno thanks

    Level 0

    আপনার ছবির ব্যাকগ্রাউন্দ এক কালার মানে এক রঙের হলে আপনি ছবিটি ওপেন করে W চাপুন মানে CS4 এর ক্ষেত্রে Magic WAND Tool সিলেক্ট হবে ওই কালারে সিলেক্ট করুন Delete করুন
    এর পর যে কালার দিতে চান সেই কালার ফোরগ্রাউন্ড কালার হিসেবে দিন এবং পেইন্ট বাকেট টুল(G) সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন
    আর যদি সেভারেল কালার হয় সেক্ষেত্রে পলিগোনাল লেসো টুল ইউজ করবেন(L) তারপর আপনার শরীরের যতটুকু রাখতে চান তাকে আবদ্ধ করুন, এরপর প্রথম ও শেষ বিন্দু এক করে ফিনিশ করুন
    এরপর CTRL+C মানে কপি করুন
    CTRL+N মানে নিউ পেইজ নিন
    CTRL+V দিন মানে পেষ্ট করুন
    ব্যাস হয়ে গেল 😀 😀 😀
    যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন অনলাইন সলুশান সেন্টার
    http://www.facebook.com/ComputronicsBD

খুবই ভাল লাগল । নতুন করে শিখতে পারব। গ্রাফিক্স potoship শিখার বড়ই শখ ছিল । কিস্তু আমি new তে click করলে save preset…- delete preset….bit – advance এ গুলো নেই। আর বাকিটা ঠিক আছে। আমি Photoshop 7 use করছি

apu thnx. asa kori aita continue kore jaben.majpothe theme jaben na.ami photoshop motamuti pari kintu ja problem cilo asa kori ta kete jabe.anyway thnx again

অনেক ধন্যবাদ।দেখি Photoshop শিখতে পারি নাকি। পরের tune এর জন্য অপেক্ষায় থাকলাম

হাটি হাটি পা পা করে যেভাবে এগিয়ে যাচ্ছেন খুবই ভাল লাগলো.. চালিয়ে যান… ধন্যবাদ… 🙂

অনেক ভাল একটা কাজে হাত দিলেন শেষ পর্যন্ত চালিয়ে যাবেন আশা করছি।
আপনার জন্য শুভ কামনা রইল,
আর অনুমতি দিলে টিউটোরিয়াল্টা আমি আমার ব্লগে প্রকাশ করতে চাই,প্রকাশিত হবে আপনার নামেই।

Level 0

সাজিয়ে লেখার জন্য ধন্যবাদ
আর হা প্রথমে সবাইকে সফটের লিঙ্ক দিয়ে দিতেন, তাহলে প্রথম থেকে যারা শুরু করছে তাদের সুবিধা হত
যাই হোক আমি ফটোশপ ৭ এর লিঙ্ক দিচ্ছি(লো কনফিগারেশান পিসির জন্য)
http://www.facebook.com/topic.php?uid=84918604377&topic=15171

    Level 0

    আর চি এস ৪ এর ভার্শন টা হল এখানে
    http://www.mediafire.com/file/jzuxmyyqmdy/photoshop_cs4_micro%20by%20LuckyFm.exe

    vaia apnake osonko dhonnobad.

    Level 0

    আপনাকেও ধন্যবাদ,
    আর হা পারলে আগামী টিউনে পারলে লিঙ্ক দুটো আপডেট হিসেবে দিয়ে দিয়েন, বা যেকোন লিঙ্ক দিয়েন,
    আমি সিউর অনেকে উপকৃত হবেন 🙂
    ভাল থাকবেন

    apnar link duto die dibo.

আমি শেখা শুরু করলাম আপু!!!
আশা করি হেলৃপ পাবো!!!
Thanks!!!!

Thanks

Khub valo hoy_cha, Asah kori aro diben