এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-২)

প্রিয় ভাই-বোন,
গত পর্বে আমি শিখিয়েছিলাম parts of speech সম্পর্কে। আজ আমি আপনাদের শিখাবো Voice change.

আমি গত পর্বে যেমন ছড়ার মাধ্যমে শিখিয়েছিলাম parts of speech .

__________________________________________________________________

গত পর্বঃ

এবার ইংরেজী শিখুন ওয়েবসাইটে,একধাপ এগিয়ে থাকুন(পর্ব-১)

__________________________________________________________________
তেমনি আজও আমি ছড়ার মাধ্যমে শিখাব voice change.

-------------------------------------------------------------------------------------------
ছড়া
------------------------------------------------------------------------------------------

Obejct বেটা Subject হয়ে
হিঃ হিঃ করে হাসে,
nominative লজ্জা পেয়ে
By এর পরে বসে ।।

মূল verb এর past participle হয়
তার আগে ঠেসে বসে to be মহাশয়।।

__________________________________________

ব্যাখাঃ
active: I eat rice
passive : Rice is eaten by me

I eat rice এই বাক্যে subject -I , object- rice.
এখন দেখুন, আমাদের object - rice বেটা কিন্তু passive voice এ পরিবর্তন করার সময় ঠিক -ই subject হয়ে হিঃ হিঃ করে হাসছে।

passive voice এ লক্ষ্য করে দেখুন subject হল rice
কিন্ত সে আগে active voice এ object হিসাবে ছিল।

আখন আমি nominative এর কথা বলবো ।তার আগে চলুন ঘুরে আসা যাক nominative জগত থেকে।

Subject nominative

I                                                 Me

He                                             Him

They                                      Them

She                                           Her

We                                           Us

you                                         you

এখন আবার উদাহরন এ ফিরে যাই।
"nominative লজ্জা পেয়ে by এর পরে বসে "
দেখুন nominative লজ্জা পেয়ে by পরে কিন্ত ঠিক -ই বসেছে

Rice is eaten by me .এখানে me হল nominative
এরকম আরো nominative । যেমনঃ him,her,them ইত্যাদি।

মুল verb এর past participle হয়েছে।
'eaten' হয়েছে 'eat' verb থেকে( rice is 'eaten' by me)

তার আগে কিন্ত 'to be ' মহাশয় মানে 'to be ' verb বসেছে।
লক্ষ্য করে দেখুন,
Rice 'is' eaten by me .( past participle -eaten এর আগে কিন্তু to be মহাশয় বসেছে মানে is বসেছে)

'to be ' verb যদি নাই বুঝেন তাহলে মনে রাখবেন এটি Auxiliary verb.
*Active voice এ যে কয়টি word থাকবে Passive voice এ তার থেকে ২ টি word বেশী থাকবে ১০০% নিশ্চিত থাকুন

কেমন লাগলো জানাবেন ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে

Level 0

ভালই লাগলো

Level 0

ধন্যবাদ চালিয়ে যান।

একই দিনে একই বিষয়ে দুইটি পর্ব মনে হয় ঠিক হয় নাই,
কারন এতে করে শিখতে অনেক কষ্ট হবে কারন এত তারাতারি ঠিক মতন মনে থাকতে নাও পারে।
তাই আমি মনে করি এই টিউন গুলু সপ্তাহে একবার হলে সবচেয়ে ভাল হয়।
তবে এইটা আপনার ইচ্ছা আপনি যেই ভাবে চাইবেন প্রকাশ করবেন,
আমি শুধু আমার সুবিধাটার কথা বললাম,ধন্যবাদ।

    আতাউর ভাই,আমার কম্পিউটার সমস্যা দেখা দিচ্ছে তাই দিয়ে দিছি একসাথে সাথে যাতে পরে ফাইল্গুলি নষ্ট না হয়।তবে আমি এর পরে একদিন পর পর দিব।ধন্যবাদ।

আমার মনে হয় এভাবে চালিয়ে গেলেও হয়, কোন সমস্যা নেই। চালিয়ে যান। যত লিখবেন ততই শিখব।

    সাগর ভাই,আমার কম্পিউটার সমস্যা দেখা দিচ্ছে তাই দিয়ে দিছি একসাথে সাথে যাতে পরে ফাইল্গুলি নষ্ট না হয়।তবে আমি এর পরে একদিন পর পর দিব।ধন্যবাদ।

১\২ দিন পর পর হলে আমাদের জন্য ভালো হবে স্যার। আশা করি আমার মত বোকা ছাত্রদের কথা মাথায় রাখবেন। ধন্যবাদ আপনাকে।

আবারো লগইন করে কমেন্ট করলাম আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

ধরে রাখতে হবে রোমেল ভাই। দু’ একদিন টিউন করার পর বন্ধ করে দিলে এই সব টিউনের কোন মূল্য থাকেনা। মানে শেষটা তো করা চাই…। টিউনটি প্রতিদিন করলেই ভাল হয়। দীর্ঘদিন চলতে থাকলে আবার আপনার কোন সমস্যা উপস্থিত হতে পারে। যারা প্রতিদিনের পক্ষপাতি নন তারা কিন্তু সেইভ করে অথবা প্রিয় টিউনসে যুক্ত করে পরে অনুশীলন করতে পারেন। রোমেল ভাইকে অসংখ্য ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ মুকি ভাই। আমি যদি বেঁচে থাকি তবে ইনশাআল্লাহ্‌ আমি আমার ২ টা টিউটোরিয়াল শেষ করবো।আপনারা শুধু পাশে থাইকেন আমার।
    ১।জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল
    ২। ইংরেজী টিউটোরিয়াল

    আর আমি তো রেগুলার টিউন করতে পারবো ,কিন্তু আপনাদের অনেকের নাকি সমস্যা হবে তাই ১ দিন পর পর করার সিদ্বান্ত নিয়েছি।ধন্যবাদ

Level 0

স্যার চালিয়ে যান।

চমত্কার একটি উদ্যোগ ……..চালিয়ে যান.

অসাধারণ… 🙂

যারা নতুন কাজে লাগবে।

Level 2

অনেক সুন্দর হইসে।[a href=”http://facebook.com/reazul732985″]আমার[/a] মত যারা লাস্ট বেঞ্চের গদর্ভ স্টেডিয়াম তাদের খুব কাজে লাগবে।
ধন্যবাদ রোমেল ভাই আপনাকে।
আমার এইসএসসি সামনে এইগুলা খুব কাজে আসবে।