রেজিষ্ট্রির মজাঃ পর্ব ৪। টার্গেটঃ ভিস্তা,৭। বিষয়ঃ কনটেক্সট মেনুতে (মাউসের রাইট বাটনে) রাখুন নিজের নাম ও ছবি।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কেমন আছেন সবাই। খুবই হতাশা লাগেছ। এত সুন্দর করে (কষ্ট করে) রেজিষ্ট্রি নিয়ে টিউন করছি। অথচ কোন সাড়া নাই। ভেরি ব্যাড। একটা কথা আবারো বলছি আমি। এখানে এতটুকুও ভয় নাই। আর একটুও কঠিন না। তবু কেন এরকম হচ্ছে। বুঝছি না,

যাই হোক। আজ আপনাদের মজার একটা ট্রিক্স শিখাব। আপনার ডেক্সটপে মাউসের রাইট বাটন ক্লিক করলেই দেখতে পাবেন আপনার নাম আর ছবি।

শুরুতেই দেখে নিন কি করতে যাচ্ছেন আপনি।

১. প্রথমেই আসুন রেজিষ্ট্রি এডিটর ওপেন করি। এজন্য স্টার্টমেনু তে ক্লিক করে Run এ ক্লিক করি। অথবা Win+R চাপি।

তারপর রান কমান্ডে Regedit লিখে ok দিন।

২. এবার "রেজিষ্ট্রি এডিটর"  খুলবে। এবার পরপর ক্লিক করে যান।

HKEY_CLASSES_ROOT>DesktopBackground>Shell

Shell রাইট ক্লিক করে New থেকে key সিলেক্ট করুন। দেখবেন নতুন একটা key তৈরি হয়েছে।

আপনার পছন্দ মত যেকোন নাম দিন।

মনে করি, নতুন কি টার নাম maakn । এখন এটিতে ক্লিক করুন। দেখবেন ডান পাশের প্যানে তিনটা অপশন এসেছে। Default, Icon, position.

৩. Default এ ডাবল ক্লিক করে Value Data এর স্থলে আপনার নাম দিন।

৪. আপনার পছন্দের ছবিটা ১০*১০আকারে রিসাইজ করে নিন। এবার আবার ২নং এর Icon ডাবল ক্লিক করুন। Value Data এর স্থলে রিসাইজ করা ছবিটির ঠিকানা দিন। ধরি আপনার ছবিটার নাম। Maakn.bmp সেটা আছে D ড্রাইবে। তাহলে Value Data হবে D:/Maakn.bmp

৫. এরপর position এ ডাবল ক্লিক করুন কনটেক্সট মেনুর উপরে দেখতে Top আর নিচে দেখতে Bottom লিখুন।

৬. এবার ২নং এ তৈরি করা  কি টাতে(Maakn) রাইট ক্লিক করে New>key সিলেক্ট করুন। নাম দিন command.

৭. এবার command সিলেক্ট করলে ডানের প্যানে দেখবেন Default অপশন এসেছে। সেটাতে রাইট ক্লিক করে লিখুন explorer.exe তাতে আপনার নামে ক্লিক করলে Windows Explorer খুলবে।

ব্যাস।

শর্টকাটঃ ১. নোটপ্যাড খুলে নিচের কোড গুলো লিখুন। আর maakn.reg নামে save করুন। এরপর maakn.reg ফাইলে ডাবল ক্লিক করে  দেখুন চমৎকার। আর হ্যা নোটপ্যাডে লিখার সময় Bold করা লিখা গুলো পরিবর্তন করতে ভুলবেন না।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\maakn]
@="~:: MAAKN ::~"
"Icon"="d:/Maakn.bmp"
"Position"="Top"

[HKEY_CLASSES_ROOT\DesktopBackground\Shell\name\command]
@="explorer.exe"

অটঃ দয়া করে আমার ভুলটা কোথায় মতামত দিন। আমি আর উৎসাহ পাচ্ছি না। 🙁

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হে হে….
আপনার পরিকখার মানে আমি বুঝটে পারচি….
….আমি আপনাকে কোনো উপদেষ দিব না….
ভায়া যদি পারেন একটু দেখবেন তো….
মোবাঈল ফোন কামেরা কে ওয়েবকাম হিসেবে ইউস করার কোন বাবোসতা কোরতে পারেন নাকি….
আমি সময় দিতে পারছি না…
কিনতু বের কোরতে পারলে আনেকের কিনতু ওওওওওওনেক উপকার হবে….
& of course সবার আগে আমি….. ;))

জট্টিল……………… 😀

    ধন্যবাদ আপনাকে।

Regedit ata run a disi but not find show kortasa!

    কেন আসল না। এটায় তো রহস্য। আপনি আরেকটু ক্লিয়ার করবেন কি। যাই হোক, আপনি শর্টকাট এর নিয়মটি ফলো করতে পারেন।

    abar bojlom apnar ta xp ta kaj kora na …… 🙁

HKEY_CLASSES_ROOT তে যাওয়ার পর DesktopBackground খুজতে খুজতে হয়রান হয়ে গেলাম, কিন্তু পেলাম না !

    আমিও অনেক খুঁজলাম কিন্তু পেলাম না ।

    আপনারা কোনটায় খুজেছেন এক্সপি নাকি সেভেনে,
    এইটা সেভেনে আছে আমি খুজে পেয়েছি।

    কি বলেন! না পাওয়ার তো কোন কারন দেখি না। যাই হোক লিষ্ট বড় দেখে আপনি বোধহয় বিরক্ত হয়ে গেছেন।
    আপনার জন্য একটা শর্টকাটঃ HKEY_CLASSES_ROOT সিলেক্ট করে ctrl+f চাপুন এরপর আসা Find ডায়ালগ বক্সটিতে DesktopBackground লিখে সার্চ দিন। আশা করি, পেয়ে যাবেন। ধন্যবাদ।

    জানালা এক্সপিতে খুজেছি !

    দুঃখিত এটা মনে হয় এক্সপিতে কাজ করবে না। আসলে আমি ৭ ইউজ করি তো। 🙁

আচ্ছা ভাইয়া আপনি এত হতাস হচ্ছেন কেন। আপনি কোনও দোষ করেননি।
কেউ মাখন খাউক আর না খাউক আমি কিন্তু ঠিকই খাব।
আপনার আপনার টিউনের পর্ব নিয়মিত চালিয়ে যান। আমার পক্ষ থেকে আমি আপনাকে যথেষ্ঠ উৎসাহ দিচ্ছি।
তবে এতগুলো অপশনের ভিতর থেকে রেজিস্ট্রি গুলা খুজে পাওয়া খুবই কষ্টকর।
খুবই ভাল লাগল।
অনেক ধন্যবাদ।

    আপনাকে অনেক ধন্যবাদ সাইফুল ভাই।

মাখন ভাই হতাশ হবেন্না এইটা একটা পুরানো ব্যাপার,
টিউটোরিয়াল টিউনে খুব একটা কমেন্ট হয় না।
তারপরেও কিন্তু আমি বলব টিউটোরিয়াল টিউন গুলাই টেকটিউন্সের প্রান এবং টেকটিউন্সকে সমৃদ্ধ করে আছে।
আপনি চালিয়ে যান আমি আছি আপনার সাথে,
আপনার এই টিউটোরিয়ালটা আমার খুব ভাল লাগে তাই আমি আমার নিজের ব্লগেও ইহা প্রকাশ করেছি।
ধন্যবাদ অনেক ভাল টিউন।

    দুঃখিত মাখন ভাই আবার কমেন্ট করলাম,
    যেই কোন টিউন করার সময় যদি বলে দেন এইটা কোন সিস্টেমে কাজ করবে অথবা আপনি যেই সিষ্টেমে এইটা ট্রাই করেছে, তা হইলে টিউনটি বুঝতে আরো সহজ হবে।

    জ্বী আতাউর ভাই, আমিও বুঝতে পেরেছি। আসলে এই প্রথম সমস্যাটায় পড়লাম তো। আপনাকে অনেক ধন্যবাদ।

মাখন কিন্তু ভালো জিনিস। তাই সময় মত সবার কাজে আসে।ধন্যবাদ চালিয়ে যান।

    আউয়াল ভাই, অনেক অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ। ভালো টিউন

মাখন ভাই … নতুন কি খুললে শুধু default দেখাই…। Icon বা position দেখায় না… কি করতে পারি …। হেল্প করেন …

    ওমমম…. উত্তর দিতে দেরি হওয়াতে দুঃখিত। আপনি শর্টকাট নিয়মটি ফলো করতে পারেন অথবা default এর নিচে সাদা জায়গায় রাইট ক্লিক করে New থেকে String Value সিলেক্ট করুন(২ বার)। তারপর এদের নাম দিয়ে দিন Icon এবং Position বাকী কাজ উপরে লিখা আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি বুঝতেই পারিনি আপনি এখানে কমেন্ট করেছেন(মেইল চেক না করলে হয়তো বুঝতামও না)। টিটিতে এই সুবিধাটি যুক্ত হওয়া দরকার।