ডোমেইন সেট করুন

অনেকেই ডোমেইন সম্পর্কে বোঝেন না। ডোমেইন কিভাবে পাওয়া যায় তা বোঝেন না । আমরা একে মনে করি ফালতু।  আপনি অতি সহজে Co.cc ডোমেইন পেতে পারেন। এটি URL redirect না। এতে আমরা শিখব কিভাবে ডমেইন সেট আপ করতে হয়।

১.প্রথমে ক্লিক করুন। এখন নতুন উইন্ডো আসবে। এখানে দেখবেন একটি টেক্সট বক্স আছে । তার ডান পাশে "Check Availability" একটি বাটন আছে। ঐ টেক্সট বক্সে আপনার কাংখিত ডোমেইন নেম লিখুন, যেমনঃ আপনি mohaimen.co.cc নামে ডোমেইন নেম পেতে চান , তাহলে টেক্সট বক্সে লিখুন mohaimen । তারপর পাশের "Check Availability" বাটনে ক্লিক করুন । কিছুক্ষনের মাঝে আপনার ডমেইন নেম চেক করবে। যদি আগে এই ডোমেইন রেজিষ্টেশণ না করে তা হলে Mohaimen.co.cc is available লেখাটি দেখাবে। যদি না দেখায় তাহিলে অন্য ডোমেইন নেম দেখুন।

এবার Continue Registration  এ ক্লিক করুন। এবার আপনাকে নিবন্ধিত হতে হবে। এজন্য Create an account now  এর উপর ক্লিক করুন।এবার একটি নিবন্ধন ফরম আসবে। এখানে আপনার তথ্য পূরণ করুন। এবং সব শেষে I accept the Terms of Service [] এ টিক দিয়ে Creat an account এ ক্লিক করুন।

এবার একটি লেখা দেখাবে Your new domain has been successfully registered। আপনার ডোমেইন  হয়ে গেছে। এখন আপনাকে ডোমেইনটি সেট আপ করতে হবে।

২. Set up বাটনে ক্লিক করুন। Manage Domain আসবে। এখানে আপনার ডোমেইনের ডান পাশে Set up লিখা বাটনে ক্লিক করুন। এখানেই পেচটা । এখন আপনি যদি ডোমেইন চান তাহলে 1. Manage DNS  এ চেক দিন। এখানে দুটি টেক্সট বক্স দেখতে পাবেন। Name Server 1 ও Name Server ২ । এখনে আপনার ওয়েব সার্ভার থেকে পাওয়া Name Server দুটি লিখুন। এটি আপনার ওয়েব সার্ভের আপনাকে বলে দিবে।Name Server  ঘর গুলো পূরণ করে Set up এ ক্লিক করুন। এবার ২৪ ঘন্টা পরে ডমেইনটি আপনার সার্ভারে সেট হবে। তারপর ৪৮ ঘন্টা পরে আপনার ওয়েব সার্ভারের Domain Addson অপশনে গিয়ে আপনার নিবন্ধিত ডোমেইন লিখুন। হয়ে যাবে।

Level 0

আমি মুক্তাদির রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ছবি কোথায়। কিছুই তো বুঝি না। আমার সাইট দেখুন http://www.bdwebzone.com

Level 0

co.cc ডোমেইন নিয়ে কিছু দিন আগে একবার টিউন হয়েছিল

উদাহারন সরূপ http://www.deshiforkan.cc.cc এটা আগের টিউন এর অবদান

ধন্যবাদ মুক্তাদির ভাই আরো নতুন মজার কিছু লিখুন অপেক্ষায় আছি

Level 0

Co.cc ডোমেইন নিয়ে কিছু দিন আগে একবার টিউন হয়েছিল
উদাহারন সরূপ http://www.deshiforkan.cc.cc এটা আগের টিউন এর অবদান
ধন্যবাদ মুক্তাদির ভাই আরো নতুন মজার কিছু লিখেন অপেক্ষায় আছি

ওয়েব সার্ভার েকাথায় পােবা?জানােল খুিশ হব।

আমি গতকাল একটা ডোমেইন নিলাম http://www.aisajib.com এখনো ফ্রি হোস্টিংয়ে হোস্ট করে রেখেছি। আজকালের মধ্যেই ৫০মে.বা. এর হোস্টিং নিবো ৪৫০/- টাকা দিয়ে http://www.webhostbd.com কোম্পানী থেকে।

আর মুক্তাদির ভাই, আপনার প্রোফাইল বায়োগ্রাফিতে ওয়ার্ডপ্রেস বানান ভুল হয়েছে। বানানটা ঠিক করে নিন।

@বাবুল
আপনার ওয়েব হোস্টিং সার্ভারে লগইন করে Domain manager নামে একটি পেইজ আছে। এতে লিখা আচে। তবে সাভাবিক ভাবে এই নিয়মে হয়ঃ ns1.wordpress.com
ns2.wordpress.com

ডিএনএস আপডেটে সর্বোচ্চ চব্বিশ ঘণ্টা সময় নিতে পারে।

আমি 00webhost.com & http://www.co.cc তে একাউন্ট করেছি। কিন্ত আমার পেজগুলো কিভাবে হোষ্ট করব।

00webhost.com এর ফাইল ম্যানেজার এ গিয়ে আপনার ফাইল আপলোড করুন। উদাহরণ স্বরুপঃ main.php নামের ফাইলটি আপ্লোড করছেন । তাহলে আপনার URL = http://name.co.cc/main.php । আশা করি উত্তর টি পেয়েছেন ।