অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট গাইড লাইন [পর্ব-০১] :: প্রাথমিক শুরু ও এনভারমেন্ট সেটআপ (Eclipse ব্যবহার করে)

Android হলো Linux  কার্নেল এর অপারেটিং সিস্টেম। এটি সম্পুর্ন ফ্রিওয়ার  গুগল থেকে পরিচালিত। কিছু বছর আগেও অ্যান্ড্রয়েড  অপারেটিং সিস্টেম  এতটা জনপ্রিয় ছিলো না।কিন্তু ফ্রি ওয়ার আর সহজলভ্য এপস স্টোর থাকার কারনে সবাই অ্যান্ড্রয়েড এর দিকে ঝুকতে শূরু করেছেন। কি নেই অ্যান্ড্রয়েড  অ্যাপ্লিকেশনে? এককথায় সব কিছুই পাবেন প্লেস্টোর নামক জায়গায়।যেখানে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে  ৪০০০ এর বেশি এপস প্লেস্টোরে  আপলোড করা হয়। এর বিশেষ কারন হলো একজন ডেভেলপার একটা একাউন্ট থেকে যত খুশী এপস আপলোড করতে পারেন।কোন ধরা বান্দা নিয়ম নিতি না মেনেই। একটু ধারনা থাকলেই আমরা এপস ডেভেলপমেন্ট করতে পারবো। এখন প্রশ্ন হলো কিভাবে শূরু করবো? সবাই তো আমার থেকে এগিয়ে গেছে? না আপনি পারবেন।ইচ্ছে করলেই পারবেন। এই টিউটেরিয়ালের মাধমে আপনি কি কি পারবেন?

  • আপনি নিজে নিজে সম্পূর্ণ একটি এপ্লিকেশন ডিজাইন, ডেভেলপ  করতে পারবেন।
  • শুধু মনবল নিন তাহলেই এপ্লিকেশনও তৈরি করতে পারবেন।

কারা এটি পারবেন?

  • যে কোন বয়সের

  • যে কোন স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটির ছাত্র

আপনাকে কিকি প্রাথমিক ধারনা থাকতে হবে?

  •  জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা থাকতে হবে।

  • এন্ড্রয়েড প্ল্যাটফর্মে সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা থাকতে হবে।

Android অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট এনভারমেন্ট সেটআপ

এখন আমরা অ্যান্ড্রয়েড  অ্যাপ্লিকেশন ডেভেলাপমেন্ট এনভারমেন্ট সেটআপ করবো।

  1. জাভা JDK(Java Development Kit) সরাসরি ডাউনলোড লিংক JAVA এখান থেকে থেকে।

  2. ADT Bundle  Eclipse ব্যবহার করবো। ডাইনলোড 

  3. SDK Eclipse  এর জিপ ফাইলের ভেতরেই দেওয়া আছে।নতুন করে ডাউনলোড করার দরকার নাই।

এবার শুরু করা যাক। JDK(Java Development Kit) ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার Eclipse ডাউনলোড করে আনজিপ করি। এর পর আমরা ইকিলিপ্স অপেন করি।নিচের মতো উইনডো দেখতে পাবো। একটু অপেক্ষা করি। এই হয়ে গেলো আমাদের ইকিলিপ্স এনভারোনমেন্ট সেট আপ।   আমি আপডেট API  ও SDK  সহো আপলোড করেছি,যদি কারো এর পরেও সমস্যা হয় তবে নিচের মতো করে আগে API  ও SDK আপডেট করে নিন। Windows  এ ক্লিক করে  Android SDK Manager  এ কিক করলে নিচের মতো SDK Manager  ওপেন হবে। SDK Manager  ওপেন হলে ১ এ ক্লিক করে ডি সিলেক্ট করে ২ আর ৩ এ চেক মার্ক করে দিন,। এর পর ৪ এ  Install package  এ ক্লিক করে agree  করে আপডেট করে নিন। বেশ কিছু সময় লাগবে। যখন সব আপডেট কম্পলিট হবে তার পর আমরা ভার্সুয়াল ডিভাইস অপেন করবো।

আপনি Android App তৈরি করার জন্য সম্পুর্ন প্রস্তুত।

➡ পরবর্তি টিউনে এন্ড্রোয়েড ভার্সুয়াল ডিভাইস(Android Virtual Device Manager ) বা ইমিউলেটর তৈরি করব আর সাথে একটা ছোট্ট এপস বানাবো।  😀

 

আজ আপনারা এইটুকু করে নিন।

যদি কারো কোন সমস্যা হয় তবে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, ফেসবুকে আমাকে পাবেন

Level 0

আমি Maruf CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No I am not along i know one day You will be Back....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মারুফ ভাই আপনি কি কোর্সটা করাচ্ছেন নাকি? আর আপনি কোথায় থাকেন । আপনার টিউনগুলো খুব সুন্দর লাগে !!!

    Level 0

    ভাই ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। যা জানি অন্যকে জানানোর চেস্টা আরকি

      Level 0

      ভাই আমি ইমন ! আপনার টিউনগুলো অসম্ভব সুন্দর !!! ধন্যবাদ!!!!!

        Level 0

        ইমন ভাই আপনাকে শুভ কামনা রইলো

ভাই Eclipse এর চেয়ে এন্ড্রয়েড এর নিজস্ব স্টুডিও অনেক বেশি ভালো। 🙂 যাইহোক শুরু করেছেন, শেষ পর্যন্ত চালিয়ে যাবেন আশাকরি।

    Level 0

    হ্যা ভাই এন্ড্রয়েড স্টুডিও নিয়ে পরের টিউন গুলা করবো বিশেষ করে গেম এর। আর ইকিলিপ্স নিয়ে ধারনা না থাকলে এন্ড্রয়েড স্টুডিও সমস্যা হয়,
    ধন্যবাদ আপনাকে।

চালিয়ে যাবেন আশা করি ভাই 🙂

ভাই অনেক ভাল একটা টিউন
আশা করি ধারাবাহিক ভাবে চালিয়ে যাবেন
তাতে করে আমরা নতুনরা উপকৃত হব।
আপনার জন্য শুভ কামনা রইল

ভাই আমার কম্পিউটারে JDK, Eclipse সেটআপ করেছি বেশ কিছুদিন আগে। মনের মতো টিউটোরিয়াল পাইনি বলে ওভাবেই রেখে দিয়েছি। আপনার টিউনটি দেখে নতুন করে আশার সঞ্চার হলো। খুশিতে মনটা ভরে উঠল, হয়ত এবার কিছু একটা হবে…….. যাই হোক, আপনার জন্য শুভ কামনা। তবে একটা রিকোয়েস্ট থাকবে, তা হলো দয়া করে মাঝপথে থেমে যাবেন না। তাহলে খুব কষ্ট পাব। আর আপনার মোবাইল নাম্বারটা দিলে আপনার সাথে একটু যোগাযোগ করতাম। ধন্যবাদ।

[FREE] Udemy – The Complete Web Developer Course – Build 14 Websites

Download Link: http://bit.ly/1YrfCJk

Course Link: https://www.udemy.com/complete-web-developer-course/