এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-১)

কেমন আছেন আপনারা সবাই?আজ আমি আপনাদের কে ইংরেজী শিখার কয়েকটি গুরুত্বপুর্ন বিষয় শিখাব। আর একটি কথা ,শিক্ষার কোন বয়স নেই এবং কোন কিছু শিখতে হলে লজ্জা এবং ভীতি কে দূরে ঠেলে দিতে হবে।

সুতরাং আপনিও যোগ দিন আমার সাথে ।
আপনাদের কে আমি শিখাব সবচাইতে গুরুত্বপুর্ন বিষয় - Parts of speech
আমি আপনাদের জন্য একটি ছড়া লিখেছি-
--------------------------------------------------------------
ছড়া
--------------------------------------------------------------

নয়নে যাহা পড়ে তাহাই Noun,

verb এর হল হাটাহুটা,

Pronoun এর বদলি খাটা;

Adverb এর রকম সকম।।

adjective দোষ-গুনে গায় গান,

Preposition এর অবস্থান;

যোগ-বিয়োগে conjuction,

সুখে -দূঃখে interjection।।


Noun:
- নয়নে যাহা পড়ে তাহাই noun মানে হল আমাদের চারপাশে যা আছে তা সবকিছুই Noun.যেমন:-
father, mother, chair ,table,school ইত্যাদি
I live in Dhaka

Pronoun :
pronoun এর বদলি খাটা ,এর মানে হল noun এর পরিবর্তে যেটি বসে সেটি-ই হল pronoun.যেমনঃ
He,she,it, they ইত্যাদি
Rahim is a good boy. He plays cricket.
এখানে rahim এর পরিবর্তে he বসেছে। তাই এটি হল pronoun.

Adjective :- Adjective এর দোষ গুনে গায় গান, মানে হল adjective দ্বারা কোন কিছুর দোষ-গুন ,অবস্থা, সঙ্খ্যা ,পরিমান ইত্যাদি বুঝায়।
যেমনঃ He is a good boy.
এখানে good হল adjective. এটি দ্বারা গুন বুঝানো হয়েছে।

Verb: Verb এর হল হাটাহুটা মানে হল- এটি দ্বারা কোন কিছুর কার্য সম্পাদন করা বুঝায়। যেমনঃ
I am writing in a blog

Adverb:Adverb এর রকম-সকম মানে হল- এটি দ্বারা কোন verb কিভাবে সম্পন্ন হচ্ছে তা বুঝায়।যেমনঃ
I am writing slowly. এখানে slowly একটি adverb.

Preposition: pre mane পুর্বে , position মানে অবস্থান। অর্থাৎ, preposition মানে পুর্বে-অবস্থান।
এটি কোন কিছুর পুর্বে বসে সেই ওয়ার্ড এর অবস্থান নির্দেশ করে ।
যেমনঃ I am in Dhaka.

Conjunction: যোগ-বিয়োগে conjunction মানে হল- কোন শব্দ বা বাক্যের মধ্যে এটি সংযোগ ঘটায়।
যেমনঃ
He is polite and brilliant.

Interjection: এটি দ্বারা কোন কিছুর সুখ,দুঃখ, আনন্দ,বেদনা ইত্যাদি বুঝায়।যেমনঃ Hi ! how are you?
এখানে Hi wordটি interjection

(চলবে......)

 

 

 

 

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ভাল জিনিস তাতে কোন সন্দেহ নাই্ । কিন্তু কাহিনী হল কয়েকদিন পর আপনি নিজেই না আমার আগ্রাহ হারিয়ে ফেলেন লেখার । কারন এই ওয়েভসাইটিতে কোন সিরিজ টিউন শেষ পর্যন্ত কম্পিলিট হয় না। আমি চাই আপনি এটি কন্টিনিউ করেন।

আমার তো ভালই লাগল! যেহেতু ধারাবাহিক টিউন, তাই আপনার সাথেই আছি। চালিয়ে যান…….

এখন বুঝতে একটুও কষ্ট হয়নি, কিন্তু…… ছোট বেলাতে এগুলোর জন্যই স্যারের মার খেতাম, ভালোই হয়েছে এখন আর মার খেতে হবে না, চালিয়ে যান………. সত্যি, আমি আগ্রহী।

    আমি চালিয়ে যাব, কিন্তু সাইকেল কই?? হাহাহ।ভয় নেই ।আমি সব সময় আপনাদের পাশে আছি।

ভাই আপুনি যেই স্কুল খুলেছেন, ইহাতে আমার মতো ছাত্রের অভাব হবে না। কিন্তু মাঝপথে গিয়ে আশা করি হারিয়ে যাবেন না।ধন্যবাদ এত সুন্দর ভাবে উপস্থাপনার জন্য।

    সত্যি যদি আপনাদের ভাল লেগে থেকে তবে আমি থেমে থাকবো না। আসলে মাঝপথে কেউ ই হারিয়ে যায় না ,শুধু সাপর্ট থাকে না বলেই সবাই হারিয়ে যায়।আপনারা পাশে থাকলেই আমি চালিয়ে যাব

সুন্দর টিউন ,চালিয়ে যান আমি আছি

নয়নে যাহা পড়ে তাহাই Noun,

Noun সব কিছু কিন্তু দৃষ্টিগ্রাহ্য নয়, মানুষের গুন দোষ এগুলোও নাউন কিন্তু এগুলো দেখা যায়না যেমন Honesty, Truthfulness, etc.

যেহেতু এটি সিরিজ লেখা ও এখানে এটি যারা পড়বে তারা সবাই মোটামুটি শিক্ষিত তাই আপনার কাছে আবেদন আর একটু advance user der jonno likhen. sobar jonno valo hobe .

    আপনি একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন তো adjective কে চোখে দেখেন কিনা!
    adjective শুধুই বুঝা যায়,দেখা যায় না। হাত দিয়ে স্পর্শ করে দেখতে পারবেন না।
    এটা তো প্রাথমিক ধারনা দিলাম। পরে যখন আরো advance কিছু নিয়ে লিখবো তখন সেইভাবেই লিখবো। অনেক ধন্যবাদ আপনাকে

Level 0

ধন্যবাদ , ছাএ হিসাবে যোগ দিলাম। স্যার পালিয়ে যাবেন না,,,,,,,,,,,,,,,,,,,,,,,হা,,,,হা,,,,,হা

বয়স্ক স্কুলে ভর্তি হওয়া ইচ্ছা আছে যদি শেষ পর্যন্ত চালিয়ে যান,
ধন্যবাদ টিউনের জন্য দেখি কতটুকু শিখতে পারি।

Level 0

ভাল উদ্দেগ।
চালিয়ে যান।

শেখার কোন শেষ নেই।অনেক প্রয়জনীয় টিউন। ধন্যবাদ।

Level 0

স্যার চালিয়ে যান।

ভাই আমি টেটিতে নিয়মিত, কমেন্টটা কখনো করি নাই, আপনার টিউনের প্রতি সবার একাত্বা দেখে আমি আর থাকতে পারলামনা। আপনার এই উদ্যোগটাকে স্বাগত জানিয়ে যাত্রা শুরু করলাম। আশা করি…………………………………………….।

রোমেল ভাই আমি আপনার ছাত্রত্ব গ্রহণ করলাম… চালিয়ে যান ভাই… 🙂

চালিয়ে যান চালিয়ে যান । 😀

Level 0

thank you very much…….. continue to future

কারো না কারো কাজে লাগবে, ধন্যবাদ।

tense shikhar jonno eita dekhte paren https://www.techtunes.io/edutunes/tune-id/160161