IDM নিয়ে যারা ঝামেলায় আছেন তারা দেখতে পারেন আর যাদের কাছে আছে তারাও দেখুন

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর সবাই কেমন আছি? ভালো আছি অবশ্যই। আমিও ভালো আছি। আমরা সবাই কমবেশী ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি। আর এটা সম্পর্কে জানেনা বা বোঝেনা এই রকম মনে নাই। যাইহোক আমার কাছে যেই আইডিএমটা আছে। সেটায় আমি কখনো সমস্যায় পড়ি নাই। বা কোন এক্টিভেটর কীও চায় নাই। শুধু পার্থক্য হলো, সেটআপ দেওয়া নিয়ে। আমি সেটআপসহ টিউনটি লিখলাম। জানিনা কতটুকু উপকার করতে পারবো। তবে এতটুকু বলতে পারি আমার টাই সেরা। কেননা বাকিটা আপনারাই বলতে পারবেন।

চলুন তাহলে শুরু করি। ডাউনলোয লিঙ্ক থেকে আইডিএমটা ডাউনলোড করুন আমি। আমার কম্পিউটার থেকে নিয়েছি।

ডাউনলোড করুন ঃ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আসলে সাইটের অ্যাড্রেস না দিয়ে পারলাম না। ডাউনলোড সাইটের অ্যাড্রেস দিলে নিচের ম্যাসেজ টা আসে।)

 

স্ক্রীনশট ঃ ০১ সিলেক্ট করুন বা ওপেন করুন।

স্ক্রীনশট ঃ ০২ নেক্সট বাটনে ক্লিক করুন

স্ক্রীনশট ঃ ০৩ ডেস্কটপ চিহ্নতে টিক দিন এবং  নেক্সট বাটনে ক্লিক করুন স্ক্রীনশট ঃ ০৪ ইনস্টল এ ক্লিক করুন

স্ক্রীনশট ঃ ০৫ এই ম্যাসেজ টা যতবার আসবে তত বাড়ই রিট্রাই তে ক্লিক করবেন তবে মনে রাখবেন ৪বার এর বেশী দিবেন না। [এই ম্যাসেজটা চারবার আসতে পারে]

স্ক্রীনশট ঃ ০৬ ৪ বার হওয়ার পর Ignore ক্লিক করুন

স্ক্রীনশট ঃ ০7 এবার আপনার কাজ শেষ। ফিনিস দিয়ে শেষ করুন

স্ক্রীনশট ঃ ০৮ প্রোগ্রাম ফাইল গিয়ে ওপেন করুন।

এই সবগুলো ফটোই আমার পিসি থেকে দেওয়া। কোথাও থেকে কপি করা না।  সেটআপ দেয়া কম্পিট হলে ডাউনলোড দিয়ে দেখতে পারেন। কাজ করে কি না। আর আপনার কোন আপ ডেট দিতে হবে না। আর যদি আপডেট চাইবে না তারপরও যদি আপডেট চায় তাহলে দয়া করে আপডেট দিবে ন না। আশা করি সবাই বুঝতে পারছেন। যাইহোক সময় পেলে আমার নতুন মুভি সাইটে ঘুরে আসবেন আশা করি। আসলে একটা কথা না বললেই নয় এই মুভি সাইটের খোলা পিছনে টেকটিউনস এর ভূমিকা অনেক। এর মাধ্যমে আমি একটা সাইট খোলা যাবতবীয় থতথ্য পেয়েছি। সবােই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

আমার মুভি সাইট : http://allhdmc.com/

Level New

আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami arekta technique use kori.. apnar ta dekhe valo laglo,